নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

অভিজিত ছিলেন একজন অপরাধী । একজন অপরাধীর জন্য মায়াকান্না আমার কাছে গ্রহণযোগ্য নয়

০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৫

অভিজিতের হত্যার পর গুটি কয়েক তথাকথিত মুক্তমনা নামধারী অনলাইনে অভিজিত হত্যার প্রতিবাদে নানান রকম পোষ্টার, ফেস্টুন, পোষ্ট দিয়ে বেড়াচ্ছে । আমি ও অভিজিতের হত্যার বিচার চাই । সেই সঙ্গে এটাও চাই অভিজিতের মতো আর যেন কেউ, আইন ভঙ্গ করার সাহস না পায় । বাংলাদেশের সংবিধানে পরিষ্কার ভাবে লেখা রয়েছে, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রাপ্ত হয় এমন কোন কাজ বা আচরণ করা যাবে না । তাহলে কি দাঁড়াল অভিজিত জেনে শুনে ইচ্ছাকৃত ভাবে বারংবার দেশের আইন ভঙ্গ করে চলে ছিলেন ।



সুতরাং দেশের সংবিধান অনুযায়ী আইনের দৃষ্টিতে অভিজিত ছিল একজন অপরাধী । একজন অপরাধীর জন্য মায়াকান্না আমার কাছে কিছুতেই গ্রহণযোগ্য নয় । বুঝে না বুঝে যারা অভিজিতকে সমর্থন দিচ্ছে তারাও অপরাধী । কেননা কোন আপরাধই সমর্থনযোগ্য নয় । তা হলে সেটা অপরাধ হতো না ।



কেউ কেউ পোষ্ট দিচ্ছে "আমিই অভিজিত ।" তারমানে হচ্ছে তিনিও অভিজিতের মতো দেশের আইন ভঙ্গ করবেন । এটা ঠিক নয় । এখন ভেবে দেখুন, কেউ যদি পোষ্ট দেয় "আমিই ফারাবি ।" মানে তিনিও ফারাবির মতো আইন নিজ হাতে তুলে নিতে পারেন । ফারাবি যদি অভিজিতের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থেকে থাকে তা হলে সেও অপরাধী । অভিজিতের যেমন কিছু সমর্থক রয়েছে আমি মনে করি ফারাবিদের রয়েছে তার চাইতে অনেক অনেক বেশি সমর্থক ।



উভয় পক্ষই দেশের আইনের জন্য হুমকি স্বরূপ । অভিজিতেরা যদি তাদের অপরাধ বন্ধ করে দিতো তা হলে ফারাবিদের জন্ম হতো না । স্বাধীনতার ৪০ বছরে অন্তত তা হয়নি । মায়ানমারে,ভারতে হাজার হাজার মুসলমান মেরে ফেললেও এদেশে অন্যান্য ধর্মের মানুষ মিলেমিশে স্বাধীনভাবে ভাই্ ভাই হয়ে বসবাস করে আসেছে । কিন্তু অভিজিতের মতো কিছু মানুষ রাষ্ট্রের শৃঙ্খলা ভঙ্গ করে চলেছে । এদের যতো দ্রুত সম্ভব আইনের আওতায় এনে বিচার করতে হবে । http://www.mukto-mona.com ব্লগটি বন্ধ কেন ? কারা বন্ধ করল ? এখন যদি ব্লগটি বন্ধ হয়ে যায় তা হলে আরো আগে কেন বন্ধ করা হলো না ? তা হলে তো এতো কিছু ঘটতো না । একজন বৃদ্ধ পিতাকে চোখের জলে ভাসতে হতো না ।



প্রথম আলোর নিউ ইয়োক প্রতিনিধি গতকাল লিখেছে , অভিজিত হত্যার দায় নাকি আমাদের । আমি তো বলবো জনগনের আর কোন কাজে নেই যে, একজন অপরাধীর হত্যার দায় নেবে । অভিজিত বুয়েটে পড়াশুনা করে । আমেরিকায় পারি জমিয়েছে । বুয়েটে একজন ছাত্রের পেছনে রাষ্ট্রের কতো খরচ হয় তা হয়তো ঐ রিপোটারের জানা নেই । আমি বলব, অভিজিত দেশের জন্য কোন অবদান তো রাখেনই উল্টো দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে অপরাধী । রাস্ট্র দুধ কলা দিয়ে সাপ পুষেছিল ।



মুক্তমনা শব্দটি মানেই এরা এখন পাল্টে দিয়েছে । সরকার যদি এখনই এ ব্যাপারে কঠোর পদক্ষেপ না নেয় তা হলে উভয় পক্ষই ভবিষ্যতে দেশে অরাজকতা এবং ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য দায়ী হবে ।

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০১

আদরসারািদন বলেছেন: সহমত....

০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ

২| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৯

আজকের বাকের ভাই বলেছেন: এটা মায়াকন্না নয়। আমি অভিজিৎ এর লেখা কখনোই পড়িনি, সে যদি কিছু লিখেই থাকে তবে তা সমনে এনে তার বিরুদ্ধে নামা যেত। দেশের এতো মুসলিম, এদের অগ্রায্য করার ক্ষমতা সরকারেরও হতো না, কিন্তু অভিজিৎকে হত্যা করে কী লাভ হলো।
কিছু পাগল, ইসলাম ও মুহাম্মদের বিরুদ্ধে প্লাকোড নিয়ে রাস্তায় নেমেছে, আমিও অভিজিৎ হত্যার বিচার চাই কিন্তু ইসলাম/মুহাম্মদ কে গালি দেবার কথা স্বপ্নেও ভাবিনা।

০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য । অভিজিতের ব্লগ বা লেখাগুলো মুছে ফেলা হয়েছে এবং ব্লগটিই বন্ধ করে দেওয়া হয়েছে ।

৩| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩৪

যোগী বলেছেন:
অভিজিৎ একজন অপরাধী ছিল সেটা বিচারের ভার আপনাকে কী রাষ্ট্র দিয়েছে?

নাকি তাকে অপরাধী মনে করলে তার নামে মামলা করা আপনার উচিৎ ছিল?

০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: কারো বিচার করার ভার আমার নেই । রাষ্ট্রের যেহেতু একটি সংবিধান রয়েছে যেহেতু আমরা যারা এ রাষ্ট্রের নাগরিক তাদের সকলের সেই সংবিধান মেনে চলা উচিত আমি সেটাই বলতে চেয়েছি এবং বলেছি । আপনি মনে হয় পুরো লেখাটি পড়েননি ভাই । ধন্যবাদ ।

৪| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪২

যোগী বলেছেন:
তাহলে কেন শিরোনামে লিখলেন অভিজিৎ একজন অপরাধী?

০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: যেহেতু তিনি সংবিধান পরিপন্থি কাজে লিপ্তছিলেন তাই তিনি অপরাধী ছিলেন ।

বাংলাদেশের সংবিধানে পরিষ্কার ভাবে লেখা রয়েছে, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রাপ্ত হয় এমন কোন কাজ বা আচরণ করা যাবে না । তাহলে কি দাঁড়াল, অভিজিত জেনে শুনে ইচ্ছাকৃত ভাবে বারংবার দেশের আইন ভঙ্গ করে চলছিল ।

৫| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১১

নতুন বলেছেন: অভিজিৎ একজন অপরাধী? >>> তার সাজা দাবী করছেন....

আর যে তাকে খুন করলো তার সাজা দাবী করবেন না???

এই ভাবে হত্যাকে সমথ`ন করা সভ্য বিশ্ব মেনে নেবে না... বরং এতে ইসলাম নামের বিপক্ষেই মানুষ দাড়াবে....

এই হত্যা ইসলাম বিরোধীরাও করতে পারে.... এটা যে তার ধম`বিদ্বেষীতার জন্যই করা হয়েছে তার কি কোন প্রমান আছে??? একটা অনলাইন টুইট ছাড়া??


কোন হত্যাই সমথ`ন করা যাবেনা.... তার জন্য দেশ আছে..আইন আছে..আদালত আছে...

০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ভাই, পুরো লেখাটি দয়া করে পড়ুন । আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমার বক্তব্য প্রকাশ করেছি ।

৬| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৪

হুতুম বলেছেন: Click This Link

০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: লিংকে ঢুকে লেখাগুলো পড়লাম । যার যার কৃতকর্মের ফল সে পাবে । অভিজিত এখন পাচ্ছে শুধু তার চেলারা দেখতে পাচ্ছে না । অভিজিত ও ফিরতে পারছে না ।

৭| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৬

রায়হান চৌঃ বলেছেন: আরে ভাই বাংলাদেশে আরো ১৭ কোটি মানুষ আছে তো, ওদের কে নিয়া কারো কি কোন মাথাব্যথা নাই.....? একজন হুসজ্ঞান হীন নিয়া পইড়া আছেন কেন... ???

০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ ভাই মূল্যবান উপদেশের জন্য । ভাল থাকুন ।

৮| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৪

যোগী বলেছেন:
কারো ধর্মীয় অনুভুতিতে আঘাত লেগেছে কেমন করে বুঝবো কেও কী তার নামে মামলা করেছে?
আপনার ধর্মীয় অনুভুতিতে আঘাত লাগলে আপনি তার নামে কোটে মামলা না করে বাড়িতে বসে থেকে তাকে অপরাধী বলা কী সংবিধানের নিয়ম?

০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: Click This Link এই লেখাটি পড়ুন ।

৯| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৪

নিজাম বলেছেন: অতি সুন্দর লেখা, নিরপেক্ষ লেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল । আমি মানুষের ভাবনা এবং পছন্দকে সন্মান করি তবে অবশ্যই সেটা অন্যের জন্য যেন ক্ষতিকর না হয় ।

১০| ০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৪

পালের গোদা বলেছেন: একটি প্রশ্ন: বাংলাদেশের প্রধানমন্ত্রী কে গালি দিলে বা অবমাননা করলে সেটাও কিন্তু এদেশের আইনে অপরাধ। এখন আপনি যদি ভবিষ্যতে কোন প্রধানমন্ত্রীকে (যেই দলেরই হোক না কেন) গালি দেন আর তারপরে যদি সেই প্রধানমন্ত্রীর দলের কেউ এসে রাস্তায় আপনারে পেয়ে কোপায় মেরে ফেলে, তখন আপনার কোন বন্ধু যদি আপনার জন্য কাদে, সেটাও কি আপনার মতে মায়াকান্না হবে কিনা? এবং দ্বিতীয়ত সেই মায়াকান্না আপনার কাছে গ্রহনযোগ্য হবে কিনা?

০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: দুটোই অপরাধ । যদি প্রকৃত বন্ধু হতো তা হলে তাকে সৎ উপদেশ দিয়ে গালি দেওয়া থেকে বিরত রাখত । মৃত্যুর মুখে ঠেলে দিত না ।

১১| ০৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১২

সুপন বলেছেন: ধর্মীয় অনুভুতি বলতে আপনি কি বুঝাতে চাইছেন। ধর্মানুভুতিতে আঘাত প্রদানকারীদের যদি আইনের আওয়াতায় আনা হয় কিংবা হত্যা করা হয় তাহলে সবার আগে আইনের সম্মুখীন ও হত্যার স্বীকার হওয়া উচিতএদেশের বড় বড় ইমাম, মাওলানাদের। কারন তারা প্রতি মহুর্তে অন্য ধর্মকে নিয়ে কুটুক্তি করে থাকে। আপনার দৃষ্টিতে অভিজিৎ যদি অপরাধী হয়ে থাকে তাহলে বড় বড় হুজুর, ইমামরা কি যারা প্রতিনিয়ত তাদের ওয়াজে অন্য ধর্মকে হেয় করে?

০৬ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৫৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আমার লেখাটিকে একপেশে করার চেষ্টা করবেন না প্লিজ । যারাই অন্যে ধমীয় অনুভূতিতে আঘাত করে তারাই অপরাধী এটাই আমি বলেছি । Secularism শব্দটি এ জন্যই অভিধানে রয়েছে ।

১২| ০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৮

ইউক্লিডের ব্লগ বলেছেন: দোষী সাব্যস্ত হওয়ার আগে কেউই অপরাধী নয়। অতিশিগ্রই মানসিক ডাক্তারের শরণাপন্ন হউন।

০৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: Atheist বা নাস্তিকদের জন্য ব্লগারদের যে বদনাম হয়েছে আমি সেটা মুছে ফেলার চেষ্টা করছি । অতিশীঘ্রই মানসিক ডাক্তারের শরণাপন্ন হবে তবে সেটা আমার জন্য নয় কিছু মূর্খ Atheist বা নাস্তিকদের জন্য, কি ভাবে তাদের তাড়াতাড়ি সুস্থ করে তোলা যায় সেই উপদেশ নেবার জন্য । ধন্যবাদ ভাল একটি উপদেশে দেবার জন্য ।

১৩| ০৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইরে ভাই! এদের মন্তব্য এবং লেখা পড়লে মন এবং মগজে সমস্যা হতো।

আমিতো ব্লগিংই ছেড়ে দিয়েছি।

ওদেরকে আমার ভয় হয়। ব্লগিং মানুষ মনের সুখের জন্য করে। বেমারি হওয়ার জন্য নয়।

বাংলাদেশের সরকার এই সবের দায় ভার কখনো নেবে না যদিও সরকার দায়ি।

০৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আমি চেষ্টা করছি ব্লগারদের সুদিন ফিরিয়ে আনার ।
আবারও সোনালী ফসলে ভরে উঠবে আঙিনা তোমার
বৃষ্টি স্নান হয়ে তোমার কোলে মাথা রেখে আমিও
ঘুমবো নিশ্চিন্তে । তুমি বিলি কেটে দেবে সিঁথিতে
তোমার রূপে আমি দেখবো বাংলার স্বাধীনতা ।


Just ignore them :)

১৪| ১২ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৯

দেবদুলাল রায় বলেছেন:
সাবাস ! বাঙলার বাঘ আপনি । আপনার দেশের ঘরে ঘরে আপনার মত বাঘ জন্মাক । আপনি সাহসী , নির্ভীক, আপোষহীন সেইসঙ্গে একজন প্রকৃত Royal Bengal Tiger.

১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ দেব দুলাল বাবু , আপনাকে যদি আপনার ধর্ম নিয়ে গালাগালি করা হয় সেটা কি আপনি মেনে নেবেন ? নেবেন না, প্রতিবাদ করবেন । আমার প্রতিবাদ হচ্ছে সব ধর্মের জন্য , সবার স্বাধীন চেতনার জন্য অভিজিত মূর্খ রসায়ন বুঝে নাই দেখে আপনিও যে বুঝবেন না তা তো হতে ? পারে না । কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না । কেউ রসায়ন না বুঝলে রসায়ন খারাপ হয়ে যায় না । আশাকরি বুঝতে পেরেছেন । ভাল কথা পৃথিবীতে অভিজিতদের মতো যেমন গুটি কয়েক মূর্খ জন্মায় তেমনি আমার মতো কোটি কোট বাঘও জন্মায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.