নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
অবশেষে খবর পেলাম
রাজকন্যা গৃহবন্দী ;
হাতে পায়ে শৃঙ্খল এখন নিত্য সঙ্গী তার ;
তবু মনে তার নিত্য যাওয়া আশা
আগের মতোই ।।
মনে শৃঙ্খল পরাতে পারে এমন
শৃঙ্খল আজতক কে করেছে আবিষ্কার আর ?
অবশেষে খবর পেলাম
রাজকন্যা গৃহবন্দী ;
গৃহেই তার বড্ড অসুখ আজকাল;
আমি তবুও খুলে রেখেছি সব দুয়ার ;
বকুল,গোলাপ আর রজনীগন্ধা জমিয়ে
রেখেছি রাশি রাশি ।
তুমি কেঁদনা রাজকন্যা
আমি তো জানি;
সুদিন আসবেই ।।
১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১০
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: রাজকন্যা এবং কবিতার বড্ড দুর্দিন এখন
ধন্যবাদ
২| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:০১
টুম্পা মনি বলেছেন: বাহ! সুন্দর ।
১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১১
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ
৩| ১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩১
শতদ্রু একটি নদী... বলেছেন: নাইস ওয়ান। ভাল্লাগছে।
১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৫৭
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ
৪| ১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩৫
ক্ষতিগ্রস্থ বলেছেন: মনে শৃঙ্খল পরাতে পারে এমন
শৃঙ্খল আজতক কে করেছে আবিষ্কার আর ?
১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৫
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫১
শায়মা বলেছেন: বন্দিনী রাজকন্যা র্যাপাঞ্জেলের কবিতা।