নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

*** শুধু তুমি আমি সঙ্গম শেষে মানুষের জন্ম নিয়ে ভাবি বসে মুখোমুখি ***

২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪০

তোমার দেশে কি ফুল ফোটে ?

আমার দেশে সব ফুল মরে যায় কলিতেই ;

তোমার দেশে কি মানুষ -

মানুষকে মানুষ বলে ডাকে ?

আমার দেশে মানুষ নেমে যায়

দিব্য পশুদের কাতারে ;

তোমার দেশে কি পাখি ডানা মেলে

ছুঁয়ে দেয় দিগন্তের শেষ রেখা টুকু ?

আমার দেশে পাখিরা

ভুলে গেছে ডানা মেলতে ।

চলো ভালবেসে ফুল ফোটাই

এ আকালের দিনে ;

এ আকালের দিনে হুর হুর করে বেড়ে যায়

হৃদপিণ্ডের ঋণ ;

যারা পাশে ছিল তারা আজ বহুদূর ;

কেউ রাখেনি হৃদয়ের খোজ ;

শুধু তুমি আমি সঙ্গম শেষে

মানুষের জন্ম নিয়ে ভাবি বসে মুখোমুখি ।।

নিশিতের ঘোর কেটে যেতেই

ছুটে যাবো দু'জন-

কর্ম ব্যস্ত মানুষের মাঝে

মানুষের মজুর খাটবো বলে ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.