নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
ধর্মের নামে কোন মানুষকে হত্যা করার অধিকার কারো নেই । একজন মানুষ জন্মগত ভাবেই স্বতন্ত্র মনন নিয়ে জন্মায় । সুতরাং সে যা বিশ্বাস করে তা সে অনুসরণ করতেই পারে । মতবাদ ব্যক্ত করার অধিকার সবার আছে । একজনের চিন্তা, চেতনা, ধ্যান, ধারণার সঙ্গে অন্যের যান চিন্তা, চেতনা,ধ্যান ধারণার না মেলাটাই স্বাভাবিক । তাই বলে ধর্মের দোহাই দিয়ে হত্যা করা কোন ভাবেই মেনে নেওয়া যায় না । আমি সকল ব্লগারদের হত্যার তীব্র প্রতিবাদ করছি । সেই সঙ্গে ঘেন্না প্রকাশ করছি সেই সব কাপুষদের যারা ধর্মের দোহাই দিয়ে মানুষকে হত্যা করে ।
যাদের ধর্ম শরীরিক শক্তিতে, পেশি শক্তিতে, হত্যা করে টিকিয়ে রাখতে হয় তাদের উচিত সেই ধর্ম ত্যাগ করা । কেননা ধর্ম যেহেতু ঈশ্বরের কথা বলে,সেহেতু ঈশ্বরের উচিত নিজের ধর্ম টিকিয়ে রাখার ব্যবস্থা করা । ধমেই বলা আছে, নর হত্যা মহা পাপ । তবে কেন শান্তি প্রতিষ্ঠিত হবার পরে ও মানুষকে হত্যা করা হবে ? কেন ? কেন কেন ?
এইসব হত্যাকারীরা কি পারবে সারাজীবন চেষ্টা করে একটি পিপড়ার ভেতর প্রাণ দিতে ? তবে কেন তরতাজা একজন মানুষকে কোপাতে আপনাদের প্রাণ কাপে না । হিম্মত থাকে দিনের আলোতে আসেন । চোরের মতো লুকিয়ে চুকিয়ে হত্যাকাণ্ড ঘটাতে কি লজ্জা হয় না ? তোরা মূর্খ তর্কে না জিতে হাতিয়ার ব্যবহার করিস । অথচ নবী হাতিয়ার নয় তর্কে এবং যুক্তিতে জিতেছিলেন । মূর্খ, মাথা মোটার দল তোরা জাহান্নামে যা ।
আমি ইচ্ছে হলে নাস্তিক হবো ইচ্ছে হলে আস্তিক হবো । এটা আমার চিন্তার ব্যাপার,আমার ব্যক্তিগত ব্যাপার । আমার কবরে যেহেতু অন্য কেউ যাবে না সেহেতু আমাকে উপদেশ দেওয়ার ও কারো প্রয়োজন নাই ।
২| ১৩ ই মে, ২০১৫ বিকাল ৫:২২
ছাসা ডোনার বলেছেন: আসলেই যারা মানুষের মুক্ত চিন্তা ভাবনার জের ধরে হত্যার পথ বেছে নেয় তারা মানুষ নামের কলন্ক। তাদের নেই কোন জাত ধর্ম । ওরা জংলী জীব জানুয়ারের চেয়েও খারাপ। ওরা ইসলামের মত শান্তির ধর্মকে নিজেদের কুকাজে ব্যবহার করে, ইসলাম ধর্মালম্বী কোটি কোটি মানুষদের জংী নামে পরিচিত করছে। আল্লাহ এদের শাস্তি দিবেনই।
৩১ শে মে, ২০১৫ সকাল ১০:২৪
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সহমত ধন্যবাদ
৩| ১৩ ই মে, ২০১৫ বিকাল ৫:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: এইযে জেনারেলাইজেশন!! এটা কেন?
কিসের ভিত্তিতে আপনি বলে দিলেন ধর্মের জণ্যই এই হত্যা! আদালত রায় দিয়েছে? পুলিশি তদন্তে প্রমাণ হয়েছে?
অথচ আবেগে টই টুম্বুর হয়ে জোশে মাতোয়ারা হয়ে ধর্মের নিকুচি করতে নেমে গেলেন!
অথচ সাধারন পাঠক এবং চিন্তাশীল হিসাবে- বিবিসির রিপোর্ট পড়ার পর আমার তো মনে হল আঞ্চলিক নেতার সমালোচনা একটা বড় ক্লু হতে পারে! হত্যার কারণ হিসাবে! আবার তাঁর ব্যক্তিগত কোন প্রকার শত্রুতা আছে কিনা! বা নারী সংক্রান্ত- যা রাজশাহীর ঘটনার পুলিশি রিপোর্টে নিশ্চিত করেছে- অথচ ওখানেও শুরুতেই ধর্মকে নিয়ে কি টানাটানি!
এটা কি আমাদের কোন ম্যানিয়া হয়ে যাচ্ছে?
অবশ্যই হত্যা নিন্দনিয়! তা যেমন অভিজিত বা অনন্ত দাস কিংবা ভিন্নমতে কাফেলার হুজুরই হোক। কিন্তু বিনা প্রমাণে ধর্মের বাংলাওয়াশের প্রবণতাও সমান নিন্দনিয়!
অপরাধী যেই হোক তাকে গ্রেফতার হোক। দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।
৪| ১৩ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
িবর্ন জামান বলেছেন: তারা যেই ধর্ম রক্ষার দোহাই দিয়ে এই নাড়কীয় হত্যাকান্ড ঘটাচ্ছে, এই ধর্মই তাদের কোন দিন ক্ষমা করবে না ।
৫| ১৩ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
মিতক্ষরা বলেছেন: এইরকম হত্যাকান্ডের বিরুদ্ধে সরকারকে আরো সোচ্চার এবং কঠোর হতে হবে। যারা উস্কানীমূলক নোংরা লেখা লিখে থাকে, তাদের আচরন নিন্দনীয়। কিন্তু তাদের নিরাপত্তার ভারও সরকারের উপরে বর্তায়।
৬| ১৩ ই মে, ২০১৫ রাত ৯:১২
যাযাবরের চিন্তাভাবনা বলেছেন: এই হত্যার মোটিভ আপনি কিভাবে জানতে পারলেন?? যেকোন একটা হত্যাকান্ড ঘটলেই তোতাপাখির মত গৎবাঁধা বুলি আওড়ানোটা কিছু পণ্ডিতমণ্য মূর্খের অভ্যাসে পরিণত হয়েছে।আর এজন্যই যারা পায়দা লোটার তারা নিশ্চিন্তভাবে পায়দা লুটছে।
৭| ১৪ ই মে, ২০১৫ রাত ১:০৩
িরয়াজ উিদ্দন বলেছেন: ইহারা আস্তিক হউক আর নাস্তিক হউক, পাগল হউক আর ছাগল হউক, থাকনা তোরা তোদের বিশ্বাস নিয়া। নাস্টিক আর মুক্ত মনা হইলেই খালি অন্য ধর্মকে, তাদের পবিত্র স্থান সমুহকে, তাদের গুরুত্বপুর্ন ব্যাক্তিদের গালি দিতে হয়? কি জাতের মুক্ট মনা তোরা? জানটে মুন্চায়!
৮| ১৪ ই মে, ২০১৫ রাত ২:৩৫
জ্বিনল্যান্ডের জ্বিন বলেছেন: ইসলামের বিরুদ্ধে গিয়ে লিখালিখি করলে মরবেই। তাদের মুক্ত চিন্তায় এতো খারাপ যে মানুষের ধর্মকে নিয়ে এটা ওটা লিখে কষ্ট দেয়।
৯| ১৪ ই মে, ২০১৫ সকাল ৯:৫০
আলী আকবার লিটন বলেছেন: ধমেই বলা আছে, নর হত্যা মহা পাপ । তবে কেন শান্তি প্রতিষ্ঠিত হবার পরে ও মানুষকে হত্যা করা হবে ? কেন ? কেন কেন ?
বলদ মার্কা একটা কথা বললেন। নর হত্যা মহা পাপ এইটা বুদ্ধদের একটা ধর্মীয় বুলি । যা মিয়ানমারের সেই খাঁটি বুদ্ধরাই হাজার হাজার তাজা প্রান কে শর্ট গান আর চাপাতি দিয়ে খুন করে ছিল । তখন কোথায় ছিল আপনাদের এই বুলি ??? বিশ্বাস না হলে ইউটিউব সার্চ করেন ? দেখেন কেমন বুদ্ধরা চাপাতি দিয়ে নর হত্যা করে তাদের চামড়া ছুলতেছে । তার পরেও তো বিশ্বাস হবেনা । কারন আপ্নারা অবিশ্বাসী সম্প্রদায় । ওরা খুন করলে বর্বর ইসরায়েল এর মত করে বলেন "এটা ওদের আত্মরক্ষা" । আর নাস্তিকদের কেউ খুন হোলেই আঙ্গুল দেখান ইসলামের উপর । বাহ!! হিন্দি একটা প্রবাদ আছে "তোম কারো তো চমৎকার ওর মে কারু তো বলাৎকার" নাস্তিক কুলাঙ্গার ধংস হোক!!!
১৪ ই মে, ২০১৫ সকাল ১০:১৪
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ইসলামের সবচাইতে বড় শক্র কারা জানেন ? ইসলামের সবচাইতে বড় শক্র হচ্ছে, না জানা নামধারী মুসলমান ।
১০| ১৪ ই মে, ২০১৫ সকাল ১০:১৮
আলী আকবার লিটন বলেছেন:
১১| ১৪ ই মে, ২০১৫ সকাল ১০:২৪
গরল বলেছেন: সার্ভাইবাল ওব দি ফিটেস্ট, তারা নিজেদের ফিটেস্ট প্রমাণ করার জন্যই হত্যা করে। কারণ কেউ তাদের ফিট হিসাবে গন্য করে না দুনিয়াতে বাচার জন্য।
১২| ১৪ ই মে, ২০১৫ দুপুর ১২:১০
অমানুষ ১ বলেছেন: আপনার লেখা টা ভালো লাগেছে।
ঠিক ই ত আপনার কবরে যেহেতু অন্য
কেউ যাবে না সেহেতু আপনাকে
উপদেশ দেওয়ার ও কারো প্রয়োজন নাই।
তবে একজন মুসলিম হিসেবে বলতে পারি আল্লাহ আপনাকে আমাকে সবাইকে হেদায়েত দান করুন।
১৩| ১৪ ই মে, ২০১৫ দুপুর ১২:৩৭
সফেদ জাজিরা বলেছেন: আপনি আস্তিক কিংবা নাস্তিক হন তাতে কারো কিছু আসে যায়না।কিন্তু আপনি যখন অন্যের বিশ্বাসকে হেয় প্রতিপন্ন করবেন তখন শাস্তি আপনাকে পেতেই হবে।মত প্রকাশের স্বাধীনতা মানে এই নয় যে আপনি অন্যকে যা খুশি বলবেন।
১৪| ১৪ ই মে, ২০১৫ দুপুর ১:০২
আজকের বাকের ভাই বলেছেন: লেখাটিতে কোথায় আপনাকে হত্যার হুমকি দেওয়া হলো বুঝলাম না। সবাখানেই কিছু মানুষ থাকে যারা বাড়াবাড়ি করে, মানুষ হত্যা করে ইসলামকে টেকানোর কোন দরকার নেই। ইসলাম একটি পুর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সেখানে এমন গুপ্ত হত্যার বা হত্যাকারীর কোন জায়গা নেই।
লেখাটি ভালো লাগলো।
১৫| ১৫ ই মে, ২০১৫ রাত ৮:৩৮
রুহুল আমিন রাজ বলেছেন: অাপনি বলেছেন ইচ্ছে হলে নাস্তিক হবো নাকি অাস্তিক হবো সেটা অামার ব্যপার । সেটা হন অামার কোন অাপত্তি নাই ।কিন্তু ভুল তথ্য প্রকাশ করে অন্যকে হয়রানি করা বা প্রলোভনে ফেলা এটা মেনে নেয়া যায় না।
১৬| ১৬ ই মে, ২০১৫ সকাল ৯:১৯
প্রবালরক বলেছেন: গত একশ বছরের ইতিহাসে দেখা যায় - ধর্মের নামে যত হত্যাকান্ড ঘটানো হয় তার হাজারগুন বেশী হত্যাকান্ড সংঘটিত হয় প্রগতির নামে, নাস্তিকের নামে। ধর্মকে নিকৃষ্ট প্রমান করার প্রচারনার কৌশলে এসব সত্যিকথা হারিয়ে যায়।
তাছাড়াও আস্তিক্যবাদী উম্মাদনা এবং নাস্তিক্যবাদী উম্মাদনা একই জিনিস - প্রানশক্তি বিনাশকারী।
৩১ শে মে, ২০১৫ সকাল ১০:২১
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অথচ ধর্ম শান্তির কথা বলে .......
১৭| ১৬ ই মে, ২০১৫ সকাল ১১:২০
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: শিরোণামটি এই রকম হলে আরো পরিস্কার হতো................... "অন্যকে বা অন্যদের হত্যা করে যাদের বা যে ধর্ম টিকিয়ে রাখতে হয় তাদের উচিত সেই ধর্ম ত্যাগ করা"
এই লেখক ধর্ম নিয়ে কথা বলেছেন, কোন ধর্মের নাম উল্লেখ করেননি, কিন্তু উপরে অনেকে একটি বিশেষ ধর্মের প্রতি ইঙ্গিত করেছেন বা নাম বলেছেন। এটার কি দরকার ছিল?
আসলে চোরের মন পুলিশ পুলিশ বা ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই নি।
হা হা হা হা ................. হাসি পায়।
@ লেখক.............
তারা যদি হত্যা করে টিকে থাকতে পার তো থাকুক না। তাদের ধর্ম যদি সেই শিক্ষা দেয় তো তারা করবেই তো? এটা আর দোষের কি?
জানেন তো পৃথিবীতে একসময় শুধু পাপীরা থাকবে।
৩১ শে মে, ২০১৫ সকাল ১০:২৩
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: কোন ধর্মই হত্যা কথা বলে না, যতোক্ষন পর্যন্ত সরাসরি আঘাত আসে .... ধর্ম কে পরিপূর্ণ ভাবে বুঝতে হবে । ধর্মের আইনগুলো মেনে চলতে হবে ।
©somewhere in net ltd.
১| ১৩ ই মে, ২০১৫ বিকাল ৫:০৭
রানার ব্লগ বলেছেন: আমি ইচ্ছে হলে নাস্তিক হবো ইচ্ছে হলে আস্তিক হবো । এটা আমার চিন্তার ব্যাপার,আমার ব্যক্তিগত ব্যাপার । আমার কবরে যেহেতু অন্য কেউ যাবে না সেহেতু আমাকে উপদেশ দেওয়ার ও কারো প্রয়োজন নাই ।