নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
গতকালের পোষ্টের পর ।view this link আকারে ইঙ্গিতে, ফোনে বেশ কয়েকটি হুমকি পেয়েছি । আপনজনদের মধ্যেও অনেকে না করছে ব্লগে লিখতে । কিন্তু আমি ভীত নই । কারো ভয়ে আমি আমার লেখা থেকে বিরত হচ্ছি না । যার যার বিশ্বাস তার তার কাছে । জন্ম যখন হয়েছে মৃত্যু তখন হবেই । মত পার্থক্য থাকবেই । তাই বলে হত্যাকাণ্ড মেনে নিবো না কখনও । হত্যা করে মানুষের চিন্তা চেতনাকে দাবিয়ে রাখা যায় না । জন্মগত ভাবে মানুষ স্বাধীন চিন্তার অধিকারী । আল্লাহ্ যদি চাইতেন তাহলে সবাইকে মূর্খ বধির বানিয়ে পৃথিবীতে পাঠাতেন । বুদ্ধিমত্তা দিয়ে পাঠাতেন না ।
কারো লেখা, কারো মনে আঘাত করলে যুক্তিতর্ক দিয়ে তার প্রতিহত করার মন মানসিকতা থাকতে হবে । কাপুরুষের মতো হত্যা করে নয় । একটি হত্যাকাণ্ড একটি পরিবারের উপর কি যন্ত্রণা নিয়ে আসে সেটি একটিবার ভেবে দেখার জন্য অনুরোধ করবো । আগুন ঘি ঢাললে আগুন যেভাবে জ্বলে উঠে ঠিক সেভাবে এক একটি হত্যাকাণ্ডের ফলে আন্দোলন আরও বেগবান হবে । যারাই হত্যাকাণ্ডগুলো ঘটিয়ে থাকুন না কেন তারা কিছুতেই নিষ্কৃতি পাবেন না । আল্লাহ্ কাছ থেকেও না আবার মানুষের ঘেন্না থেকেও না । হত্যার বদলা যদি হত্যা হয়, চোখের বদলা চোখ, হাতের বদলা যদি হাত হয় তবে লেখনীর বদলা কেন লেখা দিয়ে করবেন না ? যুক্তি-দিয়ে বুদ্ধি দিয়ে বিচার করার সময় এসেছে অস্ত্র-দিয়ে নয় ।
আমাকে হুমকি দিয়ে কোন লাভ নেই । আমি যা বিশ্বাস করি তাই লিখি । পারলে যুক্তি-দিয়ে আমার আমাকে লেখা থেকে বিরত রাখুন । কাপুরুষের মতো হত্যা করে নয় ।
২| ১৪ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৮
আহলান বলেছেন: আপনের আগের লিখাটি কয়েকবার পড়লাম, হুমকি ধামকি খাওয়ার মতো কিছু লেখছেন বলে তো মনে হলো না .... কারা ব্লগারদেরকে হত্যা করছে সেটা কিন্তু স্পষ্ট নয় ..... নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার কথা জানেন তো ..... দেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু সেই রকমই .... সুতরাং কাওকে বা কোন সম্প্রদায়কে বা কোন গোষ্ঠিকে দোষী ভাবার আগে ভালো করে ভাবুন .... ... বাংলায় একটি কথা আছে, খেয়ে যায় দাড়িওয়ালা, দোষ হয় গোঁফ ওয়ালার .... নাস্তিক হওয়ার জন্য তাদেরকে মরতে হচ্ছে, নাকি তাদেরকে মেরে কেউ রাজনৈতিক ফায়দা হছিল করছে, সেটা আগে কনফার্ম হন ...তারপরে সিদ্ধান্ত নিন ....
৩| ১৪ ই মে, ২০১৫ দুপুর ১:০৫
আজকের বাকের ভাই বলেছেন: হত্যা হলেই তা মৌলবাদী বলে চালিয়ে দেওয়া একরকম ফ্যাশন হয়ে দাড়িয়েছে। হতে পারে এটাও কোন মৌলবাদীর আক্রমন, তবে মৌলবাদ টিকিয়ে রেখেছি আমরাই। সবার উচিৎ অন্য ধর্মকে কটাক্ষ থেকে বিরত থাকা।
৪| ১৪ ই মে, ২০১৫ দুপুর ১:২২
জহির উদদীন বলেছেন: জন্মগত ভাবে মানুষ স্বাধীন চিন্তার অধিকারী এর উপর আপনাকে কয়েকটি প্রশ্ন করি....
১। এই সরকারের আমলে কয়টা দুর্নীতি, গুম, হত্যার, অত্যাচারের, নান অপকর্মের বা ভোট না দিতে পেরে আপনার স্বাধীন চিন্তার অধিকার খাটাতে পেরেছেন.....দয়া করে বলবেন নাকি পুলিশের নির্যাতন, অত্যাচারের ভয়ে নিজেকে নিরাপদ দুরত্বে রেখেছেন...?
২। ইসলামের বিরুদ্ধে লিখেই কেন নিজেকে মুক্ত ও স্বাধীন চিন্তার অধিকারী বানাতে হবে আরোতো ধর্ম বা বিষয় আছে....?
৩। আপনি এই ব্লগে বা অন্য কোথাও কি কোন সাধারন মুসলিম ব্যক্তি বা আলেম ওলামকে অন্য ধর্ম বা ধর্মীয় ব্যক্তিদের কটাক্ষ করতে দেখেছেন....?
অপেক্ষায় থাকলাম আপনার মূল্যবান উত্তরের জন্য...
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০১৫ দুপুর ১২:২৬
প্রামানিক বলেছেন: বড়ই চিন্তার বিষয়।