নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

সকল পুরুষের পুরুষাঙ্গ কর্তনের ইচ্ছে কি যুক্তিযুক্ত ?

২৬ শে মে, ২০১৫ বিকাল ৩:৩০

পাহাড়ি একটি মেয়ে ধর্ষিতা হয়েছে । এ ঘটনার জের ধরে গুটি কয়েক নারী-পুরুষ ও মিডিয়ায় টকশো বক্তারা বাংলাদেশের পুরো পুরুষ সমাজকে দায়ী করছে । এক নারীকে তো দেখলাম কলাম লিখছেন, তিনি সকল পুরুষের পুরুষাঙ্গ কর্তনে নেমেছেন । কিন্তু ভুলে গেলে চলবে না - সকল পুরুষ ধর্ষক নন । কোন কিছু নিয়ে অতি আবেগে কাঁথা ছেড়ার কিছু নেই । যারা এই ধর্ষণের ঘটনাটি নিয়ে অতি উৎসাহ দেখাচ্ছেন তাদের এই উৎসাহ দেখানোর পেছনে কিন্তু আছে । শুধু একটি ধর্ষণের ঘটনা নয় - প্রতিটি ধর্ষণের ঘটনার বিচার চাই এবং তা নিশ্চিত করতে হবে ।

পহেলা বৈশাখের ঘটনায় দেখেছি এক যুবকের পোশাক খুলে মারার ছবি দিয়ে সেটিকে নারী নির্যাতনের ছবি হিসাবে চালিয়ে অনেক হৈই চৈই করা হয়েছে । যার ফলে পহেলা বৈশাখের প্রকৃত নারী নির্যাতনকারীরা ধরা ছোঁয়ার বাহিরে চলে গেছে । ধর্ষণ একটি জগন্ন্য অপরাধ । অপরাধীর মৃত্যুদণ্ড হওয়া উচিত । আর এ ব্যাপারটা একটি রাষ্ট্র ই নিশ্চিত করতে পারে । এমন নিউজ ও দৈনিকে ছাপা হয়েছে - একটি মেয়েকে বখাটেদের হাত থেকে বাচাতে গিয়ে নিহত হয়েছে এক ছেলে । কৈই সেই ছেলেটির হত্যাকারীদের ধরার জন্য তো মানব বন্ধন করেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ? মেয়েটিও এখন বিয়ে থা করে দিব্যি সংসার করছে ।

ভারতীয় চ্যানেল,ফেসবুক,ইউটিউব এর কল্যাণে এদেশে এখন ছোট ছোট পোশাক, এক বুকের উপর ওড়নার রেখে চলাচলের রেওয়াজ শুরু হয়েছে । ছেলেদের প্যান্ট কোমরের নীচে নামতে নামতে শেষ প্রান্ত গিয়ে আটকে আছে । বিষয়টা সত্যিই দৃষ্টিকটু এবং পারিবারিক শিক্ষার অভাবেই হচ্ছে । একজন পুরুষের সামনে পোশাক খুলে নাচা নাচি করলেও তার মধ্যে ধর্ষণের সাধ জাগার কথা নয় । যদি সে প্রকৃত পুরুষ হয়ে থাকে । মনে রাখতে হবে যে, সব পুরুষ কিন্তু এক নয় । ছেলে মেয়েদের পোশাক আশাক যেমন শালীন হওয়া উচিত ঠিক তেমনি নারী-পুরুষের দৃষ্টিও শালীন হওয়া দরকার । উ-শৃঙ্খল পোশাক না পরেও অনেক মেয়েও ধর্ষণের শিকার হচ্ছে । আর এটা হচ্ছে গোটা সমাজের অবক্ষয়ের কারণে । অপসংস্কৃতি আর আধুনিকতার নামে আলটা মডার্ন অনুসরণের কারণে । এক হাতে তালি বাজে না এটা যেমন সঠিক তেমনি সঠিক সবাই তালি বাজাবার জন্য হাতে হাত মেলায় না । রুচি বোধের ব্যাপার আছে । পোশাক মানুষকে আধুনিক করে না । মানুষকে আধুনিক করে তার কর্ম এবং আচরণ ।

যারা ধর্ষণ করে তারা তারা অসুস্থ বিকৃত মস্তিষ্কের অধিকারী ঠিক তেমনি যারা গোটা পুরুষ জাতিকে একই পাল্লায় মাপেন তারাও তাই । ছোট বেলায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছি । তর্কের খাতিরে অনেক তর্ক করা যায় । তাতে ফলের ফল কিছু হবে না । সমাজে রাষ্ট্রে ধর্ষণ অবশ্যই বন্ধ করতে হবে । সেই সঙ্গে নারীদের নিরাপত্তার কথা পিতা-মাতার সঙ্গে সঙ্গে নিজেদের ও ভাবতে হবে । তাই বলে নিরাপত্তার কথা ভেবে তো আর ঘরে বসে থাকা চলবে না । এগিয়ে যেতে হবে । প্রতিরোধ গড়ে তুলতে হবে । এবং সেটা করতে হবে নারী-পুরুষ উভয়কে মিলেই । সকল পুরুষের পুরুষাঙ্গ কর্তন করে নয় ।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৫ বিকাল ৩:৩৩

অন্তর মাশঊদ বলেছেন: একজন পুরুষ ধর্ষন করলে; পুরো পুরুষ জাতি ধর্ষক হয়ে যায়। কিন্তু মজার বিষয় হলো একজন নারী ধর্ষিতা হলে পুরো নারী জাতি ধর্ষিতা হয়না। :/

২৬ শে মে, ২০১৫ বিকাল ৪:২৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ভাল বলেছেন । তবে প্রতিটি ধর্ষণের বিচার হওয়া একান্ত দরকার । এদের প্রকাশ্য ফাসি দেওয়া উচিত ।

২| ২৬ শে মে, ২০১৫ বিকাল ৫:২১

শতদ্রু একটি নদী... বলেছেন: ধর্ষনের শাস্তি পুরুষাঙ্গ কর্তন হইতে পারে, হইলে তা ধর্ষনের মাত্রা কমাইতে পারে অনেক। ধর্ষন তবু কোনদিন বন্ধ হবেনা। সমগ্র পুরুষজাতির পুরুষাঙ্গ কর্তন করলে নারী জাতির অস্তিত্বও কয়দিন পর বিলীন হইবে।

২৭ শে মে, ২০১৫ সকাল ১০:৩৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সব পুরুষ যেমন এক নন ঠিক তেমনি সব নারি ও এক নন । দেশে নারী কতৃকও ধর্ষনের ঘটনা ঘটে তবে সেটা প্রকাশ পায় না ।

৩| ২৬ শে মে, ২০১৫ বিকাল ৫:৫১

রানার ব্লগ বলেছেন: সমাজে রাষ্ট্রে ধর্ষণ অবশ্যই বন্ধ করতে হবে

২৭ শে মে, ২০১৫ দুপুর ১:৩৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সহমত । সেই সঙ্গে পিতা মাতার সর্তকতা এবং সকলের প্রতিরোধ গড়ে তুলতে হবে । ধন্যবাদ ভাল থাকুন ।

৪| ২৬ শে মে, ২০১৫ বিকাল ৫:৫৪

রানার ব্লগ বলেছেন: ধর্ষণ কারীর শাস্তি এক মাত্র মৃত্যুদণ্ড হওা উচিৎ !!!

২৭ শে মে, ২০১৫ দুপুর ১:৩৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনার সঙ্গে সহমত মত প্রকাশ করছি । ধন্যবাদ ভাল থাকুন ।

৫| ২৬ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

মহসিন১২৩ বলেছেন: এক জন টয় ব্যাবহারকারীর কাছে, লিঙ্গর কি মুল্য আছে? সে তো এ কথা বলবেই। সে কেন বোঝে না লিঙ্গের কি দোষ, সে তার ব্যাবহার কারির নির্দেশ পালন করেছে মাত্র।

২৭ শে মে, ২০১৫ দুপুর ১:৩৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: নারী-পুরুষ উভয়ের মধ্যেই ভাল মন্দ রয়েছে । এদের ইগনর করতে হবে । ধন্যবাদ ভাল থাকুন ।

৬| ২৬ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: তাহলে তার হাসবেন্ডেরটা দিয়ে শুরু করুক.... ঘর থেকেই শুরু হোক পথচলা...

৩১ শে মে, ২০১৫ সকাল ১০:১৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: :)

৭| ২৬ শে মে, ২০১৫ রাত ৮:১৬

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: তাহলে তার হাসবেন্ডেরটা দিয়ে শুরু করুক.... ঘর থেকেই শুরু হোক পথচলা...
=p~ :P

রানার ব্লগ বলেছেন: ধর্ষণকারীর শাস্তি এক মাত্র মৃত্যুদণ্ড হওা উচিৎ !!!

সহমত জ্ঞাপন করছি।

২৭ শে মে, ২০১৫ দুপুর ১:৩৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ ভাল থাকুন । শুভ কামনা রইল ।

৮| ২৭ শে মে, ২০১৫ দুপুর ২:৩৪

অপলক বলেছেন: চীনে একটা ওষুধ বেরিয়েছে। পুরুষরা নিজের ইচ্ছায় এটা নেয়। একবার নিলে পরবর্তী ৫ বছর আর পুরুষাঙ্গ উত্থান হয় না বা কাম ভাব জাগে না। রেপিষ্টদের ধরে ধরে এটা করা দরকার। অঙ্গচ্ছেদ কোন মানবিক সমাধান নয়।

৩১ শে মে, ২০১৫ সকাল ১০:১৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ভাল জিনিষ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.