নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
আমি একটু ঘুমাতে চাই
আমার বড্ড ঘুমের প্রয়োজন ।।
মানব শরীরের রক্ত দেখে
গলে না মানুষের মন ।
মানুষগুলো বড্ড আনচান আজকাল
যেন মৃত্যু দূত দণ্ডায়মান ।
আমাকে একটু ঘুমাতে দাও
আমার বড্ড ঘুমের প্রয়োজন ।
রক্তের রং তো সবার এক
তবে কেন এতো উথলা প্রাণ ?
জ্ঞান বুদ্ধিও ও সবার এক নয়
তাই বুঝি গরিমার ভেল্কি খেলা
চলে দিনরাত ।
বিধাতা কি স্বয়ং গড়েছে কোন নিয়মের দেয়াল ?
যার নিচে চাপা পড়েছে মানব জীবন ?
তবে রক্তের স্রোতে ভাসিয়ে কারবালা ?
মানুষ পেতে চায় কার মন ?
রক্তের রং দেখে বড্ড উদাস মন,
কে কে জানো তোমরা, ঈশ্বরের আর কতো
রক্তের প্রয়োজন ?
যদি এতোই রক্তের প্রয়োজন তার !
তবে কেন করে না সে হৃদপিন্ড ছাড়া
মানবেব চাষ ?
দেহের ভেতর ভালবাসার পুরে দেবার
কি ছিল প্রয়োজন ?
মানবজন্ম বিফল আমার করি
সেই আস্ফালন ।
আমি একটু ঘুমাতে চাই
আমাকে ঘুমাতে দাও -
এতো রক্ত , এতো হত্যা, নির্যাতন দ্যাখে দ্যাখে
আমি বড্ড কান্ত এক হতভাগ্য কবি
সাখাওয়াত বাবন ।।
©somewhere in net ltd.