নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
সরকার ইচ্ছে মতো বিদ্যুৎ গ্যাসের মূল্য বৃদ্ধি করছে ...........অথচ কেউ প্রতিবাদ করছে না । জনগণের প্রতিবাদের অনুভূতির মেশিন বোধ হয় ভোতা হয়ে গেছে । আমরা সবাই আধুনিক দাসে পরিণত হয়েছি । ন্যায্য প্রতিবাদ করার সাহস ও আমরা হারিয়ে ফেলেছি । ছি, ঘেন্না হচ্ছে নিজের প্রতি । ঘেন্না হচ্ছে জাতির প্রতি । ঘেন্না হচ্ছে এদেশের নাগরিক হিসাবে পরিচয় দিতে । সারা বিশ্ব জ্বালানী তেলের মূল্য অর্ধেকে নেমে এসেছে । অথচ আমাদের দেশে তা বিক্রি হচ্ছে ডাবলের ও বেশি দামে । অথচ আমরা বোবা হয়ে আছি । ভোজ্য তেলের ক্ষেত্রেও তাই । সবাই মুখে কুলুপ এঁটে ট্রিপিক্যাল বাঙালী হয়ে আছি । পেয়াজের দাম ১০০ টাকা ছুঁয়েছে । মুনাফাখোর সব এক হয়ে গেছে । লুটেপুটে খাচ্ছে জনগনকে । অর্থমন্ত্রী নিজে বলেছেন তিনি অসহায় । কিছু করতে পারছেন । তারা অনেক বেশি শক্তিশালি । এই তারা কারা ? হ্যা এরাই সুবিধাবাদি শ্রেনী ।
অথচ আমরা ভাবছি কোন রাজপুত্র এসে আমাদের উদ্ধার করবে । সালাম,বরকত,রফিক , নূর হোসেনেরা তো মরে গেছে, শহীদ হয়ে গেছে । ভাল ই হয়েছে । তা না হলে এ লেজ ওয়ালা বাঙালীদের মাঝে তাদের অনেক কষ্টে জীবন অতিবাহিত করতে হতো ।
প্রাচীন রোমান সাম্রাজ্যে সম্রাট যে ভাবে ইচ্ছে প্রজাদের উপর কর নির্ধারণ করত । ইংরেজদের আমলেও ছিল তাই । পরাধীন জাতির সেটা মেনে নিতে হতো । বিংশ শতাদ্ধির এই চরম উৎকর্ষতার দিনে এসেও হঠাৎ করেই আমরা সবাই পরাধীন হয়ে গেছি । এই বাঙালীই জ্বলে উঠেছিল ৫২,৭১ ভাবতে এখন অবাক লাগে । আমরা এখন ভেজাল বাঙালী । নপুংসক কাপুরুষের দল । দু'বেলা পেট পুরে খাওয়ার জন্য মুখ বুঝে সহ্য করে যাচ্ছি সব । প্রতিবাদ তো দূরের কথা লেজ নাড়াতে অভ্যস্ত হয়ে গেছি । সবাই পেছনে একটা লেজ লাগিয়ে নিয়েছি । ক্ষণে ক্ষণে সেটাই বেড় করে নাড়াই । চুলকাই ।
ভয়, আতঙ্ক এখন আমাদের গলা টিপে ধরেছে । গুম হয়ে যাওয়ার ভয়, ক্রস ফায়ারের ভয় । পুলিশের ভয় । মামলা খাওয়ার ভয় । সব ভয় আমাদের নপুংসক জাতীতে পরিণত করেছে । অথচ আমাদের রঙ্গে ঘুমিয়ে আছে ৫২,৬৯,৭১রের বীর গাথা । এতো এতো ভয় নিয়ে কবে কারা পেরেছে কোন কিছু করতে ।
আমি অন্যায় সকল মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ করছি । এ অন্যায়, এ জুলুম । সরকার যদি জ্বালানী তেলের মূল্য বিশ্ব বাজারের মূল্যের সঙ্গে সমন্বয় করত তা হলে অনেক পণ্যের মূল্যই কমে যেত । কেউ কেউ খাবার খায় হোটেল সোনারগায়ে আর জনগণের তার মূল্য পরিশোধ করে । এ জুলুম চলতে পারে না । এ অন্যায় এ মেনে নেওয়া যায় না । এই বাঙালীর ২১ ফ্রেরুয়ারী , ১৬ ডিসেম্বর,২৬ শে মার্চে গর্ব করার কিছু নাই । ছি বাঙালী ছি
২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:২৪
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ , ভাই আমরা সবাই এখন ট্রিপিক্যাল বাঙালী আমাদের সবাইকে বাথরুমে বন্ধি করে রাখা উচিত ।
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩৯
শার্লক_ বলেছেন: আসলেই তো।