নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

‘ঘুষ’ নেয়া অবৈধ নয়: অর্থমন্ত্রী , দয়া করে বিষয়টি পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করুণ । শিশুরাও কিছু শিখে বড় হোক

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৫

ঘুষ’ নেয়া অবৈধ নয়: বলেছেন আমাদের অর্থমন্ত্রী । কোন নরকের দিকে এগিয়ে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ ? পুরো প্রশাসন এখন ধ্বংস হয়ে যাবে । অফিসের গলিতে গলিতে ঘুষ খোরেরা এখন বুক ফুলিয়ে চিড়া মুড়ির মতো ঘুষ খাবে । ফাইলের পর ফাইল জমা হবে । । ফেসবুকে ঘুষখোরদের গ্রুপ হবে - ঘুষ খান কাজের গতি বাড়ায় । বাড়ি বানান । কেউ পোষ্ট দেবে ,"আমরা ঘুষ খাই তাই তো কাজে গতি পাই " । এগিয়ে যাবে বাংলাদেশ ।

আমার একটি ঘটনার কথা বলি । আমি তখন স্কুলে পড়ি । আমাদের সঙ্গে একটি মেয়ে পড়ত এখন তার নাম ভুলে গেছি । ওর বাবা, আমার বাবা একই অফিসে চাকরী করতো । এজিবি অফিস । মেয়েটির বাবা হঠাৎ কঠিন অসুস্থ হয়ে যাওয়ার আর অফিসে যোগ দিতে পারেনি । পরে এক সময় তিনি স্বেচ্ছায় অবসরে যেতে বাধ্য হয় । কিন্তু অবসরে গিয়েও কোন ফায়দা হয়নি । এতো বছর সার্ভিস করার ফলে যে সকল সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল তার কিছুই আদায় করতে পারেননি নিজ অফিস থেকে । যেখানেই, যার কাছেই গিয়েছেন - সেই দাবী করেছে মোটা অংকের টাকা । অথবা পেনশনের অর্ধেকটা । ওনার চিকিৎসার পেছনে পুরো সঞ্চয় শেষ হয়ে গিয়েছিল । ঘুষ দেবার মতো সামর্থ্য তাদের ছিল না । পুরো পরিবারটি পথে বসে গিয়েছিল । বড় দুটো ভাই লেখা পড়া বন্ধ করে দিয়ে কাজে লেগে গিয়েছিল । আমার ক্লাসের মেয়েটা আর ওর ছোট বোন কোন রকম লেখা পড়া চালিয়ে যাচ্ছিল ।

কথা প্রসঙ্গে মেয়েটির বাবাও এজিবি অফিসে চাকরি করত শুনে আমি ওকে এটা ওটা জিজ্ঞাসা করার এক পর্যায় পুরো ঘটনাটি জানতে পারি । পরে ওদের অর্থনৈতিক অবস্থার কথা জানতে পেরে - আমার আব্বাকে সব খুলে বললাম । আব্বা ও বাবাকে ওনার সঙ্গে দেখা করতে বললেন । ভদ্রলোক এতোই অসুস্থ ছিলেন যে, দেখা করতে পারেননি । তিনি তার স্ত্রী কে মেয়ের সঙ্গে আমাদের বাসায় পাঠালেন । ভদ্র মহিলা এসে অনেক কান্না কাটি করলেন । আব্বা পরের দিনই ওনাকে কাগজ পত্র নিয়ে অফিসে যেতে বললেন । বিশ্বাস করবেন না । মাত্র এক মাসের মধ্যেই । পরিবারটির মুখে হাসি ফুটে ছিল । ভদ্রলোক পেনশনের টাকাসহ যে কয়দিন কাজে যোগ দিতে পারেন নি সে কয় মাসের বেতন বাতা ও পেয়ে গিয়েছিলেন । এতে ওনার খরচ হয়েছিল কষ্ট করে অফিসের যাবার জন্য বাস ভাড়া । আমার বাবা নিজে দাড়িয়ে থেকে সব ডিপার্টমেন্ট থেকে বড় বড় ঘুষ খোরদের কবল থেকে ওনার ফাইল বের করে এনেছিলেন । পরিবারটি যে তখন কি খুশি হয়েছিল তা না দেখলে বিশ্বাস হবার নয় । বাবার কর্মের গর্বে সেদিন আমার বুক উচু হয়ে গিয়েছিল । স্যালুট বাবা তোমাকে ।

যেখানে ঘুষ দিতে না পারার জন্য একটি পুরো পরিবার ধ্বংস হয়ে যায় । সেখানে আমাদের মাননীয় অর্থমন্ত্রী এ কি শোনালেন ? উনি কাদের মুখের অন্ন কেড়ে নিয়ে কাদের মুখে পোলাও, মাংস দিতে চাইছেন ? উনি কি হুশে আছেন ? এর আগে তিনি হল-মার্ক দুনীতি নিয়ে মন্তব্য করেছিলেন, এটা এমন কোন বড় দুনীতি নয় । শেয়ার বাজার নিয়ে বলেছেন , দুর্নীতিবাজদের হাত অনেক লম্বা । তারা নাকি অনেক শক্তি শালি । উনি কাদের শক্তি যোগাচ্ছেন ? কাদের হয়ে কাজ করছেন ? বাজারের উপর ওনার বা সরকারের কোন নিয়ন্ত্রণ নেই । যে যার ইচ্ছে মতো দ্রব্য মূল্যের দাম বাড়াচ্ছে । জনগণকে চুষে চুষে শেষ করে দিচ্ছি আর আর উনি এখন বলছেন, ঘুষ’ নেয়া অবৈধ নয় । উনি জনগণের অর্থমন্ত্রী নন, উনি হচ্ছেন দুর্নীতিবাজ ব্যবসায়ীদের অর্থমন্ত্রী । এ কথাটা বলে উনি ব্যবসায়ী এবং ঘুষখোরদের মধ্যে একটি সেতু বন্ধন করে দিলেন । এখন সবাই বুক ফুলিয়ে ঘুষ খাবে । ধন্যবাদ অর্থমন্ত্রী আপনাকে । আপনার জ্ঞান আমাকে মুগ্ধ করেছে । দয়া করে বিষয়টি পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করুণ । শিশুরাও কিছু শিখে বড় হোক, যেন বড় হয়ে আপনার মতো হতে পারে ।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

প্লাবন২০০৩ বলেছেন: "দয়া করে বিষয়টি পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করুণ । শিশুরাও কিছু শিখে বড় হোক, যেন বড় হয়ে আপনার মতো হতে পারে।"

-দিতে পারে, অস্বাভাবিক না।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ভাই আমি অতি শোকে পাথর হয়ে গেছি । কিছু বলার নাই ।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫০

আমি আবুলের বাপ বলেছেন: ভাই চারিদিকে খালি মাল আর মাল ।খালি মালের সমাচার। আমি বাংলাদেশ সামু লীগের সভাপতি হিসাবে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি

সামু লীগের সালাম ,সব পোষ্টে দিলাম

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: :) :)

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩

শান্তির দেবদূত বলেছেন: দিন দিন উলটা পথে হাঁটছে দেশ :(

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ঠিক ই বলেছেন ।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮

আজাদ মোল্লা বলেছেন: জনাব ,
মাল সাহেব দেশের মানুষকে পাগল ভাবেনাকি ।
যাহা মনে হয় তাহা বলে দেয় ।

এরা কি করে দেশ চালায় আমার মাথায় আসেনা ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আমি অতি শোকে পাথর হয়ে গেছি ।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মালের স্পিড মানি তত্বটি অভিনব,রিভ্যুলুশনারি........ব্যপক গো+এষনা হওয়া প্রয়োজন
আর সিলেবাসে অন্তর্ভূক্তিকরণ তো আবশ্যিক........অর্থনীতিতে নোবেল জয় করার মতন তত্ব একখানা
প্রস্তাবনার জন্য আপনার ভাগ্যেও একূশে কিংবা দেশরত্ন টাইপ নানা খেতাব জুটে যেতে পারে :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: দারুন বলেছেন ভাই , পুলকিত বোধ করছি ....।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬

মিহির সাহা বলেছেন:

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.