নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
অসংখ্য মানুষের চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙ্গে গেলো । মনে হচ্ছে, আমার চারপাশে শত শত মানুষ চিৎকার,আর্তনাদ করছে। চোখ খুলে বুঝতে কষ্ট হলো আমি কোথায় আছি । মনে হচ্ছে ,গভীর সমুদ্রের অন্ধকার কোন গহ্বরে তলিয়ে আছি অনাদী অনন্তকাল ধরে । কারা যেনো ফিসফিস করে অদ্ভূত ভাষায় কথা বলছে । বহুদূরে ক্ষীণ একটা আলোর রশ্মি দেখাতে পাচ্ছি । প্রাণপণ চেষ্টা করছি আলো রশ্মিটার কাছে পৌছাতে কিন্তু পারছি না । অবসাদে ছেয়ে আছে মন । হাত,পা পাথরের মতো ভারি হয়ে আছে । মনে হচ্ছে, শত শত টন পাথর কেউ আমার উপর চাপা দিয়ে রেখেছে । শ্বাস নিতে কষ্ট হচ্ছে । মনে হচ্ছে, আমি মারা গেছি এ বুঝি মৃত্যুর 'পরবর্তী অবস্থা । কেউ মারা গেলে বুঝি এমন ই হয় । হায় ! ঈশ্বর আমাকে রক্ষা করো । প্রচণ্ড রকমের মানসিক চেষ্টার ফলে অবশেষে চোখ খুলে তাকাতে পারলাম ।
ঘরে অল্প আলোর একটা বাতি জ্বলছে । ঘরের দেয়াল, জানালা জানালার পর্দা সিলিং এ ফ্যান সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছি । দরজা ভেতর থেকে বন্ধ । ধীরে ধীরে মনে পরে গেল সব । মনে পরে গেলো,আমি মল্লিক সাহেবের বাসায় বিছানায় শুয়ে আছি । মাথাটা পরিষ্কার হয়ে গেছে । ইতির কথা মনে হতেই আমি ওকে দেখার জন্য এদিক ওদিক তাকাতে লাগলাম । কিন্তু কোথাও ওকে দেখতে পেলাম না । ঘরের মেঝের দিকে তাকাতেই দেখতে পেলাম, তিনজন লোক অনেকটা ধ্যানের ভঙ্গিতে গোল হয়ে বসে আছে । মাঝখানে কয়েকটা মোমবাতি জ্বলছে । মল্লিক সাহেব'কে দেখেই চিনতে পারলাম । তিনি বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করতে করতে পাশে রাখা একটা বোতল থেকে পানি জাতীয় কিছু একটা একটু পর পর পুরো ঘরে ছিটিয়ে দিচ্ছেন ।
আমাকে উঠে বসতে দেখে মল্লিক সাহেব আমার দিকে একটা হাত বারিয়ে দিয়ে বললেন, এসো, আমার কাছে এসো । আমি কি করবো বুঝতে পারলাম না । হঠাৎ মনে হলো, মাথার ভেতরটা ক্যামন শূন্য হয়ে গেছে । আমি আমার অতীত,বর্তমান কিছুই মনে করতে পারছি না। মাথার ভেতরে ভোতা একটা যন্ত্রণা হচ্ছে । আমি আবারও ইতিকে দেখার জন্য এদিক ওদিক তাকাতে লাগলাম । মল্লিক সাহেব খুব মোলায়েম কণ্ঠে আবারো ডাকলেন, এসো , আমার কাছে এসো ।
আমি তার দিকে তাকিয়ে বললাম, পানি খাব। তিনি তার সামনে বসা একজনের দিকে তাকাতেই লোকটা উঠে এক গ্লাস পানি এনে দিল ।
পানির গ্লাসটা হাতে নিয়েই ভয়াবহ চমকে উঠে সেটা ছুড়ে ফেলে দিয়ে ভয়ে কাঁপতে লাগলাম । আমার কাছে মনে হলো, লোকটা পানি নয় এক গ্লাস তাজা রক্ত আমার হাতে এনে দিল ।
এবার মল্লিক সাহেব উঠে এসে আমার হাত ধরে ঘরের মাঝখানে আকা বৃত্তটার ঠিক মাঝখানটাতে বসিয়ে দিয়ে বললেন, তোমার কোন ভয় নেই । তোমার ভালর জন্যই আমরা এসব করছি। তারপর একটু থেমে আমাকে ভাল করে দেখে নিয়ে বললেন, রন্জু তুমি কি আমার কথা বুঝতে পারছো ? মল্লিক সাহেব আরো কয়েকবার একই প্রশ্ন করার পর আমি মাথা নাড়ালাম, হ্যাঁ, বুঝতে পারছি ।
গুড, তাহলে শুনো । এখন আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো খুব মনোযোগ দিয়ে শুনবে । আমি আবারও মাথা নাড়ালাম । মল্লিক সাহেব কাঁপা কাঁপা গলায় বলতে লাগলেন, আমাদের চারপাশে প্রতি নিয়ত পার্থিব, অপার্থিব অনেক আত্মা ঘুরে বেড়ায়। তাদের মধ্যে কোনটা ভাল আবার কোনটা খারাপ । আমাদের জীবনে তাদের কোন ভূমিকা না থাকলেও কখনো সখনো তারা আমাদের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয় । আমাদের তাদের কব্জায় নিয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করে । ধর্ম গ্রন্থগুলো এ কথা স্বীকার করলেও বিজ্ঞান স্বীকার করে না । বিজ্ঞান এটাকে ম্যান্টল ডিসঅর্ডার বা মানসিক দুর্দশা বলে অভিহিত করে ।
কিন্তু প্রকৃত বিষয়টা হচ্ছে, অপ আত্মা বা শয়তানের প্রভাব । তুমি কি আমার কথার মানে বুঝতে পারছো । রন্জু , এই রন্জু ।
ঘুমে আমার চোখ ঢুলুঢুলু করছে । মল্লিক সাহেবের কথা শুনতে শুনতে ঘুমিয়ে পরেছিলাম । মল্লিক সাহেবের কথায় আমার তাকালাম তার দিকে তিনি আবার জিজ্ঞাসা করলেন , তুমি কি আমার কথার অর্থ বুঝতে পারছো ?
আমি উপরে নীচে মাথা নেড়ে সম্মতি জানালাম ।
তিনি আবার বলতে করলেন, তোমার উপরেও ঠিক তেমনি একটি দুষ্ট আত্মার দৃষ্টি পরেছে । সেই এখন তোমার চারপাশের সবকিছু বিনষ্ট করে চলেছে । মাঝে মাঝে তুমি তাকে দেখতে পাও । ভয়ংকর সে আত্মা ক্রমশ শক্তিশালী হয়ে উঠেছে । তুমি এখন মৃত্যুর খুব কাছা কাছি দাড়িয়ে আছো । রন্জু, তুমি কি আমার কথা বুঝতে পারছো ?
আমি ঘন ঘন মাথা নাড়লাম হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পারছি । সঙ্গে সঙ্গে সেই ভয়াল চোখ দু’টোর কথা আমার মনে পরে গেল । আমি চাপা একটা আর্তনাদ করে ভয়ার্ত চোখে বন্ধ দরজাটার দিকে তাকালাম ।
আমাকে কেপে উঠতে দেখে মল্লিক সাহেব আমার কাঁধে একটা হাত রেখে আবারও বলতে লাগলেন, আমরা এখানে উপস্থিত হয়েছি তোমার জন্য । তোমার কাছ থেকে সে অশুভ দুষ্ট আত্মাটিকে তাড়িয়ে দিতে । কিন্তু একাজে তোমার সহায়তা দরকার । তোমার সাহায্য ছাড়া আত্মাটাকে তাড়িয়ে দেওয়া যাবে না । তুমি কি আমাদের সহায়তা করবে ? আমি আবারও মাথা নাড়লাম, হ্যাঁ আমি সহায়তা করবো ।
তোমার সঙ্গে যে অশুভ আত্মাটা আছে সে তৈরি হচ্ছে তোমার উপর চূড়ান্ত আঘাত হানার জন্য । যে কোন সময় সে তোমার উপর আঘাত হানবে । তবে, ভয় নেই । আমরা আছি । তোমার হয়ে আমরা তার মোকাবেলা করবো । এ জন্য চাই তোমার সাহস এবং সহযোগিতা ।
আমি কিছুটা ধাতস্থ হয়ে মল্লিক সাহেবের মুখের দিকে তাকিয়ে বললাম, আমাকে, আমাকে কি করতে হবে বলুন ।
মল্লিক সাহেব আমার কাঁধে মৃদু একটা চাপ দিয়ে বললেন, আমি এখন থেকে যা বলবো তুমি হুবহু তা তা পালন করে যাবে আর কিছুতেই এ বৃত্ত থেকে আমার নির্দেশ ছাড়া বের হবে না । মনে রাখবে বৃত্ত থেকে বের হওয়া মনেই হচ্ছে তোমার মৃত্যু । মনে থাকবে আমার কথা ?
জ্বি, মনে থাকবে। আমি মাথা নাড়ালাম ।
আত্মাটা তোমাকে অনেক প্রলোভন দেখাবে, আকুতি মিনতি করবে ভয় দেখাবে। যে করেই হোক এ বৃত্তটা থেকে তোমাকে বের করে নিতে চাইবে তুমি ভয় পাবে না । বৃত্ত থেকে কিছুতেই বের হবে না । মনে রাখবে বৃত্ত থেকে বের না হলে ও তোমার কোন ক্ষতি করতে পারবে না । বুঝতে পেরেছো আমার কথা ?
আমার ইতির কথা মনে পড়লো , আমি জিজ্ঞেস করলাম, ইতি কোথায় ? মল্লিক সাহেবকে মনে হলো একটু হাসলেন । তারপর কানের কাছে মুখ এনে বললেন, ও বাসায় চলে গেছে । ওকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না । ও ভাল আছে । আমি খুব শান্ত ভাবে মাথা নাড়লাম । তারপর কি মনে করে মল্লিক সাহেবের দিকে তাকিয়ে বললাম, আত্মাটা যদি ওকেও মেরে ফেলে ?
না, সে ভয় নেই । ইতি, জানে কি ভাবে নিজেকে রক্ষা করতে হয় । তুমি এ পানিটুকু খেয়ে চোখ বন্ধ করে থাকো । মল্লিক সাহেব ছোট একটা বোতল আমার দিকে বাড়িয়ে ধরলেন । আমি বোতলটা হাতে নিয়ে কয়েক ঢোক পানি খেয়ে বোতলটা ফেরত দিয়ে চোখ বন্ধ করলাম। মল্লিক সাহেব আবারও মন্ত্র পড়তে শুরু করলেন ।
অনেকক্ষণ কেটে গেলো । কিছুই ঘটলো না ।
আমার কাছে মনে হতে লাগলো, এক পাগরের কথা বিশ্বাস করে অনাদি অনন্ত কাল কোন কারণ ছাড়াই বসে আছি । এর কোন মানে হয় না । লোকটা আমাকে নিয়ে মজা করছে না তো ? এসব আমি কি করছি । বিংশ শতাব্দীতে এসে ভুত প্রেত তন্ত্রমন্ত্র নিয়ে পরেছি । কাদের পাল্লায় পরলাম ।
উঠে যাবার জন্য ছটফট করতে লাগলাম । মনে হতে লাগলো এখান থেকে এখুনি চলে যেতে হবে । এসব পাগলামির কোন মানে হয় না। ধীরে ধীরে আমার ভেতরে অস্থিরতা বাড়তে লাগলো ।
হঠাৎ করে মনে পড়লো, মোবারকের কথা । আরে, আমি চায়ের দোকানে ছিলাম ? তাহলে আবার এখানে এলাম কিভাবে ? নিশ্চয়ই স্বপ্ন দেখছি । ভয়াবহ কোন স্বপ্ন।
ঠিক সে সময়ই তীব্র শীতে পুরো শরীর কেঁপে উঠল । আমি চোখ খুলে দেখি বৃত্তটার মাঝখানে এখন মাত্র একটা মোম বাতি জ্বলছে। ঘরের দরজা হাট করে খোলা ।
দরজার বাইরে দাঁড়িয়ে আছে সেই ভয়াল লোকটা । দু' চোখ থেকে ঠিকরে বের হচ্ছে আগুন ।
আমি তাকাতেই আমার দিকে তাকিয়ে বলে উঠলো, তুই এখানে কেন এসেছিস? ভুলে গেছিস সওদার কথা ? উঠে আয়, এক্ষুন্নি উঠে আয় বলছি । তা না হলে মেরে ফেলবো ।
মল্লিক সাহেব আমার একটা হাত চেপে ধরে বললেন, ভয় পেয়ো না । ও, এ বৃত্তর মধ্যে আসতে পারবে না । কিচ্ছু করতে পারবে না তোমার ।
লোকটার উপর থেকে চোখ সরাতে পারলাম না । চোখ, মুখ বিকৃত করে সে বলে চলেছে, ভুলে গেছিস? ভুলে গেছিস সওদা'র কথা ? তোর আত্মা, শরীর এখন আমার । আয়, চলে আয় বলছি । পুরো বাড়িটা যেনো থরথর করে কাপতে লাগলো । ভয় আমি গুটিয়ে গেলাম । ছুটে পালিয়ে যেতে ইচ্ছে করলো ।
হঠাৎ মল্লিক সাহেব সোজা হয়ে দাড়িয়ে বলে উঠলেন, যা ভাগ । ভাগ শয়তান এখান থেকে । দূর হয়ে যা ।
তুই, শয়তান, তুই দূর হয়ে যা । তুই মর । আমি তোর মাথা চিবিয়ে খাবো । দরজার কাছে দাঁড়ানো লোকটা ভয়ংকর চিৎকার করে উঠল । ওকে আমায় দিয়ে দে । আমি চলে যাবো । আর তা না হলে, তোকে ও মরতে হবে ওর সাথে । এখনো সময় আছে ওকে দিয়ে দে ।
শয়তানের কথার প্রতি উত্তরে কিছু না বলে মল্লিক সাহেব কিছু না বলে উচ্চকণ্ঠে মন্ত্র উচ্চারণ করতে লাগলেন ।
বেশ কিছুক্ষণ নীরবতার পর একটা অট্টহাসি দিয়ে লোকটা দরজা থেকে ঢুকে পড়লো ঘরের ভেতর । আমি ফ্যালফ্যাল করে ওর দিকে তাকিয়ে ছিলাম , মল্লিক সাহেব চিৎকার করে বলে উঠলেন , ওর দিকে তাকিও না । চোখ বন্ধ করে ফেলো । ভয় নেই । কোন ভয় নেই তোমার । আমি চোখ বন্ধ করে ফেললাম ।
মল্লিক সাহেবের উচ্চারিত মন্ত্রে কোন কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না । একটা উষ্ণ দমকা হাওয়া শরীরে এসে লাগায় চোখ খুলে তাকিয়ে দেখি , লোকটা ঘরের ভেতর ঢুকে শূন্যে ভেসে বেড়াচ্ছে । আমাকে তাকাতে দেখে, খুব কাছে এসে থমকে দাঁড়ালো । তারপর মেঝেতে আকা বৃত্তটাকে এক নজর দেখে বিকট ভাবে হেসে উঠে বলল, ভেবেছিস এটা তোদের রক্ষা করবে ? এখনো সময় আছে চলে আয় । যোগ দে আমার দলে , যোগ দে । আমি তোদের তামাম পৃথিবী দিয়ে দেবো। আয়, আমার কাছে আয় । আমার কাছে সব আছে, নিয়ে নে । নিয়ে নে । এক নিশ্বাসে কথাগুলো বলে লোকটা আবারও হাসতে লাগলো ।
আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম । মনে হলো, উঠে দৌড়ে ঘর থেকে বের হয়ে যাই । মল্লিক সাহেব আমার মনোভাব বুঝতে পেরে আবারও আমার হাত চেপে ধরে বললেন, ভয় নেই , ওকে ভয় পাবার কিছু নেই । ও আমাদের একটা চুলও বাঁকা করতে পারবেনা । তুমি স্থির থাকো । ইনশাআল্লাহ আমাদের কিছু হবে না ।
কিছু হবে না ? তাহলে দেখ, আমি কি পারি । বলেই লোকটা বৃত্তের ভেতর ঢুকার জন্য এগিয়ে এলো । কিন্তু, বৃত্তের উপর পা দেবার সঙ্গে সঙ্গে ছিটকে পেছনে পরে গেল ।
এবার মল্লিক সাহেব হেসে উঠে বললেন; দেখলি দেখলি তোর দৌড় কতোখানি দেখলি ?
লোকটা কয়েক মূহুর্ত মাটিতে থম মেরে বসে রইল। তারপর হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বলল, বা: বেশ জাল পেতেছিস তো ? বলার সঙ্গে সঙ্গে লোকটার আকৃতি পরিবর্তন হয়ে গেলো, লোকটা মুহূর্তের মধ্যে সদু ভাইয়ের রূপ নিয়ে আমার দিকে তাকিয়ে পরিষ্কার শুদ্ব ভাষায় বলে উঠল, কি রাইটার সাব, আমার সঙ্গে আসবা না । এসো, এখানে থেকে কোন লাভ নাই । উঠে আসো। এরা তোমাকে ধ্বংস করে দেবো। তোমার খ্যাতি যশ কিচ্ছু থাকবে না । সব চলে যাবে । চরে আসো আমার সাথে ।
সদু ভাই দু’হাত বাড়ালেন আমার দিকে ।
আমি মল্লিক সাহেবের দিকে তাকালাম। তিনি বোতল থেকে পানি নিয়ে ছুড়ে মারলেন সদু ভাই রুপি লোকটার দিকে । সঙ্গে সঙ্গে সদু ভাই গুমরে কেঁদে উঠলেন । তারপর কান্না থামিয়ে অকথ্য ভাষায় গালাগালি করতে করতে ঘর হতে বের হয়ে গেলো । মল্লিক সাথে বৃত্ত থেকে বের হয়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন । আমি চোখ বন্ধ করে ফেললাম।
ঠিক সে সময় ইতি'র কণ্ঠস্বর শুনতে পেলাম । দরজার বাহির থেকে ইতি আমার নাম ধরে বলছে, রন্জু দরজা খুলে তাড়াতাড়ি বাহিরে এসো । এখানে আর এক মুহূর্ত ও না । ওরা আমাকে অন্য ঘরে বেঁধে রেখেছে । নির্যাতন করেছে । তুমি বাঁচাও আমাকে । মল্লিক লোকটা প্রতারক, ভণ্ড ওর কথা শুনো না । চলে এসো । আমাকে বাচাও রন্জু । এরা আমাদের মেরে ফেলবে ।
ইতি'র হঠাৎ আগমনে আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে মল্লিক সাহেবের দিকে তাকিয়ে, মূহুতকাল দেরী না করে ছুটে গেলাম দরজার কাছে । প্রায় সাথে সাথে মল্লিক সাহেবও ছুটে এসে ধরে ফেললেন আমাকে । তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম । মল্লিক সাহেব বৃত্তের মধ্যে দাড়িয়ে থাকা লোক দুটির উদ্দেশ্যে চিৎকার করে বললেন, ধরো ওকে । বের হতে যেনো না পারে । ধরো শক্ত করে । হুকুম পেয়ে লোক দু'টো এসে আমাকে ধরে টেনে বৃত্তের মাঝখানে নিয়ে গেলো ।
মল্লিক সাহেব আমাকে ধরে রেখে বললেন, ওটা ইতি না ।
তুমি এখানেই বসে থাকো । আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, মল্লিক সাহেব আমার কানের কাছে মুখ এনে বললেন, ওটা ইতি না । শয়তান ইতির কন্ঠে কথা বলছে । ও চাইছে তোমাকে এখান থেকে বের করে নিতে । আমি ইতি'র ওর বাসায় পাঠিয়ে দিয়েছি । তুমি ওর ব্যাপারে নিশ্চিত থাকতে পারো । তুমি কিছুতেই এই বৃত্ত থেকে বের হবে না । একবার যদি তোমাকে ঘর থেকে বের নিয়ে যেতে পারে তাহলে আমি আর কিছু করতে পারবো না । তাই্ চুপ করে বসে থাকো । এক পা ও নড়বে না ।
আমি হুংকার দিয়ে বললাম, না , আমি বিশ্বাস করি না আপনার কথা । ওটা, ওটা ইতির গলা । কি করছেন আপনি ইতির সাথে ?
মল্লিক সাহেব উল্টো দমক দিয়ে বললেন , চুপ একেবারে চুপ । আর একটা ও কথা বলবে না ।
আমি এবার নরম সুরে বললাম, প্লিজ স্যার, ইতিকে মুক্তি করেন ।
দয়া করে ওকে ভেতরে আসতে দিন । শয়তানটা ইতিকে মেরে ফেলবে । কথাটা বলার সঙ্গে সঙ্গে , প্রচন্ড একটা ঝাকি দিয়ে মল্লিক সাহেবের হাতটা ছাড়িয়ে নিয়ে দরজার কাছে ছুটে গিয়ে দরজা খুলে দিলাম। অবাক হয়ে তাকিয়ে দেখি , দরজায় সত্যি সত্যি ইতি দাড়িয়ে আছে । ওর দু চোখে ভেসে যাছে চোখের চোখের পানিতে । ইতিকে দেখে বুকের ভেতরটা ক্যামন করে উঠলো । আমি ছুটে গেলাম ওকে জড়ি ধরতে । আমাকে দরজা খুলতে দেখেই ইতি হেসে বলল,আমার প্রিয়তম আমার । আমি জানতাম তুমি আমার ডাকে সাড়া না দিয়ে পারবেন । এসো আমার সঙ্গে । ইতি ও এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো ।
আমার কাছে মনে হলো, কেউ গরম চাদর আমার শরীরে জড়িয়ে ধরেছে । আমি আতকে উঠে পিছিয়ে এলাম । এই প্রথম আমার মনে হলো এই মেয়েটা আর যেই হোক না কেন ইতি হতে পারে না । কাতর চোখে তাকালাম মল্লিক সাহেবের দিকে ।
ব্যাপারটা বুঝতে পেরে ইতি এগিয়ে এসো আমার একটা হাত ধরে বলল, কি হলো ? ভয় পেয়েছ ? এসো, এসো আমার সঙ্গে । আমার হাত ধরে সে টানতে টানতে বাড়ির বাহিরে নিয়ে যেতে চাইলো । ইতির ধরে থাকা হাতের জায়গাটা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে ।
আমি দু’পা পিছিয়ে এসে বললাম, কে তুমি ? তুমি, ইতি হতে পারো না । সঙ্গে সঙ্গে মনে হলো এ তো সেই শয়তান । মল্লিক সাহেবের কথাই সত্য , ইতির রুপ ধরে সে আমাকে ধোকা দিয়েছে । চিৎকার করে মল্লিক সাহেবের কাছে যাবার জন্য ঘুরে দাঁড়াতেই, ইতি রুপি শয়তান প্রচণ্ড জোড়ে আমার গলা চেপে ধরল। আমি ছটফট করতে লাগলাম । শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসতে লাগল । চোখের সামনে সব গোলা হয়ে যেতে লাগলো ।
ঠিক সে সময় পেছন থেকে মল্লিক সাহেব পানি ছুড়তে ছুড়তে এগিয়ে এসে বললেন, ছাড়, ছাড়, ছাড় ওকে শয়তান । ছেড়ে দে, ছেড়ে দে । তারপর জোরে জোরে কুরআনের আয়াত পড়তে লাগলেন ।
মুহূর্তে ইতির রূপ পরিবর্তন হয়ে গেল । আবার সেই আগের রূপ ধরে লোকটা আমাকে ছেড়ে দিয়ে মল্লিক সাহেবের দিকে ছুটে গেল । সে সুযোগে বৃত্তের ভেতরে থাকা মল্লিক সাহেবের সঙ্গি লোক দু'জন আমাকে টেনে বৃত্তের ভেতরে নিয়ে গিয়ে বসিয়ে দিলেন ।
দরজার বাহিরে তখন লোকটা মল্লিক সাহেবকে মাটিতে ফেলে তার বুকের উপর চেপে বসেছে । আমি চিৎকার করে বলে উঠলাম, বাচান ওনাকে । শয়তানটা মেরে ফেলবে তো .......
আমার কথা শেষ না হতেই একজন শাবল জাতীয় কিছু মল্লিক সাহেবের উপর বসে থাকা লোকটার পিঠে ঢুকিয়ে দিল । তারপর, টান দিয়ে মাটিতে ফেলে দিয়ে আবারো শাবলটা তার মাথায় আঘাত করে সঙ্গে সঙ্গে বুকের ভেতর ঢুকিয়ে দিয়ে মাটির সঙ্গে চেপে ধরে রাখল । লোকটার পিঠ,বুক, মাথা থেকে ফিনকি দিয়ে বের হয়ে এলো রক্ত । মুর্হুতের মধ্যে পুরো জায়গাটা রক্তে মাখামাখি হয়ে গেলো ।
মল্লিক সাহেব চোখের পলক উঠে বসে হাতের বোতলের পুরো পানিটা লোকটার শরীরের উড়র ছিটিয়ে দিতে দিতে অত্যান্ত সুরালো কণ্ঠে সুরা পড়তে লাগলেন । আমি নিজের অজান্তেই আল্লাহু আকবর , আল্লাহু আকবর; বলে চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পরলাম ।
শেষ ।
গল্পটি ২০১১ সালে লেখা ।
৩০ শে জুন, ২০২২ রাত ৮:১০
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন, শুভ ব্লগিং
২| ৩০ শে জুন, ২০২২ দুপুর ২:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাপরে শয়তান তাহলে দূর হয়েছে।
খুবই ভালো লাগলো গল্পটি
৩০ শে জুন, ২০২২ রাত ৮:১১
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য
৩| ৩০ শে জুন, ২০২২ দুপুর ২:৩২
মোহাম্মদ গোফরান বলেছেন: পরের পর্বের অপেক্ষা।
৩০ শে জুন, ২০২২ রাত ৮:১২
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন:
৪| ৩০ শে জুন, ২০২২ দুপুর ২:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
কয়েকটি পর্ব বাদ পড়েছে। এবার সবগুলি পড়ে ফেলবো।
মোহাম্মদ গোফরান বলেছেন: পরের পর্বের অপেক্ষা।
গল্পতো শেষ, পরের পর্ব কই থেকে আসবে?
৩০ শে জুন, ২০২২ রাত ৮:১৪
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, ভাল থাকবেন। আপনার পোস্টে র অপেক্ষায় আছি
৫| ৩০ শে জুন, ২০২২ দুপুর ২:৫৭
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: অনেক ভালো লাগলো । চালিয়ে যান ভাই শেষ করবেন না।
৩০ শে জুন, ২০২২ রাত ৮:১৫
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ, ভাল থাকবেন ভাই
৬| ৩০ শে জুন, ২০২২ বিকাল ৩:৩৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার এই গল্প পড়তে পড়তে আমি ক্লান্ত তাই আর পড়িনা।
৩০ শে জুন, ২০২২ রাত ৮:১৫
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আমি ও ক্লান্ত ভাই
৭| ০১ লা জুলাই, ২০২২ রাত ১:৫০
রাজীব নুর বলেছেন: এত তাড়াতাড়ি শেষ করে দিলেন??!!
০১ লা জুলাই, ২০২২ বিকাল ৫:০৭
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: জি ভাই, এই গল্পটি শেষ, ধন্যবাদ সাথে থাকার জন্য
৮| ০১ লা জুলাই, ২০২২ রাত ২:২৩
ভার্চুয়াল তাসনিম বলেছেন: চমৎকার ভৌতিক সিরিজ টি ব্লগে ধারাবাহিকতা বজায় রেখে প্রকাশ করার জন্য কৃতজ্ঞতা রইল। সত্যি খুব ভালো একটি রহস্যময় গল্প ছিল।
০১ লা জুলাই, ২০২২ বিকাল ৫:০৯
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে প্রাণ ঢালা শুভেচ্ছা। ভাল লেগেছে শুনে খুশি হলাম। দোয়া করবেন যেন লেখা চালিয়ে যেতে পারি।
৯| ০২ রা জুলাই, ২০২২ বিকাল ৩:২৩
খাঁজা বাবা বলেছেন: পাগলের উদ্দেশ্য কি ছিল?
লেখকের কি পূর্বের নাম ক্ষ্যাতি ছিল নাকি চলে গিয়েছিল?
০৩ রা জুলাই, ২০২২ দুপুর ১২:২৫
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: প্রশ্নগুলো সহজ শুধু উত্তর নেই জানা , মন্তব্যের জন্য ধন্যবাদ
১০| ২৬ শে জুলাই, ২০২২ রাত ১:৪০
অপু তানভীর বলেছেন: যাক শেষ পর্যন্ত গল্পটা শেষ পর্যন্ত পড়ে শেষ করলাম । মাঝে বেশ কিছুদিন গল্প পড়া থেকে দুরে ছিলাম । আপনি গল্প দিতে দেরি করছিলেন বলে এদিকে আশা হয় নি । এতো লম্বা গল্প অনেক দিন পরে শেষ করলাম । গল্প ভাল হয়েছে । আমি ভৌতিক গল্প সব সময় পছন্দ করি । সামনে আরও লিখবেন আশা করি ।
পরের গল্পটা শেষ হোক তারপর একবারে পড়া শুরু করলো ।
২৮ শে জুলাই, ২০২২ বিকাল ৩:১৬
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: গল্পটা আপনার ভাল লেগেছে শুনে ভাল লাগলো । আমিও পোস্ট দেওয়ার পর আপনার কথা মনে করি । আপনার মতো মনোযোগী পাঠক পেলে অবশ্যই লিখবো । ভাল থাকবেন ।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুন, ২০২২ দুপুর ২:১৭
জুল ভার্ন বলেছেন: বাহ চমতকার!
একেই বলে- "মধুরেণ সমাপয়েৎ"! +