নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

মানুষ এখন আর ব্যাংকে টাকা রাখবে না বাধ্য হযে খরচ করে ফেলবে নয়তো মাটির ব্যাংকে জমা করবে

২৬ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৩১




ব্যাংক থেকে ম্যাসেজ এসেছে আয়কর রিটার্ন জমা দিয়ে যান । নতুন নিয়ম অনুযায়ী ৫ লাখ টাকার উপর যে কোন কাজ করতে গেলে আয়কর রিটার্ন হাতে নিয়ে যেতে হবে নতুবা সেই কাজ করতে পারবেন না । আবার দশলাখ টাকার অধিক কোন একাউন্টে জমা হলেই আয়কর রিটার্নের রশিদ জমা দিতে হবে । তা না হলে , উৎস করা কাটা হবে। ১ লাখের উপর গেলেই আবগারি কর কাটা তো আছেই। ৫ লাখের উপর গেলে আবার কাটো। অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণীটাকে ৭ পাকে নয় ১৪ পাকে বেধে ফেলা হয়েছে এমন টাইট দেওয়া হচ্ছে যে,বেচে থাকা কষ্টের। এসব কারণে ব্যাংকে আমানতকারীর সংখ্যা কমে গেছে। লাখ লাখ একাউন্ট বন্ধ হয়ে গেছে।

উন্নয়নের নামে নানা জটিল সব পলিসি গ্রহণ করার ফলে সঞ্চয় পত্র বিক্রির হার ও কমে গেছে । ফলে সেই টাকা সরকারের ঘরে না গিয়ে খোলা বাজারে চলে গেছে । অনেক টাকা পাচার ও হয়ে গেছে । সুইচ ব্যাংকের হিসাব তাই বলছে । যে কোন দেশের অর্থনৈতিক মূল ভিত্তি হচ্ছে , জনগণের সঞ্চয় প্রবণতা । অথচ বিগত কয়েক বছরে জনগণের সেই সঞ্চয় প্রবণতা ভেঙ্গে দেওয়া হয়েছে । মানুষ এখন আর ব্যাংকে টাকা রাখবে না, বাধ্য হযে খরচ করে ফেলবে নয়তো মাটির ব্যাংকে জমা করবে। ফলে দেশে শ্রেণি বিন্যাস মাত্রা বেড়ে গেছে । আগে দেশে ধনী,উর্চ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও দরিদ্র এই চারটি শ্রেনী ছিলো কিন্তু এখন দেশে রয়েছে মাত্র দুটি শ্রেণী ধনী ও দরিদ্র । উর্চ্চ মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেনী দুটি ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে গেছে।

ব্যাংলাদেশ রেমিটেন্সের পরিমান কমে গেছে রির্জাভ আছে সামান্য । সরকাররে কাছে আর দুই তিন মাস আমদানির টাকা আছে । অন্যদিকে ডলারের দাম বাড়ছে হু হু করে । খুব শীগ্রই হয়তো সেটা ২০০ টাকায় পৌছাবে । দেশে জ্বালানি তেল আছে ৩৬ দিনের । আবার বিদেশি ঋণ পরিশোধের সময় দ্রুত এগিয়ে আসছে ।

আজ যদি সরকারের হাতে সঞ্চয়পত্র বিক্রির বিশাল অংকের টাকা থাকতো তা হলে এতোটা চিন্তায় পরতে হতো না । যারা পলিসি মেকিং এর নামে দেশে দরিদ্র শ্রেণীর সংখ্যা বাড়াচ্ছে তাদের কিন্তু বেগম পাড়ায় বাড়ি ঘর তৈরি হয়ে গেছে । এখন ও সময় আছে ব্যাংকিং সেক্টরকে আগের অবস্থায় নিয়ে যাওয়ার তা না হলে তলা শূন্য ঝুড়ি হয়ে গেলে কেউ আর ফল রাখতে এগিয়ে আসবে না ।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৪২

গফুর মিয়া১৯১ বলেছেন: মন চাচ্ছে বিদেশে থাকলে খুব ভালো থাকতাম এই দেশের তুলনায়।

২৭ শে জুলাই, ২০২২ দুপুর ১:৩১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সেটা অনেক ভালো হতো ।

২| ২৬ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০১

কামাল৮০ বলেছেন: সকল নাগরিকের আয়কর রিটার্নস জমা দেয়া প্রয়োজন।আয় থাকুক বা না থাকুক

২৭ শে জুলাই, ২০২২ দুপুর ১:৩২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বাড়িতে বাড়িতে গিয়ে নিয়ে আসার ব্যবস্থা করুণ । আয়কর রির্টানের বিনিময়ে কি দিচ্ছেন ?

৩| ২৬ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২০

অক্পটে বলেছেন: ঋণ খেলাপিরাই সবার বাবা। সরকার এখন তাদের পিছু পিছু ঘোরে। সরকার পাত্তা পায়না তাদের কাছে। কত ভাবে বোঝাচ্ছে যাদু সোনা মধু বলে কে শোনে কার কথা। এদিকে সরকার নিন্ম আয়ের মানুষের মগজ পুড়ে খাচ্ছে টাকার জন্য।

২৭ শে জুলাই, ২০২২ দুপুর ১:৩২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: তাই তো দেখছি

৪| ২৬ শে জুলাই, ২০২২ রাত ৮:১০

মোগল সম্রাট বলেছেন: গত ১৫ বছর ধরে নিয়মিত রিটার্ন জমা দিচ্ছি। অথচ একজন ট্যাক্স পেয়ার হিসাবে কোন জরুরি সেবা প্রায়োরিটি বেসিসে কেউ পায় না। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ট্যাক্স দিতো এসব করলে।

এখনতো মনেহয় সত্যিই প্রশ্নপত্র ফাস করা জেনারেশন এ্যাডমিনিস্ট্রেশনে আইসা পড়ছে। তাই সকালের সিদ্ধান্ত বিকেলে ধোপে টেকেনা।

২৭ শে জুলাই, ২০২২ দুপুর ১:৩৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: পাবেন ও না । রাজনীতিতে আসেন সব পাবেন

৫| ২৬ শে জুলাই, ২০২২ রাত ৯:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শূণ্য আয়কর রিটার্ন জমা দিতেও
খরচের বহর দেখলে ভয়ে পিছিয়ে
আসতে হয়!

২৭ শে জুলাই, ২০২২ দুপুর ১:৩৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: নিজে নিজে আয়কর রির্টান প্রস্তুত করা এখনো অনেক জটিল । তাই এর ধারে কাছে কেউ যেতে চাইছে না । এমন কোন ব্যবস্থা করা উচিত যাতে সহজেই আয়কর রির্টান জমা দেওয়া যায় । আমার লেখার বিষয় আয়কর রির্টাণ নয়, ভুল পলিসি গ্রহনের ফলে জনগন ও সরকার ক্ষতিগ্রস্হ হচ্ছে । অথচ পাচার হযে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা ।

৬| ২৬ শে জুলাই, ২০২২ রাত ১০:২৭

জুল ভার্ন বলেছেন: তারপরও আমজনতা তাদের অর্জিত টাকা ব্যাংকেই রাখবে আর সরকারের অনুগ্রহ, অনুগত শিল্প পতি, ব্যবসায়ীরা ঋণের নামে তা লোপাট করবে...রাস্ট্রীয় ছত্রছায়ায় বড়ো বড়ো ঋণ খেলাপীদের এখন পোয়াবারো!

২৭ শে জুলাই, ২০২২ দুপুর ১:৩৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: গতকাল আদালত বলে দিয়েছে, সব বড় দুনীর্তি গ্রস্ত খাত হচ্ছে ব্যাংকিং সেক্টর ।

৭| ২৬ শে জুলাই, ২০২২ রাত ১০:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন:
অবস্থা বেগতিক হচ্ছে তাহলে!!

২৭ শে জুলাই, ২০২২ দুপুর ১:৩৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আসলেই বেগতিক .............

৮| ২৬ শে জুলাই, ২০২২ রাত ১১:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
আয়কর রিটার্ন জমা দিলেই আপনাকে আয়কর দিতে হবে না,
ইটি আইএন রেজিষ্টার্ড করে ঘরে বসেই আয়কর রিটার্ন জমা দিন
৫ লাখ ২০ লাখ যাই সঞ্চয়পত্র কিনুন। আপনার বার্ষিক উপার্জনে আয়করসীমা (৪ বা ৫ লাখ) অতিক্রম না করলে আয়কর দিতে হবে না।
শুধু সঞ্চয়পত্র সুদের উপর সামান্য কিছু কর গায়ে লাগার কথা না।

২৭ শে জুলাই, ২০২২ দুপুর ১:৩০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনি আমার লেখার মূল "কি ওয়ার্ড" মিস করে গেছেন । লেখাটি আবার পড়ুন ।

৯| ২৭ শে জুলাই, ২০২২ সকাল ১০:৪১

খাঁজা বাবা বলেছেন: ব্যাংকিং ব্যবস্থাকে সাধারন মানুষের জন্য ব্য্যবহুল ও কঠিন করে তোলা হয়েছে।
সরকারী হিসেবে আমাদের জাতীয় সঞ্চয় ৩২-২৫% এ নেমে গেছে ২১-২২ অর্থবছরে।
ব্যাংক যখন মানুষের জন্য সহজ না হয় তখন মানুষ অন্যত্র টাকা বিনিয়োগ করে।
খুব তাড়াতাড়ি হয়ত জনগনকে আর একবার লুট করা হবে।

২৭ শে জুলাই, ২০২২ বিকাল ৪:২৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনি আমার পোস্টের মূল বিষয়টা নিয়ে কথা বলেছেন । ধন্যবাদ মন্তব্যের জন্য

১০| ২৭ শে জুলাই, ২০২২ দুপুর ১:১৮

কোনেরোসা বলেছেন: ব্যাংক ছাড়া সম্পদ জমা করার আর কি কি উপায় আছে

২৭ শে জুলাই, ২০২২ দুপুর ১:২৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: নিরাপদ কোন সোস নেই । আগে ছিলো সঞ্চয়পত্র এখন সেটাও জঠিল ।

১১| ২৭ শে জুলাই, ২০২২ রাত ৮:৩৩

বিদ্রোহী সিপাহী বলেছেন: উপায়হীন আম পাবলিক বার বার বেলতলায় যেতে বাধ্য!

২৭ শে জুলাই, ২০২২ রাত ৮:৪৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সেরকম হলে তো বঙ্গবন্ধুর একটি উক্তি মনে করতে হয়ে, বন্দুকের নল নয় জনগন ই শক্তির উৎস। শ্রীলঙ্কা তো উদাহরণ হয়ে আছেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.