নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

অপরাধ গুরুতর - ইডেন কলেজের ছাত্রলীগ নেতৃত্বের নামে দেহ ব্যবসা ও হল বাণিজ্য

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫৫



ইডেন কলেজের তামান্না নামের এক নারীসহ কয়েকজনের বিরুদ্ধে বহুদিন যাবত মেয়েদের খারাপ কাজে ব্যবহার, নির্যাতন, সীট বাণিজ্য,কতামতো কাজ না করলে মারধর ও ক্যান্টিন থেকে চাঁদাবাজির অভিযোগ উঠে আসছে । বাধ্য হয়ে হলে থাকা মেয়েরা এবার পথে নেমে এসেছে । এ বিষয়ে সুস্পষ্ট অভিযোগ থাকার পরেও কলেজ কর্তৃপক্ষ ,আইনশৃঙ্খলা বাহিনী কিংবা আওয়ামীলীগ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না । কিন্তু কেন ? কিসের প্রয়োজন ছাত্রলীগের মতো একটি সংঘটনের নেতৃত্ব নষ্টাদের হাতে চলে যাবে ? এদের কাউকে দেখেই ছাত্রী মনে হয় না । দেখেই অনুমান করা যায় , পাপিয়ার মতো এরাও বিশেষ উদ্দেশ্যে ছাত্রলীগকে ব্যবহার করছে । কি ভয়ংকর কথা, এরা নাকি মেয়েদের বাছাই করে রাখে , নেতাদের কাছে পাঠাবার জন্য । যেতে রাজি না হলে , সারারাত আটকে চলে নির্যাতন । মিটিং মিছিলে বাধ্যতা মূলক যেতে হয় । না গেলে আবার নির্যাতন । হল থেকে বের করে দেওয়া , রুমের বাতি বন্ধ করে পড়াশুনায় বাধা দেওয়া নতুন কিছু না । একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীও মনে হয় এমন নির্যাতন করেনি । কারা এরা এদের শক্তির উৎস কি ?

যে সংঘঠনের প্রধান একজন নারী , সেই সংঘঠনে এসব ঘটনা কিভাবে ঘটছে ?

সাধারণ মেয়েরা পড়া লেখা করতে কলেছে যায় অথচ তাদের দেহ ব্যবসার বাধ্য করা হচ্ছে । পদ পদবি ঠিক রাখার জন্য যা ইচ্ছে তাই করছে । নির্যাতিতা ওই সব মেয়েদের জায়গায় আপনার, আমার মেয়ে , বোনদের কল্পনা করে দেখুন । একটি মেয়ে আর কিভাবে বললে,কোন ভাষায় বললে, আইন শৃঙ্খলা বাহিনী ও কলেজ কর্তৃপক্ষের টনক নড়বে?

প্রতিবাদ করা মেয়েটি প্লে কার্ডে লিখে নিয়ে এসেছে -

"দেহ ব্যবসায়ী প্রেসিডেন্ট সেক্রেটারি চাই না,চাই না"

যে যাই বলুক না কেন , ছাত্রলীগের একটি ঐতিহ্য রয়েছে , সেই ঐতিহ্যের মুখে কলঙ্ক লেপন করা এরা কারা ? কেন এদের সহ্য করা হচ্ছে । পাপিয়াদের মতো নেতাদের কাছে নারী সরবরাহ করা এসব পতিতাদের কোন কোন নেতায় আশকারা এতোটা শক্তিশালী হয়ে উঠেছে ? অবিলম্বে সেই সব কুলাংঙ্গার নেতা নামের জানোয়ারগুলোর নাম প্রকাশ করুণ,তাদের গ্রেফতার করুণ । এদের কারণে ভালো পরিবারের ছেলে মেয়েরা এখন আর ছাত্র রাজনীতিতে আসছে না । এদের হাত থেকে ছাত্রলীগকে রক্ষা করা না গেলে অচিরেই পুরো সংঘঠনটিই বিলুপ্ত হয়ে যাবে ।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: মেয়েরাও মাস্তানি করতে পারে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: কোন ভাল পরিবারের মেয়েরা আর ইডেনে ভর্তি হবে না। পিতা মাতারাই দিবে না৷

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১৮

রবিন.হুড বলেছেন: সমস্যার সমাধান চাই , সুস্থ রাজনীতির চর্চা চাই।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অসম্ভব, পাবেন না। এক মাত্র সামরিক সরকার এলে যদি হয়

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৩৮

নতুন বলেছেন: পড়াশুনা করতে এসে কোন এমন রাজনিতিতে ছড়াতে হবে বুঝিনা।

এদের বাবা মায়েরাও কেমন যে এরা কিছু বলে না?

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ইচ্ছে করে জড়ায় না। বাধ্য করে জড়াতে না হলে চলে নির্যাতন। অসহায় নিরিহ মেয়েদের দিয়ে জোড় করে দেহ ব্যবসা করানো হয়।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫৪

নীল আকাশ বলেছেন: এইসব নোংরামি ইডেনে বহু বছর ধরেই চলে আসছে। এই ছাত্র সংঘটনের অপকর্মের ফিরিস্তি দিতে গেলে মহাকাব্যও ছোট হয়ে যাবে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এই সব নোংড়াদের হাত থেকে কে বাচাবে আমাদের মেয়ে,বোনদের?

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগ সরকারের আমলে উন্নয়নের আড়ালে এসব কি হচ্ছে??

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বিনোদন, দেশের উন্নয়ন করতে করতে ক্লান্ত নেতারা একটি বিনোদনের জন্য এদের কাছে যায়

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫২

নতুন বলেছেন: এবারের ঘটনা সম্ববত নিজেদের মাঝে কামড়া কামড়ি।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সব কিছুর পরিসমাপ্তি আছে এদের ও হবে। সেদিন কুকুর বেড়ালের মতো পরে থাকবে নর্দমায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.