নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
মানুষ বা প্রাণীকুল কেন প্রেমে পরে ?
কোন সন্দেহ নাই এটি একটি জটিল প্রশ্ন । তবে , উত্তরটা ও সোজা । সবাই জানে । প্রশ্ন করা মাত্র, এক কথায় সকলেই উত্তর দিতে পারবেন । কিন্তু উত্তর দিতে গিয়েই হোঁচট খাবেন , কেননা, যে উত্তরটি দিবেন পর মূর্হুতেই তার চেয়ে ভালো, আরো জুত সই একটা উত্তর আপনার মস্তিষ্কের নিউরনে আলোড়ন সৃষ্টি করবে । বিশ্বাস নয় হয় চেষ্টা করে দেখুন ।
এ কারণেই বোধ হয়, জ্ঞানী বোদ্ধারা প্রেমকে কখনো জটিল, কখনো কুটিল, আবার কখনো মধুর বলতে বলতে বেদনা বিদূর বলে ফেলেছেন । যে কবি, নিজে ঠিক মতো দু'টো প্রেম করতে পারে নাই বউয়ের ভয়ে , তিনিই লিখে গেছেন , "প্রেমের আলো দাও ছড়িয়ে জগত ময় ।"
এ কথাটা সত্য ধরে প্রেমের আলো ছড়াতে যেতেই , বরি দাদু গেয়ে উঠেছেন, ওরা সুখের লাগি চাহে প্রেম , প্রেম মেলে না শুধু সুখ চলে যায় ।
এ কথা কে সত্যি ভেবে যারা আমার মতো জ্ঞানী পাপোষ , তারা চট করে চিন্তার মুখে ঝামা ঘষে সিদ্ধান্তে চলে এসেছেন, "সুখে থাকতে ভুতের কিল খাবার সাধ না থাকলে প্রেমের জালে জড়িও না । " কিন্তু কে শুনবে কার কথা । "একটা চাবি মাইরা দিছে ছাইড়া জনম ভইরা চলতে আছে .............."
তারপরেও কেন মানুষ প্রেমে পরে ।? প্রেমের জন্য মা,বাবা,আত্মীয় স্বজন , ঘর বাড়ি সব ছাড়ে ? প্রেম আসলে কি , কেন মানুষ বা প্রানীকূল প্রেমে পরে ।?
যদি বলি প্রেম হচ্ছে , সাময়িক মোহ । নেশা জাতীয় দ্রব্যের মতো এ মোহে ছোট বড় সকলের আকৃষ্ট হয় । সাধারণত মানুষ বা প্রাণীকুল নিজের চেয়ে অধিক যোগ্যতা সম্পূর্ণ বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট বা আকর্ষণ বোধ থেকে প্রেমে পরে । এটি একটি হরমোন ঘটিত জটিলতা । কেউ কেউ একে মানসিক উত্তেজনা বলেও সংজ্ঞায়িত করে থাকে । যার সাথে যৌন আবেগ বা সুড়সুড়ি জড়িত থাকে । প্রেম যতোটা আত্মিক ততোটা বাহ্যিক ও বটে । এ কারণে , অনেকে প্রেমকে এক ধরনের লোভ হিসাবে উল্লেখ করেছেন । যা পাবার জন্য অনেকেই ব্যাকুল হয়ে উঠে । তাই প্রেম পাওয়ার চেয়ে ধরে রাখা বেশি জটিল বলে অনেক জ্ঞানী গুনি জন বলে গেছেন ।
সেই যে হাবিল কাবিল দুই ভাইয়ের ঘটনা থেকে শুরু হয়ে আজ পর্যণ্ত, প্রেমের কারণে অপঘাতে যতো মানুষ মারা গেছে , ততো মানুষ মনে হয় বিশ্ব যুদ্ধেও মরা যায়নি । শুধু মাত্র যৌবিক চাহিদা বা বংশ বৃদ্ধির কারণে যে, মানুষ প্রেমে পরে তা কিন্তু নয় । আসলে মানুষ বা প্রাণীকূল কেন প্রেমে পরে এ প্রশ্নের কোন সঠিক উত্তর নেই । প্রেম শব্দটার পুরাটাই আসলে এক রহস্যময় অনুভূতি ! যার সঙ্গে সুখ বা দু:খজনিত মানসিক অনুভূতি জড়িত থাকে ।
পরিশেষ : একজন কে প্রশ্ন করলাম , প্রেম কি ? মানুষ কেন প্রেমে পরে ? উত্তর সে একটু সময় নিয়ে, মিনিট পাঁচেক থম মেরে বসে থেকে বলল, "ধরুন কারো আলুর গুদামে আগুন লেগেছে , এখন কোন ব্যক্তি যদি সে খবর পেয়ে লবণ হাতে ছুটে আসে সেটা হচ্ছে, লোভ । আবার কেউ যদি পানি হাতে ছুটে আসে সেটা হচ্ছে, ভয় । আর কেউ যদি প্রিয় মানুষের ক্ষতি হচ্ছে জেনে নীরবে চোখের জল ফেলে, সেটা হচ্ছে, প্রেম ।
২| ১৪ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:১১
অপু তানভীর বলেছেন: মানুষ প্রেমে পড়ে কারণ মানুষের বেশি দিন সুখ সহ্য হয় না
৩| ১৪ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:২১
নাহল তরকারি বলেছেন: সবাই প্রেমে পড়ে। আমি কেন প্রেমে পড়ি না?
৪| ১৪ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩১
শূন্য সারমর্ম বলেছেন:
প্রাচীন মানুষ প্রেমে পড়েছে কিনা কখনো বুঝতো না 'আধুনিক মানুষ প্রেমে পড়ে নানা কারন দাড় করায়।
৫| ১৪ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:১৭
রাজীব নুর বলেছেন: একজন মানুষ, আরেকজন মানুষের প্রেমে পড়বে এটা স্বাভাবিক। কিন্তু বুদ্ধিমান মানুষেরা মানুষের প্রেমে পড়ে না। তাঁরা প্রকিতির প্রেমে পড়ে, শিল্পের প্রেমে পড়ে, বইয়ের প্রেমে পড়ে, মানবতার প্রেমে পড়ে। আর নির্বোধেরা ধর্মের প্রেমে পড়ে।
৬| ১৪ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:৫৮
শায়মা বলেছেন: সুখে থাকতে ভূতে কিলালেই মানুষ প্রেমে পড়ে।
৭| ১৪ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:২৮
সোনাগাজী বলেছেন:
মানুষের বেলায়, প্রেম হচ্ছে আরেকটি মানবিক গুণ ও অনুভুতি।
৮| ১৪ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৪২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: @নাহল তরকারি প্রেমে সবাই পড়ে কিন্তু সবাই প্রেম করে না আপনি মনে হয় এখানে প্রেম করাটা বুঝেছেন !
৯| ১৪ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৪৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এইক্ষেত্রে আমি অপু ভাইয়ের সাথে একমত !!
১০| ১৪ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: হরমোন জনিত কারণে মানুষ প্রেমে পড়ে। পরে এটাকে শৈল্পিক রূপ দেয়ার চেষ্টা করে।
কিন্তু সুখের সংসারের জন্য প্রেম যুক্ত ভালোবাসার দরকার আছে। এই কারণে ভুপেন হাজারিকা গেয়েছেন
'প্রেমহীন ভালোবাসা দেশে দেশে ভেঙ্গেছে সুখের ঘর'
১১| ১৪ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৫
নেওয়াজ আলি বলেছেন: পরে নাকি পড়ে হবে। অনেকে অবশ্য পরে লিখে তবে সঠিক কোনটা।
১২| ১৪ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৮
মামুinসামু বলেছেন: আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমাকে ভেঙেচুরে
চুরে ভেঙে গুঁড়ো গুঁড়ো
Artist:Ayub Bachchu
Lyrics: মারজুক রাসেল
১৩| ১৪ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- প্রেমে পরা দিয়ে কথা, কেনো পরে সেটা পরের বিষয়।
১৪| ১৪ ই নভেম্বর, ২০২২ রাত ৯:০৮
খায়রুল আহসান বলেছেন: শায়মা বলেছেন: "সুখে থাকতে ভূতে কিলালেই মানুষ প্রেমে পড়ে"। এটাই বোধকরি এ প্রশ্নের সবচেয়ে সঠিক উত্তর!
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:০৯
জুল ভার্ন বলেছেন: পাকা ফল যেভাবে গাছ থেকে নিচে পরে- তেমন করেই মানুষ প্রেমে পরে!