নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

এমন হওয়াটা খুব জরুরী ছিলো - প্রসঙ্গ বডি বিল্ডিং ফেডারেশন

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:১৮



আমি নিজেও একটি ফেডারেশনের আন্ডারে "মার্শাল আর্ট"প্রেকটিস করি৷ বাংলাদেশের ফেডারেশনগুলোর ব্যাপারে কারোই অভিজ্ঞতা সুখকর নয়। প্রশিক্ষক ও খেলোয়ারদের সাথে ফেডারেশনের লোকজন কুকুর বিড়ালের মতো আচরণ করে।

ফেডারেশনে ছোট নেতা,বড় নেতা কয়েকটি স্তরে খোশামুদি চলে। যার রাজনৈতিক জ্যাক যতো বড় সে ততো বড় ফেডারেশন নেতা। খোশামুদি করে থাকতে পারলে থাকো না থাকলে বাড়ি যাও। কারণ ফেডারেশন করনেওয়ালাদের নাযায়েজ বাপের জোড় অনেক বেশি।

জায়গা মতো মাল কিংবা উপহার দিতে পারলে অনেক নেতাকেই পকেটে নিয়ে নেওয়া যায়। এটা ওপেন সিক্রেট। ফেডারেশনের নেতাদের মূল উদ্দেশ্য থাকে, বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে সেখান থেকে ফায়দা নেওয়া। ফ্রিতে বিদেশ ট্যুরে যাওয়া৷ দিনের পর দিন তালাবন্ধ ফেডারেশন অফিসগুলো খুলে রাতের আধারে। চলে ফূর্তি খাওয়া দাওয়া।



যেহেতু বাংলাদেশে ফুটবল,ক্রিকেট ছাড়া অন্য সব ফেডারেশনগুলো এক প্রকার উপেক্ষিত সেহেতু এদিকটায় কেউ মনোযোগ দেয় না। আর এই সুযোগটাই কাজে লাগায় সুযোগসন্ধানীরা৷

সম্প্রতি চারবারের বডি বিল্ডিং চ্যাম্পিয়ন, "শুভ" যা করেছে সেটা অনেক দিনের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। এটার খুব প্রয়োজন ছিলো। এমনটা অন্য ফেডারেশনগুলোতে ঘটলেও অবাক হবো না। দুনীতি জাতির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, তাই জঞ্জাল দূর করার জন্য শুভর মতো প্রতিবাদের হাতিয়ার দরকার।

গত বছর বর্ডি বিল্ডিং ফেডারেশনের কর্মকর্তা, বিচারক, সংগঠক, পৃষ্টপোষক, বডিবিল্ডিং প্রশিক্ষক,আয়োজক, আমার বড় মামা "এ কে এম বাহারুল আলম" ফেডারেশনের সকলের প্রিয় মুখ "বাহার ভাই" মৃত্যুবরণ করলেও ফেডারেশনের পক্ষ থেকে কোন প্রকার সহমর্মিতা বা সহানুভূতি দেখানো হয়নি, আজিমপুর কবরস্তানে দাফনের পর এই শুভ কয়েকজন শুভাকাঙ্ক্ষী নিয়ে উপস্থিত হয়েছিলেন। আল্লাহর কাছে, শুকরিয়া যে,এমন একটি ঘটনা মামাকে দেখে যেতে হয়নি।

এদেশে ফেডারেশন থেকে খেলোয়াড় কিংবা প্রশিক্ষকেরা কিছুই পায় না। সব সুযোগ সুবিধা কেড়ে নেয় ওই লাল কোটওয়ালা নামের চাটনেওয়ালারা। তাই শুভ যা করেছে, তাতে আমি মোটেও অবাক হইনি। এটার প্রয়োজন ছিলো। একজন প্রতিযোগিকে দিনের পর দিন অনেক পরিশ্রম করতে হয়। তারা না পায় পরিবারের সমর্থন না পায় ফেডারেশনের সার্পোট। অথচ সুবিধা ভোগ করে তথাকথিত এই সব লাল কোর্টওয়ালারা। স্যালুট শুভ আপনাকে প্রতিবাদে ফেটে পরার জন্য। এ ফলে অনেক ঘটনা সামনে আসবে বল্ব আশা করি।

তবে শুভ আপনার শেষ আচরণটুকু খুবই দৃষ্টি কটু ছিলো। এর জন্য আপনার জাতীর কাছে ক্ষমা চাওয়া উচিত।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫১

অনল চৌধুরী বলেছেন: আমি ২০০৩ সাল থেকে শরীর গঠন ফেডারেশণের ব্যায়ামাগারের সদস্য, সেটা পল্টন থানা এলাকায় যখানে আমার বাড়ি।
সরকারী ব্যায়ামাগারের যন্ত্রপাতি ব্যবহার করে কর্তৃপক্ষের সহায়তায় সুমন এক জঙ্গীকে অবাধে ব্যায়াম শেখানোর নামে ২০০৪-৬ সালে ৫০০ টাকা করে নিতে দেখেছি।
১৯৮৯ সাল থেকে মার্শাল আর্ট চর্চা করলেও কারাতে ফেডারেশনের অধীনে জাপানী কারাতে শেখা শুরু করেছি ২০০২ খেকে।
ফেডারেশনগুলি দুর্নীতিবাজ এবং ডিগবাজিদাতাদের আস্তানা।
কারাতের মুস্তাফিজ নামে যে লোক ২০০০ হাজার সালে চরম বেয়াদবের মতো বলতো, এমনভাবে কিয়াই ( চিৎকার)) দিবা যেনো . পাড়া থেইকা উঠা আসে, সেই লোক এখন ডিগবাজি দিয়ে বিরাট চেতনাধারী সেজেছে এবং তাকে বড় পদ দেয়াও হয়েছে। সেইসঙ্গে আছে অশ্লীলতা ও নকলবাজির মাধ্যমে বাংলা চলচ্চিত্রকে ধ্বংসকারী অন্যতম ব্যাক্তি আলেক-নজরুল।

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: খুব ভাল বলেছেন, আপনার সাথে সহমত প্রকাশ করছি।

২| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: এবিষয়টা সম্পর্কে কিছুই জানতাম না।

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সবাই ফুটবল,ক্রিকেট নিয়ে ব্যস্ত তাই প্রায় ৩০ ফেডারেশন উপেক্ষিত

৩| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪৭

নূর আলম হিরণ বলেছেন: এসব ফেডারেশনগুলো অন্তত পাঁচ বছরের জন্য বন্ধ করে দেওয়া উচিত। এগুলো থেকে কোন আউটপুট আসে না। ঠিকভাবে সবকিছু মেন্টেইন করার দক্ষতা অর্জন না করতে পারলে আর চালু করা উচিত হবে না।

২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:৩৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বন্ধ করা সম্ভব নয় অলিম্পিক থেকে টাকা আসে এছাড়া ক্রিয়া মন্ত্রণালয় টিকিয়ে জন্য এসব ফেডারেশনের প্রয়োজন আছে। প্রতিটি খেলা গুরুত্বপূর্ণ শুধু পদগুলি অযোগ্যদের দখলে চলে গেছে।

৪| ০৩ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৮

জুল ভার্ন বলেছেন: বডি বিল্ডার শুভর বিষয়টা নিয়ে কয়েকটি টিভি চ্যানেলে বেশ আলোচনা সমালোচনা এবং অভিযুক্তদের বক্তব্য দেখেছি।

আমিও একদা কুংফু কারাতে প্রশিক্ষণ নিয়েছিলাম...পুরনো ঢাকার আমলিগোলা ব্যমাগারে প্রশিক্ষণ নিতাম...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.