নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

রোগ শোক বালা মুসিবত থেকে মুক্তি - সুস্থ থাকার উপায়

১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৭



আজ ভিন্ন একটি বিষয় নিয়ে কথা বলবো। অনেক বাসা বাড়িতে দেখা যায় একের পর এক রোগ, বালাই, অসুখ-বিসুখ লেগেই থাকে। ডাক্তার কবিরাজ, ওঝা, বৈদ্য, ঝাড়-ফুক করেও কিছুতেই কিছু হয় না। কিছুতেই রোগ,শোক, বালা,মুসিবত, অসুখ বিসুখ বাড়ি ছাড়ে না৷ শেষমেশ কপালের দোষ দেন। হায় উতাশ করে জীবন কাটান ।

মনে রাখবেন, অসুখ বিসুখ এমনি এমনি আসে না। কিছু অসুখ-বিসুখ আমরা নিজেরাই নিজেদের অজান্তে ডেকে আনি। মানুষ তার খাসলত এর কারণে বিপদে পরে৷
যারা এ ধরনের অসুখ-বিসুখ বালা মসিবত রোগব্যাধি নিয়ে যন্ত্রণায় আছেন তারা আমার কথা ফলো করলে অতি অল্প সময়ে পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ।
প্রথমেই খেয়াল করুন, আপনার বাসা বা ফ্লাট যেখানে আপনি থাকেন, সেটার "ওয়াশ রুমের" দরজা খোলা অবস্থায় থাকে কিনা। যতোই দামী ঝকঝকে তকতকে ওয়াশ রুম হোক না কেন ব্যবহারের পর সেটার দরজা খোলা রাখা যাবে না।

খোলা রাখলে জীবাণু আসবে এর জন্য বন্ধ রাখতে বলছি না। বন্ধ রাখতে বলছি এ কারণে, ওয়াশ রুমে বদ জীন থাকে। তাদের কু দৃষ্টির ফলে বাসা বাড়িতে রোগব্যাধি লেগে থাকে। একটু খেয়াল করে দেখুন, সবচেয়ে বেশি মৃত্যু কিন্তু ওয়াশ রুমে পরে গিয়ে হয়।

ওয়াশ রুমে দোয়া পড়ে প্রবেশ করুন। দোয়া না পারেন মনে মনে বিসমিল্লাহ বলে প্রবেশ করুন। ওয়াশ রুম থেকে বের হবার আগে অজু করুন না পারেন পায়ে পানি দিন। এক মাসের মধ্যে দেখবেন, রোগ বালাই কমে যাবে৷ শুধু রোগ বালাই নয় অভাব অনটন এ কারণে বৃদ্ধি পায় । তাই একটু সচেতন হউন সুস্থ ও অভাব মুক্ত থাকুন ।

দুই,

সন্ধ্যার পর বাসার বারান্দায় কোন কাপড় রাখা যাবে না। আমাদের কারো কারো মা, খালা, স্ত্রীরা এতোটাই মডার্ন হয়ে গেছেন যে, ধুয়ে শুকাতে দেওয়া জামা কাপড় সারা রাত্রি বারান্দায় ফেলে রাখেন৷

রাতে কাপড় চোপড় বাহিরে থাকলে তাতে শয়তান, বদ জীন প্রসাব করে৷ সেই কাপড় পরিধান করলে রোগ বালাই পিছু ছাড়ে না। একান্ত বাধ্য হয়ে কোন কাপড় বাহিরে রাখতে হলে,তাতে বিসমিল্লাহ বলে দম করে দিতে হবে।

কথায় আছে, "মানুষ চেনা যায় ধর্মে আর বান্দর চেনা যায় কর্মে ।" ভাল কথা বান্দরের পছন্দ হবে না এটাই স্বাভাবিক ৷ তাই এসব কথা পছন্দ না হলে এড়িয়ে যাবেন। মানলে মানেন না মানলে কান্দেন।

আল্লাহ সবাইকে হেফাজত করুন।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: হাস্যকর পোস্ট।

১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: হাস্যকর পোস্ট হলে হাসুন , হাসলেও শরীর ভালো থাকো । তবে অট্রহাসি হাসবেন না তাতে হার্ট এর্টাক হতে পারে ।

২| ১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই বদ জ্বীন থাকে। দোয়াটা সবার মুখস্থ থাকা চাই

১১ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:১০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِث
আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবা-ইস।
হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি দুষ্ট পুরুষ-জ্বিন ও দুষ্ট নারী-জ্বিনের অনিষ্ট থেকে।

৩| ১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩৭

অধীতি বলেছেন: কর্মই মানুষকে মহৎ করে, এই কথাটার যৌক্তিকতা আপনার কাছে কতটুকু? ইমানদার মানুষ জেনা করলে তারে ধর্ম দিয়া মাফ করে দিবেন? আপনার উপরের কথা যাই হোক না কেনো শেষের দিকে এসে একদম বোকার মত বল্লেন।

১১ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:১৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: মহৎ মানুষ তো আর বান্দরের মতো কাজ করবে না তাদের কর্ম হবে মহৎ । বান্দরের কর্ম হবে বান্দরের মতো । ইমানদার কখনো জেনা করবে না । জেনা করলে তার শাস্তি তাকে পেতে হবে যদি না সে ক্ষমাপ্রাম্ত না হয় । মানবজীবনে এমন কিছু নেই যা নিয়ে ধর্ম আলোচনা করে না । তাই ধর্মের কথা আসলেই ডোরা সাপ হয়ে জাতি সাপের মতো ফর্ণা তুলার কিছু নেই । শেষের কথা ঠিক ই বলেছেন, অতিচালাকের ভিড়ে আমি মানুষটাই বোকা সোঁকা ।

৪| ১১ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০৫

জটিল ভাই বলেছেন:
ইবলিসের অনুসারীদেরই তার বিরুদ্ধতা অপছন্দনীয়।

১২ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:১৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ১০০% সত্য বলেছেন । ইবলিসের আছর ভুক্তরা কখনোই তাদের মতের বাহিরে যেতে পারে না , আহা! তারা যদি বুঝতো কি ভয়ংকর আযাব অপেক্ষা করছে তাদের জন্য ।

৫| ১১ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:২৪

মৌন পাঠক বলেছেন: জ্বীনের কথা পবিত্র কোরান শরীফে লেখা আছে, আর সেই জ্বীনরে আপনারা টয়লেট এ পাঠাইলেন!

কোরান শরীফের কোথায় বলা আছে জ্বীন ও্যাশরুমে থাকে?

১২ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৩৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: পড়তে হবে না পড়লে জানবেন কি করে ? পড়ুন , শুধু এলিয়েনের পেছনে ছুটলে চলবে না । ছুটার আগে পড়তে হবে ।

৬| ১১ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: আপনি নিশ্চয়ই তাবিজ কবচ বিশ্বস করেন? ঝাড়ফুঁক বিশ্বাস করেন?

১২ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:১২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আমি অবশ্যই আল্লাহর কালাম পড়ে ফুক দিলে কিংবা আয়াত যুক্ত তাবিজ দিলে সেটা বিশ্বাস করি । যেমন , ইয়াসিন কিংবা আয়াতুল কুরসী সুরা অথবা আল্লাহর ৯৯ নাম যুক্ত, অথবা ৪ কুল তাবিজের ভেতর ঢুকিয়ে দিলে সেটা ভক্তির সাথে শরীরে পরিধান করতে কুন্ঠাবোধ করবো না ।

৭| ১১ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৪৪

মৌন পাঠক বলেছেন: আপনার তাবিজ কবজ ঝাড় ফুক লাগলে আমাকে নক দেবেন, সহব্লগার হিসেবে আপনার জন্য থাকবে বিশেষ ছাড়।

ও বলতে ভূলে গেছি,
আমি নেছারাবাদ হুজুরের বংশধর (মায়ের দিক থেকে, আই মিন, আমার মায়ের সৎ মার দিক থেকে)
ক্বারী ও হাজী সাহেবের নাতি (পিতা-মাতা দুই দিক থেইকা)
হাজ্বী সাহেব আমার চাচা, মোল্লা বাড়ির ছেলে, বাবা খুব কামেল লোক (এইটা সিরিয়াস),
মা ও খুব ধার্মিক,
আমার মরহুম দাদাজান মমিন মোল্লার হাত হইতে।
চাচা-খালু জগদ্বিখ্যাত ফকির।
বাল্যকাল হইতে আমি মসজিদে আযান দেই ও ইমামতি করাই।
ব্যক্তিজীবনে সৎ, (বোকা পর্যায়ে)
প্রাথমিক এ পড়াশোনাকালীন থেকে আমার তাবিজ লেখার হাতে খড়ি,
স্কুল জীবনে বহুত তাবিজ কবজ লিখা দিছি, পানি পড়া দিছি, প্রেমের জন্য।
দীর্ঘ ২.৫ দশকের অভিজ্ঞতা, এই লাইনে।

বিফলে https://www.somewhereinblog.net/blog/rajib128 নূর মূল্য ফেরত দিবেন।

১২ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:২২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ভালো ব্যবসায় গেছেন । লাভবান ব্যবসা । তবে মাঝে মাঝে তাবিজ কবজে কাজ না দিলে কিল ঘুষি লাথি খাবার কিঞ্চিত রিক্স আছে ।
তাবিজ দেওয়ার আগে একটা শ্লোলক ভাঙ্গান দেখি - "মানিকে মানিক চেনে কুত্তায় চেনে গু" - এর অর্থ কি ?

৮| ১২ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:২৭

মৌন পাঠক বলেছেন: ১) আমি পড়ি নাই, আমার চোখে পড়ে নাই,
জ্ঞান বিতরনে বাড়ে, আর কোরানের জ্ঞান বিতরণ তো ফরজ।
প্লিজ, কোরানের কোথায় বলা আছে জানাবেন।

২) তাবিজ এ কাজ না হইলে সেটা একান্তই আপনার ব্যর্থতা, নিয়ত গুনে বরকত,
আপনার নিয়ত সহীহ না, সহীহ হইলে আল্লায় পূরণ করবে, আমি তো উপলক্ষ মাত্র।

তাবিজ, ঝাড়-ফুক ব্যবসার মূল এসেন্সটা আপনি ধরতে পারেন নাই, নো রিস্ক, অনলি গেইন।
আর পার্সোনাল এটাকটা আপনার পার্সোনালিটিকে মহিমান্বিত করল, আমিন ছুম্মা আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.