নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

ইসরাফিলের শিঙ্গা - ভাবনার কবিতা

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২৭



প্রথমে ভাবো,
তারপর একটু থামো ;
অতঃপর আবার ভাবো ........
মধ্যবয়সে সম্পর্কটাই এমন জটিল
ভাবনায়, ভাবনায়
এক,দুই,তিন সমুদ্র জীবন শেষ ।

কী হলো, কী করছো?
ভাবো, ভাবো , ভাবতে বসো...
পরে দোষ দিও না , বলো না ...
ইসরাফিলের শিঙ্গায় ফুঁৎকারের আগে
তোমায় সর্তক করিনি।।
০৭.০২.২০২৪

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ ! ফিলোসফিক টাইপের এ ধরনের কবিতা সবার ভালো লাগার কথা নয় । আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো ।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৫

সোনাগাজী বলেছেন:


২ মাস ব্লগে ছিলেন না, সব ঠিক আছে?

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: "পরিণতি" নামের ৬১ পর্বের একটি উপন্যাস শেষ করলাম । একটি প্রতিযোগিতায় লড়ছে উপন্যাসটি । ২০ ফেব্রুয়ারি রেজাল্ট জানা যাবে । ব্লগে আসি ঠিকই তবে মৌন থাকি । ক্যাচাল দেখতে ভালো লাগে না । ভালো থাকবেন । ধন্যবাদ কুশল জিজ্ঞাসা করার জন্য ।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৬

সোনাগাজী বলেছেন:




আপনার নিজের কোন কবিতা, আপনি মুখস্হ বলতে পারবেন?

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: জ্বি আছে , বেশ কিছু কবিতা মুখস্থ আছে । একটু দেখলেই স্মরণ করতে পারি । আবার এমন লেখাও আছে যা পড়ে মনে হয় না আমি লিখিছি ।

"মানব মস্তিষ্ক বড্ড ছটফটে,
বড্ড বেইমান ।
সহজে বশ মানে না ।
যতোই দানাপানি দিয়ে পোষ মানাবার
চেষ্টা করি না কেন
ধরা দেয় না, আপন হয় না । "
-বাবন

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯

নিবারণ বলেছেন: কী হলো, কী করছ?

ল্যাখেন।

কবিতা ভাল্লাগছে। ফুঁ দিলেই তো সব শ্যাষ।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: কি ও কী বাংলা ভাষায় ব্যবহৃত শব্দদ্বয়, যেখানে কি ক্রিয়াবিশেষণ (অব্যয়) এবং কী সর্বনাম পদ হিসেবে কাজ করে।[১] উভয়ই প্রশ্নবোধক বা বিস্ময়সূচক বাক্যে ব্যবহৃত হয়। সমোচ্চারিত শব্দ হওয়ায় প্রায়শই লেখা ও পড়ার সময় শব্দদ্বয়ের বানান ও অর্থ নিয়ে ব্যবহারকারীদের অসুবিধা সৃষ্টি হয়। অনেকে ভিন্ন অর্থ প্রকাশের জন্য কেবল একটি শব্দই ব্যবহার করেন।

তুমি কি যাবে ? এখানে কি দিয়ে , হ্যা না'তে উত্তর জানতে চাওয়া হয়েছে ?
তুমি কী খাবে ? এখানে কী দিয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে

অন্তর থেকে ধন্যবাদ , এসব নিয়ে আলোচনা হওয়া উচিত ।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৯

খায়রুল আহসান বলেছেন: কবিতার ব্যতিক্রমী আঙ্গিক, শৈলী ও বক্তব্যে মুগ্ধ!
কবিতায় দ্বিতীয় প্লাস। + +

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.