নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
সব ধ্যান, সব জ্ঞান নষ্ট হয়
সব নগর, সব শহর ধ্বসে যায়
সব কবিতা রাতারাতি হয়ে যায়
উই পোকাদের প্রজনন ভূমি
তবুও বুকের ভেতর কিছু জমা হয়ে থাকে
তবুও কেউ কেউ মাঝ রাত্রিরে ঘুম থেকে জেগে বসে থাকে
হাতরে ফিরে হৃদপিণ্ডের
অলিগলি পাণ্ডুলিপি
মানুষ বড্ড বেহায়া
শুধুই অসুখ খোজে ........
বহুদিন বৃষ্টি দেখিনা ;
একদিন বৃষ্টিতে ভিজবো খুব !
একদিন তোমার কাছে যাবো
একদিন ফের আমাদের দেখা হবে
কোন এক বর্ষায় ;
একদিন জলে পা ডুবিয়ে পাশাপাশি বসে থাকবো
একদিন সকাল থেকে সন্ধ্যা প্রজাপতির পেছন পেছন
ক্লান্তিহীন সারাটি দিন;
একদিন সবকিছুকে ছুটি দিয়ে শুধুই তোমাতে ডুবে থাকবো
একদিন দু'জন দু'জনকে ভুলে গিয়ে
স্রেফ বেচে থাকার অভিনয় করে যাবো .....
সব ধ্যান, সব জ্ঞান নষ্ট হয়
সব নগর, সব শহর ধ্বসে যায়
সব কবিতা রাতারাতি হয়ে যায় উই পোকাদের প্রজনন ভূমি
তবুও বুকের ভেতর কিছু জমা হয়ে থাকে
তবুও কেউ কেউ মাঝ রাত্রিরে ঘুম থেকে জেগে বসে থাকে
হাতরে ফিরে হৃদপিণ্ডের
অলিগলি পাণ্ডুলিপি
মানুষ বড্ড বেহায়া
শুধুই অসুখ খোজে .......
১২.০২.২০১৭
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:০৩
সোনাগাজী বলেছেন:
আপনি মানুষের সংগ্রামী জীবন নিয়ে লিখুন।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২৭
মিথমেকার বলেছেন: দারুণ লিখেছেন!
বসন্তের শুভেচ্ছা..
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর কবিতা মাশাআল্লহ
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৪
নয়ন বড়ুয়া বলেছেন: সুন্দর কবিতা...