নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের স্বাধীন স্বার্বভোমত্ব ও জাতীয় সংগীত...

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩৭




অন্ধকে আলো দেখাতে নেই। মুর্খকে জ্ঞান দিতে নেই৷
নূহ নবী যখন বলেছিলেন প্লাবন আসছে তখন কাফেরেরা হেসেছিলো। বিশ্বাস করেনি। আমার লেখাও অনেকের বিশ্বাস হবে না।

আমি আমার ফেসবুকে/ব্লগে আগেও লিখেছি এখন আবার লিখছি, "ডিসেম্বরের জন্য প্রস্তুতি নিন, ভারত বাংলাদেশ ডিসেম্বরে আক্রমন করতে পারে।" লক্ষন কিন্তু প্রকাশ পাচ্ছে। ভারত নিজেকে রাশিয়া ও ইসরাইলের জায়গায় বসাতে চাইছে। আমি আগেও লিখেছি, ভারত ভেঙ্গে একদিন দশ টুকরা হবে৷এটা হবেই। আর শুরুটা হবে যদি ভারত বাংলাদেশ আক্রমন করে।

আমি ব্যক্তিগত ভাবে চাই যুদ্ধটা লাগুক। ভারতকে একবার হলেও দেখাতে হবে, বাঙ্গালী আসলে বীরের জাতি।


এবার আসি জাতীয় সংগীত নিয়ে..

সাত কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি ”

রবীন্দ্রনাথ বাঙ্গালীকে কখনো মানুষ মনে করেনি। ওনার কবিতাতেই আছে, "সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছো বাঙ্গালী করে মানুষ করনি।" অর্থাৎ বাঙ্গালিরা মানুষ নয়। মুর্খ গোয়ার চাষাভুষা। যাদেরকে ওনারা জমিদারের মারপ্যাচে ফেলে শোষন করতেন৷

রবীন্দ্রনাথের বাপ দাদারা ছিলো ইংরেজদের পা চাটা দালাল। বরীন্দ্র নিজে ও তাই ছিলো৷

যে ব্যক্তি আমাদের মানুষ ই মনে করেনি তার লেখা ভক্তি মূলক কবিতা কখনো বাংলাদেশের জাতীয় সংগীত হতে পারে না। বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন করতে হবে। সেটা হিন্দু বলে নয় রবীন্দ্র নাথ একজন রেসিস্ট ছিলেন সেই জন্য।

ইনকেলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪৫

শাহ আজিজ বলেছেন: কোন মানসিক চিকিৎসকের শরনাপন্ন হন , লক্ষন কিন্তু ভাল না । :P :P

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: মুরুব্বি, মুরুব্বি আপনি কি এখনো সুস্থ আছেন? কেউ প্যাদানী দেয় নাই? ভুয়া মুক্তিযোদ্ধা হিসাবে বের হবে। খয়রাতি ভাতা বা ভিক্ষা ও বন্ধ হবে।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২৩

মেঠোপথ২৩ বলেছেন: নাহ আক্রমন করার মত ভুল সম্ভবত ভারত করবে না। কারন এখন জাতিসংঘ বাংলাদেশের পাশে আছে। এরা মুলত ভয় দেখানো জারী রাখতে চায়। বাংলাদেশের আসলে উচিত কংগ্রেসের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা। প্রতিবেশি দেশের সাথে দ্বন্দ কখনই কাম্য নয়। কংগ্রেস যেহেতু এখন শক্তিশালী বিরোধী পক্ষ ভারতে , তাই তারা বিজেপির সাথে একমত না হবারই কথা।

জাতীয় সঙ্গীত নিয়ে চিল্লাপাল্লা বন্ধ হলেই ভাল হয়। এই মুহুর্তে এটা অপ্রয়োজনীয় ইস্যূ। যেটা প্রয়োজন সেটা হচ্ছে আন্তর্জাতিক ট্রাইবুনালে গনহত্যার বিচারকার্য শুরু করা।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৫৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বিচার শুরু হতে দেওয়া হবে না। সেই চক্রান্ত শুরু হয়ে গেছে। জাতীয় সংগীত পরিবর্তন এর মধ্যে দিয়েই সংস্করণ শুরু হলে এদের থোতামুখ ভোতা হয়ে যাবে। যুদ্ধের প্রস্তুতি নিন।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:২৬

কামাল১৮ বলেছেন: আমরাতো প্রস্তুত হয়েই আছি।আপনার হুকুমের অপেক্ষা করছি।গাজয়াতুল হিন্দ প্রতিষ্টা করে ছাড়তো ইনশাল্লা।গনিমতের মাল হিসাবে কোন নায়িকা কার চাই।পরে ঝগড়াঝাটি ভালো না।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: চাটার দল বোল পাল্টাতে উস্তাদ,
সুযোগ পেলে চেতনার দন্ড নাড়ারে ভুলে না,
ঘরে বউ রেখে ও পতিতা পাপিয়ার
স্বাদ কিছুতেই ভুলে না। কিন্তু আর হবে না
একশ বছরেও হবে না নিজের বাপের খবর নাই
হাসিনার বাপেরে বাপ ...দাই

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৯

রাজীব বলেছেন: বলিউডের সিনেমা আর বাস্তবের মধ্যে অনেক তফাত রয়েছে। একটা যুদ্ধ মানে বিশাল অর্থনৈতিক ক্ষতি। এই অঞ্চল এখন যুদ্ধের জন্য প্রস্তুত নয়। ভারত কখনো কোন দেশকে আক্রমন করেছে, এমন হয়েছে কি? পাখিদের মতো দেশ কথায় কথায় যুদ্ধ লাগিয়ে নিজেদের অর্থনীতি ধ্বংস করে। আর কোন দেশ এত সহজে যুদ্ধ শুরু করে না।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৯

রাজীব বলেছেন: পাখি = পাকি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.