| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লে ম্যান
আমি কোন সুপারহিরো নই|কেন না আমি মাটির তৈরি সাধারন মানুষ|
স্বপ্ন যেখানে,
এত কাছে এসে ধরা দেয়|
বাস্তবতা কেন হায় . .
এত দুরে চলে যায়|
স্বপ্ন সবাই দেখতে পারে,কিন্তু সেটাকে সবাই বাস্তবে পরিনত করতে পারে না
স্বপ্ন এবং বাস্তবতা মনে হয়, দুজন দু মেরুতে অবস্থান করে|
স্বপ্নকে বাস্তবে পরিনত করাটা আসলেই কঠিন কাজ অনেক সাধনার ব্যাপার|
যেটার জন্য মানুষকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় ব্যয় করতে হয়|
যে মানুষগুলো জীবনে অনেক কষ্ট পরিশ্রম করে স্বপ্ন পূরনের জন্য চেষ্টা করেছে|তারাই সফল হয়েছে,স্বপ্নকে বাস্তবে রুপদান করতে পেরেছে|
আরা যারা অলস,ঘুমকাতুর শ্রমবিমুখ তারা শুধু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে পারে| তারা স্বপ্নকে বাস্তবে রুপদান করতে পারে না| তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যায়|
আর তাদের সুন্দর স্বপ্নগুলো যখন ভেঙ্গে যায়|
তারা তখন আসলেই অনেক কষ্ট পায়|তখন তাদের আফসোস করা ছাড়া আর কিছু করার থাকে না|
©somewhere in net ltd.