নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং হ্মমতাধর সুপারভিলেন| কিন্তু বিশ্বাসঘাতক মেয়েরা আমার চেয়েও বেশী . . .।

I have appeared in the world of supervallain,for all traitor girls . . .

ক্লে ম্যান

আমি কোন সুপারহিরো নই|কেন না আমি মাটির তৈরি সাধারন মানুষ|

ক্লে ম্যান › বিস্তারিত পোস্টঃ

স্পর্শের বাইরে

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২০

আজ অনেকদিন পর তোমাকে দেখলাম|অন্যরুপে,ভিন্ন সাঁজে, নতুন ঠঙ্গে |



আমি আগেও তোমাকে এভাবে লুকিয়ে লুকিয়ে দেখতাম|চশমার মাঝখান দিয়ে,দেখতে দেখতে একসময় চশমার কাঁচ ঘোলাটে হয়ে আসে|



তখন আমি নিজে নিজেই লজ্জা পাই আর ফিক করে হেসে ফেলি|



ভাবি,বিধাতা হয়তো আমাকে শুধু,তোমাকে দেখার জন্যই তৈরী করেছে|



তাও আবার দুর থেকে লুকিয়ে লুকিয়ে|

তোমাকে দুর থেকে দেখতাই,আমার ভাল লাগে|



ক্যাম্পাসে যতদিন আছি,

তোমাকে এভাবে দুর থেকেই দেখে যাব|



আমিতো তোমার কখনো কাছে যেত পারবো না| কেন জানি,তোমার কাছে গেলেই,পৃথিবীর সব লজ্জা এসে আমার চোখের উপর ভর করে|

আমি আর এগুতে পারি না|



থাকো না তুমি দুরে,

আমি না হয় তোমাকে দুর থেকেই দেখে গেলাম|



অচেনা বা দুরের মানুষ হিসেবে . . . .

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.