নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপন বুদ্ধিতে ভাত, পরের বুদ্ধিতে হাভাত।আপন বুদ্ধি ছিল ভাল,পর বুদ্ধিতে পাগল হল।আপন বুদ্ধিতে ফকির হই, পর বুদ্ধিতে বাদশা নই।

শামসুল হক চাঁটগাঁইয়া

আমি প্রচলিত - অপ্রচলিত কিছু চাটগাঁইয়া প্রবাদ এখানে তুলে ধরার চেষ্টা করব , আশাকরি ভালো লাগবে। এছাড়াও আমার লিখা ছড়া - কবিতা আর ৬৪ জেলা ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরার যথাসাধ্য চেষ্টা করব ।

শামসুল হক চাঁটগাঁইয়া › বিস্তারিত পোস্টঃ

চাটগাঁইয়া কথন : পর্ব দুই (অর্থ সহ)

১২ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:২২

অ হাজি সাব (ওহে হাজি সাহেব)

লিখেছেনঃ সামসুল হক
**************************
অ হাজি সাব, ওয়াজ গর
হাদিস কোরআন বলে জানি
পরর হক কা ন ছাড়ো তুঁই
গড় টানা টানি

তসবি টিবি টিবি
তারাই ভাড়াই হাইবে
ঈষেবৎ গোলমাল আইলি
দোযকর ডর দেহাইবে

চুদুর ভুদুর সুদূর হামাই
নিজুর বেলাত হন মানা নাই
টডিনডিত বাঁধা দিলি
আঁরে দ তুঁই খোদার দোয়াই

পানত্তুন চুন খসিলি
হতায় হতায় বদদোয়া
ঠার গড়ি চাইয়ু না তুঁই
হউয়া পৈজঝি ঠোঁয়া

জারি জুড়ি বেয়াগ দেখখি
তোয়ারে আর না ডরাই
আল্লাহ খোদা মানিলি তুঁই
ভণ্ডামিগিন ছাড়ি দ গুই

সময় থাকতে মাফ চাই ল
দোসগিন শিয়ের গড়ি
হাসরর দিন ছার্ পাইতে ন
এই বোঝা লৈ জাইলি মরি

---------------------------------------------------------------অর্থ --------------------------------------------------------


ওহে হাজি সাহেব ওয়াজ করেন—
হাদিস কোরান নাকি জানেন
পরের হক কেন ছাড়েন না আপনি
করেন টানাটানি

তসবি টিপে টিপে
লোক ঠকিয়ে খাবেন
হিসেবে গোলমাল হলে—
দোজকের ডর দেখাবেন

চুদুর ভুদুর সুদের কামাই
নিজের বেলায় কোন মানা নাই
নয় ছয় করা তে বাঁধা দিলে (টডিনডি মানে নয় ছয় করা )
আমাকে দেন খোদার দোহাই

পান থেকে চুন খসলে
কথায় কথায় বদদোয়া
ঠাহর করে দেখেছেন আপনি
কয়টা পড়ল ঠোঁয়া ( ফোসকা )

জারি জুড়ি সব দেখেছি,
আপনাকে আর ডরাই না;
আল্লাহ খোদা মানলে আপনি
ভণ্ডামি সব ছেড়ে দেন না

সময় থাকতে মাফ চেয়ে নেন—
দোষ গুলো স্বীকার করে
হাশরের দিন পাবেন না ছাড়
এই বোঝা নিয়ে গেলে মরে

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৪৬

সাহাদাত উদরাজী বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.