![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
.
একটা দুর্ঘটনা মানুষের জীবনের গতি পথকে পুরোপুরি পরিবর্তিত করে দিতে পারে। পরবর্তী জীবনেও থেকে যায় সেই দুর্ঘটনার রেশ।
.
চার তলায় সিনিয়র-জুনিয়রদের চমৎকার মিলন মেলা। দেলোয়ার ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেল কিছুদিনের মধ্যেই । উনার রুমে আমাদের অবাধ যাতায়াত। উনিও আমাদের রুমে আসেন। আহসান আর ফেরদৌসের মাঝে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে তর্ক হয়। কেহ কাহারে নাহি ছাড়ে। তর্ক থেকে প্রায়ই হালকা মন মালিন্য হয়। দেলোয়ার ভাইয়ের কাছে নালিশ জানান হয়। উনি মিটি মিটি হাসেন । কারো পক্ষ নেন না। আবার যার দোষ, তাকে আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দেন তার কাজ বা কথাটা ঠিক নয়। আমাদের ছোট্ট সংসারের খুনসুটি লেগেই থাকে। আর অভিভাবকের মতো আমাদের সে সব সমস্যার সমাধান করেন দেলোয়ার ভাই। সম্ভবত শংকু ও চন্দ্র উনার রুমমেট ছিল। ওরাও আমাদের এই সব ছেলেমানুষী কাণ্ডে খুব মজা পেতো বলে মনে হয়। সদ্য কলেজ পেরিয়ে আসা অনেকের মধ্যেই তখনো সেই সারল্য রয়ে গিয়ে ছিল।
.
এমনি একজন সরল তরুণের নাম বিল্লাহ। আহসানের সাথে ওর খুব বন্ধুত্ব। দুজনের আলাপের বিষয়ও এমন যে আমরা তাতে অংশ নিতে পারি না। ওদের দুজনের শখ গাড়ি এবং ক্যামেরা। আমাদের আড্ডা থেকে বিল্লাহ প্রায়ই আহসানকে হাইজ্যাক করে নিয়ে যায়। বাগানের পাশের সিঁড়িতে বসে দু’জন মগ্ন হয়ে আলাপ করে। আবার কখনো আমাদের রুমেই আসর বসে গাড়ি-ক্যামেরার আলোচনার। আহসান বায়তুল মোকারম মার্কেট থেকে কিনে আনা বিভিন্ন মডেলের গাড়ির ক্যাটালগ বের করে। দুজনে এমন মগ্ন হয়ে যায় রুমে যে আর কেউ আছে তাও মনে থাকে না। আস্তে আস্তে বিল্লার সাথে ফেরদৌস ও আমার ভাব হয়ে যায়।
.
কুকুর বিল্লার খুব প্রিয়। ওকে দেখলে কুকুর গুলো লেজ নাড়তে নাড়তে ওর পিছু নেয়। আমরা সাথে থাকলে ও কুকুরদের আদর করে তাড়িয়ে দেয়। অনেক সময় দেখেছি ও কুকুর কোলে নিয়ে বসে আছে । আমার কাছে ব্যাপারটা ভয়ংকর মনে হয়। আমি কুকুর থেকে দূরে থাকি। কিন্তু কুকুরের সাথে বিল্লার অন্তরঙ্গতাটা ভালো লাগে। বিল্লার মনটা খুব পরিষ্কার মনে হয়। ওদের পরিবার বেশ ধনী। মধ্যবিত্তের হীনমন্যতা ওকে ছুঁতে পারেনি। অনেকেই ওর এই কুকুর প্রীতি নিয়ে বিরূপ মন্তব্য করতো। আমরা সব সময় তার প্রতিবাদ করতাম। বিল্লাহ যথেষ্ট বুদ্ধিমান। ও সেসব বিরূপ মন্তব্যকারীদের এড়িয়ে চলতো।
.
শামীম ছিল বিল্লার রুমমেট । দুজনই রেসিডেন্সিয়াল মডেলের ছাত্র। ওর সাথেও আমাদের বন্ধুত্ব হয়ে গেল। বিল্লার বড় ভাই ডন । উনিও কে কে হোস্টেলেই থাকতেন। পুর কৌশলের ছাত্র ।
বিল্লা আর ডন ভাইয়ের সম্পর্ক অনেকটা বন্ধুর মতো ছিল। ডন ভাই কখনো ওর সাথে বড় ভাই সুলভ আচরণ করেন নি।
.
দুই ভাই খুব ভালো গাড়ি চালাতো। প্রায়ই খোলা রাস্তা পেলে দুজন কার রেসিং এ মেতে উঠতো। কোন খুশির উপলক্ষ্য উদযাপনের একটা উপায় ছিল কার রেসিং। সেনাবাহিনীতে বিল্লাহ চূড়ান্ত ভাবে নির্বাচিত হয়েছে। বাসায় খুশির আবহ। এমন খুশির খবরটাকে উদযাপনের জন্য গাড়ি নিয়ে দুই ভাই বেরিয়ে পড়ে। ফাঁকা রাস্তা । একবার ডন ভাই এগিয়ে যায় আবার বিল্লাহ। হাড্ডাহাড্ডি লড়াই চলছে । প্রতিযোগিতার শেষ পর্যায়ে। বিল্লাহ গাড়ির গতিটা বাড়িয়ে দিয়ে ডন ভাইয়ের গাড়িকে অতিক্রম করছে। মুখে বিজয়ীর হাসি। এক হাতে স্টিয়ারিং, অন্য হাত ভি সাইন দেখিয়ে ডন ভাইয়ের গাড়িটাকে অতিক্রম করছে। ডন ভাইও দ্রুত গতি বাড়িয়ে দেয়। দুই গাড়ির সংঘর্ষে প্রচণ্ড আওয়াজ হয়। বিল্লাহ সহ গাড়িটা রাস্তার পাশে উল্টে পড়ে।
.
তারপর পুরোটাই বিল্লাহ ও তার পরিবারে জন্য চরম দুঃস্বপ্নের মতো। অনেকদিন অচেতন ছিল বিল্লাহ । সবাই জীবনের আশা ছেড়ে দিয়েছিল। তারপর আল্লাহর রহমতে বিল্লাহ ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। এক সময় মোটামুটি সুস্থ হয়ে বাসায় ফিরে আসে। কিন্তু ওর বাম পায়ে সমস্যা রয়েই যায়। তাই সেনাবাহিনীতে আর যোগদান করা হয়নি। ভগ্ন হৃদয়ে জীবনটাকে আবার ঢেলে সাজাবার জন্য ভর্তি হয় চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজে।
.
স্বাভাবিক ভাবেই বাবা-মার একটা অতিরিক্ত স্নেহ ছিল বিল্লার প্রতি। উনারা প্রায় প্রতি সপ্তাহেই চট্টগ্রাম শহর থেকে আসতেন ওকে ও ডন ভাইকে দেখতে। সাথে প্রচুর খাবার নিয়ে আসতেন। আমরাও তার ভাগ পেতাম। হোস্টেল জীবনের বিস্বাদ রান্নার মাঝে সেগুলো নতুন মাত্রা যোগ করতো।
.
চাকরি জীবনে এসেও সহজ-সরল বিল্লাহ একটুও বদলায়নি। ওহাবের কাছে শুনেছি, ঝিল বাংলা সুগার মিল এলাকার এক রিকশাওয়ালা বিল্লার খুব ভক্ত। ঝিল বাংলায় এলেই ও রিকশাটা সারাদিনের জন্য ভাড়া নিত। যখন যেখানে খুশি ঘুরে বেড়াতো। আর কুকুরের সাথে সখ্যতা তো আছেই। বছর তিন আগে ওহাবের বাসায় বিল্লার সাথে দেখা। সাথে ভাবী ও মেয়ে ছিল। তারপর একদিন শুনলাম চিনি ও খাদ্য শিল্পের চাকরি ছেড়ে বিল্লাহ পরিবার সহ আমেরিকায় চলে গেছে। ডন ভাই ওকে নিয়ে গেছে। ডন ভাই অনেক বছর আমেরিকায় আছেন ।ভালো একটা চাকরি করছেন।
.
মাঝে মাঝেই বিল্লাহ আমাকে মোবাইলে ফোন করে। বেশি কথা বলে না। প্রথম দিকে ফোন করে হাদির খবর নিত। এখন ফোন করে একটাই কথা, “বাবু, তুমি, আমি, রুহুল আর ওহাব ঢাকায় কোথাও আড্ডা দিবো।“ আহসানের কথা বলে না, ও জানে আহসান বিদেশে। এই কথাটা বলেই বলে, “বাবু, রাখি।“ অল্প কথার এই মানুষটাকে বড্ড ভালো লাগে। জীবনের জটিল পরিক্রমায় অধিকাংশ মানুষই তার ছাত্র জীবনের সরলতা হারিয়ে ফেলে। বিল্লাহ সেই বিল্লাই রয়ে গেছে। আমাদের এই দেশে ও যেন একজন এলিয়েন।
.
একদিন বৃষ্টিমুখর কোন এক বর্ষার সন্ধ্যায় হয় তো আমরা চারজন আড্ডা দিব। হঠাৎ বিদ্যুৎ চলে যাবে। বিল্লাহ রুহুলকে বলবে, গাও না আমার প্রিয় গানটা। রুহুল গাইতে থাকবে, পাগলা হাওয়ার বাদল দিনে,... ।
আগের পর্ব: Click This Link
.
চলবে...
.
০৭ সেপ্টেম্বর ২০২০
মো. শামছুল ইসলাম
.
০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৫
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ শরীফ ভাই।
দুই শব্দেই দারুণ প্রকাশ - আহা স্মৃতি!!
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৭
তারেক ফাহিম বলেছেন: পড়লাম।
ভালোলাগা।
০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১১
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ তারেক ফাহিম ভাই।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৬
জুন বলেছেন: আপনার বন্ধু বিল্লাহকে নিয়ে স্মৃতিচারণ খুব ভালোলাগলো। সহজ সরল আন্তরিক লেখায় অনেক অনেক ভালোলাগা রইলো শামসুল ইসলাম। স্মৃতির ঝাপি যেন এখানেই শেষ না হয় অনুরোধ রইলো।
+
আমার মিউজিয়ামের দ্বিতীয় অর্থাৎ শেষ পর্ব দেখার আমন্ত্রণ রইলো।
০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৭
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ জুন আপা।
বিল্লাহ সত্যি চমৎকার একটা ছেলে। আপনার অনুরোধ রাখার আপ্রাণ চেষ্টা করবো।
প্লাসে অনুপ্রাণিত।
আপনার মিউজিয়ামে আসছি শীঘ্রই।
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৮
নেওয়াজ আলি বলেছেন: খুব ভালো লাগল।
০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৮
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাই।
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৬
করুণাধারা বলেছেন: আপনার বন্ধুরা আপনার মনের অনেক খানি জুড়ে আছেন। গেট টুগেদারের স্মৃতি, হলের স্মৃতি...
হলের স্মৃতিচারণ সিরিজ ভালো লাগছে।
০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২০
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ করুণাধারা আপা।
আগে বুঝিনি আমার বন্ধুরা আমার কতটা প্রিয় ছিল।
লিখতে যেয়ে অনেক কিছু মনে পড়ছে। নতুন ভাবে নতুন ভালো লাগায় আপ্লুত হচ্ছি।
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৬
রাজীব নুর বলেছেন: এক নিঃশ্বাসে পড়ে ফেললাম। লেখার গুনে মনে হলো সব নিজের চোখে দেখলাম।
০৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:০০
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
লেখা ভালো লাগছে জেনে অনুপ্রেরণা পাচ্ছি।
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৩৫
মা.হাসান বলেছেন: হলে দুই বড় ভাই পেয়েছিলাম - নিজেদের মাঝে গল্প করার সময়ে গাড়ির রেফারেন্স দিতেন- ' করোলা, ৮৯না, ঐ টা ৮৬র মডেল, বুঝছোতো কি বলতেছি? ' আমরা যারা সাধারণ ঘরের ছেলে হা করে তাকিয়ে থাকতাম। অবশ্য আমাদের সাথে কথা বলার সময়ে কখনো এরকম করেন নি, আমাদের লেভেলে এসেই বলতেন।
আবার সবার পক্ষে এক হওয়া কঠিন হবে। ব্লগের মধ্যে কেউ কেউ জুম ইত্যাদির মাধ্যেমে আড্ডা দেন জানিয়েছেন। এরকম কিছু ট্রাই করতে পারেন।( সম্ভবত আপনারই একটা পোস্টে ঢাকা ক্লাবে আড্ডা দিয়ে ফেরার পথে মোবাইল হারানোর কথা পড়েছিলাম? সেই হিসেবে নতুন আড্ডা হলে আমরা একটা পোস্ট পাবো, তাতে আমাদেরই লাভ)।
পাঠে মুগ্ধতা।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:০০
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।
আহসান, বিল্লাহ দুজনেই খুব সচেতন ছিল। আমরা যাতে অপ্রস্তুত বোধ না করি সেজন্য আমরা ওদের দুজনের আড্ডায় অংশ নিলে ওরা প্রসংঙ্গ অন্যদিকে ঘুরিয়ে নিত।
জুমে বেশ কয়েকটা আড্ডা হয়েছে আমাদের চুয়েট ৮২ ব্যাচের কাজের চাপে অংশ নিতে পারিনি। এখন তো সব খুলে গেছে, জুমের আড্ডাও বন্ধ।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৮
সাগর শরীফ বলেছেন: আহা স্মৃতি!!
ভালবাসা জানবেন।