![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এভাবেই অভিজিৎরা খুন হয়, প্রত্যক্ষদর্শীরা মুখে কুলূপ লাগিয়ে বসে থাকে। আসল খুনিরা শেষ পযর্ন্ত আড়ালেই থেকে যায়!
শুধু সাধারণ জনগনের পাশাপাশি চলছিত্রের শুটিং এর মত পুলিশও হা করে দেখেছে অভিজিতের গুরুতর আহত স্ত্রীর সাহায্য চাওয়ার এই নির্মম দৃশ্য। দেখেছে হয়তো খুনের দৃশ্যও...! অথচ অভিজিত তখনও মারা যায়নি...!
আগে ফটোসেশন...!
তারপর উদ্ধার...?
তারপর জঙ্গি ?
তারপর গনজাগরন মঞ্চ...?
তারপর রাজনৈতিক ফায়দা...?
কিন্তু মানুষ হিসাবে আমিও এই হত্যাকাণ্ডসহ সকল হত্যাকাণ্ডের সুবিচার দাবী করছি এবং জন নিরাপত্তা দিতে ব্যর্থতার জন্য এই সরকারের কাছে কৈফিয়ত চাচ্ছি, কৈফিয়ত চাওয়া আমার অধিকার সেই অধিকার দিয়েছে আমাকে আমার ৭১...!
আর সরকার (সরকারের একজন মন্ত্রী) বলছে,
‘খোকা-মান্না ফোনালাপের প্রথম লাশ অভিজিৎ’-আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম ...!
আর কত "উদর পিন্ডি, ভোদর ঘাড়ে চাপানো ফর্মূলা"
এই ফর্মুলা শুধু এখন না দেখেছি আগেও।
নারায়ণগঞ্জে তকি হত্যাকাণ্ডের সময়ও বলা হয়েছে এটা জামাত শিবিরের কাজ! তকির বাবা নারায়ণগঞ্জ গনজাগরন মঞ্চের একজন উদ্যোক্তা ছিলেন বলেই জামাত শিবিরের তার ছেলেকে হত্যা করেছে। পরে অবশ্য প্রমান হয়েছে ঐ কে বা কারা ঘটিয়েছে।
ঠিক একই ঘটনা ঘটেছে গীতিকার ও সুরকার আহম্মেদ ইমতিয়াজ বুলবুলের ভায়ের হত্যাকাণ্ডের ক্ষেত্রেও। তখন বলা হয়েছিলো আহম্মেদ ইমতিয়াজ বুলবুল যুদ্ধাপরাধীদের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়াই তার ভাইকে হত্যা করেছে জামাত শিবির।
আমরা সাধারন জনগণ চাইনা হত্যাকাণ্ডের পর এইরকম কাদা ছোরা ছুরি। আমরা চাই সুস্থ তদন্তের মাধমে প্রকৃত দোষীদের শাস্তি।
আমার আপনার মধ্যে আদর্শের পার্থক্য থাকতেই পারে কিন্তু মানুষ হিসাবে আমাদের অধিকারও তো আমার আপনার সমানই। যেখানে আজ এই রাষ্ট্র এই প্রজাতন্ত্রেরই চাকুরীরতরাও ভাবছেন আদর্শের করনে আপনার আমার বাঁচার অধিকার তো নেইই এমন কি আমাদের গুষ্টিসহ বাঁচার অধিকার নেই? সেখানে আদর্শের পার্থক্য করনে উদর পিন্ডি, ভোদর ঘাড়ে ব্যবসা চলাও সম্ভব সেখানে নয় কি?
আপনার আমার বাঁচার, নিরাপত্তার আর বিচার পাওয়ার অধিকার কতটুকু?
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৮
সামছুল কবির মিলাদ বলেছেন: Click This Link
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৯
রিফাত ২০১০ বলেছেন: চারপাশে কড়া পুলিশি নিরাপত্তার পরও
একুশে বইমেলা থেকে মাত্র কয়েকশ গজ দূরে লেখক অভিজিৎ রায়ের ওপর হামলার ঘটনা কি করে ঘটে !!
আর সরকার (সরকারের একজন মন্ত্রী) বলছে,
‘খোকা-মান্না ফোনালাপের প্রথম লাশ অভিজিৎ’-আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম ...!
তাহলে কি মান্নাকে ফাঁসানোর জন্য রাজনৈতিক ট্রামকার্ড হিসেবে আওয়ামীলীগ নিজেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ?
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৯
সামছুল কবির মিলাদ বলেছেন: Click This Link
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৩
সামছুল কবির মিলাদ বলেছেন: অভিজিৎ হত্যার প্রত্যক্ষদর্শী যা বলছে...
http://www.bd24live.com/bangla/article/28335/index.html
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩১
ক্লিকবাজ বলেছেন: সুষ্ঠু তদন্ত হলেতো কেঁচো খুড়তে সাপ বের হয়ে যাবে, এরচেয়ে সহজ "উদর পিন্ডি, ভোদর ঘাড়ে চাপানো ফর্মূলা"। এগুলার বিচারতো বহুদূর তদন্তই হবেনা, কারণ চোখ-কান বন্ধ করে প্রপাগান্ডার জন্য এগুলিইযে দরকার।