নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলতে চাই

সামছুল কবির মিলাদ

আমি মুক্ত আমি স্বাধীন

সামছুল কবির মিলাদ › বিস্তারিত পোস্টঃ

পুরুষ মানুষ আসলে কি ?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০১


পুরুষ মানুষ আল্লাহ্‌র একটি সুন্দর সৃষ্টি যাদের খুব কম বয়স থেকেই সব কিছুতে ছাড় দেয়া শিখতে হয় ।

ছোট বেলা থেকেই শুরু হয়ে যায় তাদের ছাড় দেয়ার শিক্ষা । কখনও নিজের ছোট বোনকে চকলেট দিয়ে । কখনও নিজের ছোট ভাইকে পছন্দের ব্যাটটা দিয়ে দিয়ে ।

হয়ত তার স্বপ্ন থাকে চারুকলায় ভর্তি হবে কিন্তু বাবা মা কে খুশি করতে নিজের স্বপ্নটাও বিসর্জন দিয়ে বুয়েটে অথবা মেডিকেল এ ভর্তি হয় ।

নিজের পুরা পকেট খরচ ভালোবাসার মানুষটিকে গিফট কিনে দেয়ার জন্যই ব্যয় করতে হয় তাদের । সাথে টিউশনির টাকাটাও থাকে কখনও । কত দুপুর কাটে শুধু সিঙ্গারা আর চা খেয়ে । কত রাস্তা পার হয় খালি পায়ে হেটে ।

নিজের পুরো যৌবন দিন রাত কাজ করে কাটিয়ে দেয় তারা পরিবার বৌ বাচ্চার জন্য ।

বৌ বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে ব্যাংক লোন নেয়া তারা আর সারাজীবন পরিশ্রম করে সেই ব্যাংক লোন শোধ করে ।

এতো পরিশ্রম করে কিন্তু তারপরও মা , বৌ , বস সবার কাছে ঝাড়ি খেতে হয় সবসময় ।

পুরুষ মানুষের জীবন শেষ হয় সবার খুশির জন্য নিজের খুশি কম্প্রোমাইজ করতে করতে ।

যদি সে বাহিরে বাহিরে থাকে তাহলে সে উড়ালচন্ডি ।
যদি সে ঘরে থাকে তাহলে অলস ।
যদি সে বাচ্চাদের শাসন করে তাহলে সে অমানুষ ।
যদি বাচ্চাদের শাসন না করে তাহলে সে দায়িত্বজ্ঞানহীন ।
যদি সে বৌকে চাকরি করতে না দেয় তাহলে সে নারীর স্বাধীনতার / সমঅধিকারের বিরোধী ।
যদি সে বৌকে চাকরি করতে দেয় তাহলে সে বৌ এর টাকায় বসে খায় ।
যদি মায়ের কথা শোনে তাহলে মায়ের ছেলে।
যদি বৌ এর কথা শোনে তাহলে বৌ এর গোলাম ।

এভাবেই পার হয় প্রত্যেক পুরুষ মানুষের জীবন । তোমরা কখনই জানবে না একটা পুরুষ মানুষকে কত কিছুর মধ্য দিয়ে যেতে হয় । কত চাওয়াপাওয়া বিসর্জন দিতে হয় প্রিয় মানুষের মুখে হাসি ফোটাতে ।


হয়ত এই লেখাটা পড়ে পুরুষ মানুষদের মুখে হাসি আসবে। হয়ত নারীরা একটু হলেও বুঝতে পারবে তাদের মূল্য।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬

হামিদ আহসান বলেছেন: হুম ......

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬

মানবী বলেছেন: খুব ভালো লিখছেন। আমার পরবর্তী পোস্টটা অনেকটা এমনই :-)

সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬

ইনফেকটেড মাশরুম বলেছেন: ভালো বলছেন ভাই। এই দেশের স্বৈরাচারী নারী সমাজের মাঝে নিজের অস্তিত্ব রক্ষা করতে করতেই পুরুষকুলের গেবন তেজপাতা...

পরিস্থিতির উন্নয়নে টিভি, সংবাদপত্র সহ রাস্তাঘাটে সচেতনতামুলক বিজ্ঞাপন প্রচারের ব্যবস্থা নেয়া হোক। পুরুষ অধিকার রক্ষা সংগ্রাম কমিটি গঠিত হোক। গুলাব গ্যাং টাইপে পুরুষ নির্যাতনের প্রতিশোধ নিতে জোলাব গ্যাং গঠিত হোক।

ভাইয়েরা আমার,
তোমরা নিজ নিজ পাড়ার মোড়ে মোড়ে দুর্গ গড়ে তোলো।

মনে রাখবা,
চিপায় যখন আছি, চিপা থাইকা বাইরও হইয়া যাব। আর নিগৃহিত নিপীড়িত পুরুষকুলকে আকুল বিকুল কান্নার থাইকা মুক্ত কইরাই ছাড়বো ইনশাল্লাহ...

আপাতত খুদাপেজ :)

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহ.. এইভাবে কেউ বলে নাই ভাই... :((

সবাই খালি নারী দু:খের সাতকাহন গায়!!!!

আফনে পয়লা.. চউক্ষে আঙুল দিয়া দেখাইলেন.. পুরুষ কত কষ্টে আছে.... :P

ই. মা ভাই ইসব কি বলে???? রক্ত চনমন করি উঠে!!! আবার যেন কিসের গন্ধ পাই ;)
আপাতত খুদাপেজ :) =p~ =p~ =p~

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬

তার আর পর নেই… বলেছেন: আহারে!
কী দুঃখ!
:((
আমার কন্ঠ রোধ হয়ে গেছে।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫

প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন। ধন্যবাদ

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

খোলা মনের কথা বলেছেন: আহহ.... চোখে জল চলে এলো.....আর ধরে রাখতে পারলাম না :(( :(( :((

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

টোকাই রাজা বলেছেন: ভাল লিখেছেন তবে লেখাটা ফেসবুকে কোথায় যেন দেখেছিলাম মনে পড়ছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.