![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব সময় চেষ্টা করি ভালো কিছু করতে। মানুষকে আনন্দ দেওয়াই আমার সাধনা, কষ্ট নয়।
প্রশ্নঃ জরিনা তার বাচ্চার চেয়ে বয়সে ২১ বছরের বড়। ৬ বছর পর জরিনার বয়স তার বাচ্চার বয়সের ৫ গুন হবে। তাহলে জরিনার স্বামী এখন কোথায়?
(বিঃদ্রঃ আপনারা মনে করতে পারেন, এটা শুধুই একটা মশকরা। কিন্তু এই প্রশ্নের আসলেই একটা গাণিতিক সমাধান আছে।)
সমাধানঃ
মনে করি,
জরিনার বর্তমান বয়স ‘ক’ এবং বাচ্চার বর্তমান বয়স ‘খ’।
সুতরাং, ক= খ+২১......(১)
৬ বছর পর জরিনার বয়স তার বাচ্চার বয়সের ৫ গুন।
সুতরাং,
ক+৬= ৫x(খ+৬)
বা, খ+২১+৬= ৫খ+৩০ [ ১নং তে, ক= খ+২১ ]
বা, খ+২৭= ৫খ+৩০
বা, ৪খ= -৩
অতএব, খ= -(৩/৪)।
তাহলে, বাচ্চার বয়স –(৩/৪) বছর বা -৯ মাস। অর্থাৎ ৯ মাস পর বাচ্চা পৃথীবিতে আসবে।
সুতরাং, জরিনার স্বামী এখন তার সাথে তাদের বিছানায়।
উত্তরঃ জরিনার স্বামী তার সাথে তাদের বিছানায়।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৬
তারেক হিমু বলেছেন:
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৯
এম মশিউর বলেছেন: খুবই যুক্তি সঙ্গত!
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৬
তারেক হিমু বলেছেন:
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৩
মোঃ আনারুল ইসলাম বলেছেন: মানে বিছানায় কি করছে ?
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৩
তারেক হিমু বলেছেন: ভাই... শিরোনামে কিন্তু লেখা "একটি গাণিতিক+ মশকরা।" ১৮+ না কিন্তু। তাই বাকিটুকু নিজেই বুঝে নিন।
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৪
রাজীব বলেছেন: বিছানায় কেন?? অন্য কোথাও কি হতে পারে না??
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৬
তারেক হিমু বলেছেন: আমাদের মত গরীব দেশের মানুষদের কথা আসলে, বিছানা ছাড়া আর কিছু তালিকায় আসে না। :-<
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
নীলফোঁটা বলেছেন: