![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সূর্য আমি ঐ দিগন্তে হারাব তবু ধরণীর বুকে চিহ্ন রেখে যাব
গাজীপুরের গুম হওয়া মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর একজন সন্ত্রাসী নেতা।জুট ব্যবসা তার প্রধান ব্যবসা।জুট ব্যবসা কারা করে,বলা নিষ্প্রয়োজন। সেই মহাশক্তিধর সন্ত্রাসী এখন গুম।জাহাঙ্গীর এখন টের পাচ্ছে তার লিডার তার চেয়ে কত বড় সন্ত্রাসী!
জানতাম কাক কাকের মাংশ খায়না।কুত্তা কুত্তার গু খায়না।তো কাক যদি কাকের মাংশ খায়,কুত্তা যদি কুত্তার গু খায়,সন্ত্রাসী যদি সন্ত্রাসীকেও গুম করে তো ম্যাংগো পাবলিকের কী হবে?
আমার এই লেখার কারনে মুক্তযুদ্ধের মহানায়ক(যিনি ঢাকা ভার্সিটিতে শেখ মুজিবকে অবান্জিত ঘোষনা করেছিলেন)তথ্যমন্ত্রী ইনু সাহেব কি আমাকে গ্রেফতার করবেন? বহুদিন নেটে নাই বলে,অনেক জ্বালাময়ী লেখা দেখছিনা বলে অআশংকা বোধ থেকে এই জিজ্ঞাসা।
২| ২৩ শে জুন, ২০১৩ ভোর ৪:৩৫
নানাভাই বলেছেন: "কুত্তা কুত্তার গু খায়না। কাক, কাকের মাংশ খায় না।"
এইগুলা ছিল এনালগ যুগের কাহিনী। অখন হইলো "আওয়ামী ডিজিটাল যুগ"; অখন সব হালাল আওয়ামীগো কাছে।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৩ রাত ২:৩৮
নিষ্কর্মা বলেছেন: জুট ব্যবসা না ঝুট ব্যবসা?
জুট ব্যবসা করলে তো জাহাঙ্গির পাট ব্যবসায়ী হয়। কিন্তু পত্র-পত্রিকায় এসেছে সে ঝুট-কাপড়ের ব্যবসায়ী।