নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হলাম ইচ্ছে ঘুড়ি। মা ডাকেন, যাদুর কাঠি। বাবা ডাকেন, মণি বুড়ি।

ফারহানা শারমিন

আমি হলাম ইচ্ছে ঘুড়ি মা ডাকেন যাদুর কাঠি বাবা ডাকেন মণি বুড়ি

ফারহানা শারমিন › বিস্তারিত পোস্টঃ

হাজারো আমির ভিড়ে অন্য এক আমি

২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২৫


ছবি:ইন্টারনেট


ইদানিং এদিক,সেদিক চারিদিকে শুধু শুনি
সবার কানাঘুষা, আর ফিসফিসানি।
দিনের বেশিরভাগ সময়ই নাকি নীরব থাকি
আমি।
আসলেই কী নীরব থাকি নাকি নীরব থাকার ভান করি আমি!
কিংবা বলতে পার নীরব থাকার চেষ্টা করি
আমি।
নীরব থাকি,
কারণ, আমাকে প্রশ্ন করে বেড়ায় হাজারো
আমি।
কেউ ফিসফিসিয়ে, কেউ শান্ত স্বরে, কেউ
চিৎকার করে,
কখনো প্রশ্ন করে,ঝরে পড়া পাতার মত,
কৈশোরে ঝরে যাওয়া সেই আমি।
কখনো প্রশ্ন করে,একসময়ের সেই
চঞ্চল উচ্ছল আমি,
কখনো প্রশ্ন করে এক দগ্ধ,রক্তাক্ত,
ক্ষত, বিক্ষত আমি।
যাকে দেখলে, এখনও ভয়ে কুঁকড়ে যাই আমি।
অতি স্বযত্নে,সুচারুভাবে ওদের প্রশ্ন এড়িয়ে
চলি আমি।
কারণ,
ওরা সকলেই তোমার রক্তাক্ত, ক্ষত বিক্ষত শরীর দেখতে চায়!
তাই ওরা ক্ষুধার্ত কুকুরের মত আমাকে তাড়িয়ে বেড়ায়।
আমিও রাতদিন পালিয়ে বেড়ায় ওদের
হাত থেকে।
কারণটা তুমি নও।
তোমার প্রতি করুণা নয়।
কারণটা অন্য এক আমি।
যাকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম
সেই নিষ্ঠুর কালো রাতে।
যে জানে না হিংস্রতা কি, ধর্ষণ কি?
প্রতিশোধ কাকে বলে?
কারণ,
আরও একটা দিন কাটাতে
চাই সেই নিষ্পাপ আমিটার সাথে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩২

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন ।

২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।শুভ কামনা রইল

২| ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:


বিবিধ চোখে দেখা, বিবিধ মনে গ্রহন করা, একের মাঝে অনেকর বসবাস

২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

ফারহানা শারমিন বলেছেন: একের মাঝে অনেকের বসবাস।সত্যিই তাই।পড়ার জন্যে ধন্যবাদ।সুন্দর একটা মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ।শুভ কামনা রইল।

৩| ২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর।

২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

ফারহানা শারমিন বলেছেন: ধন্যবাদ।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কেউ ফিসফিসিয়ে, কেউ শান্ত স্বরে, কেউ
চিৎকার করে,
কখনো প্রশ্ন করে,ঝরে পড়া পাতার মত,


সাত - আট মাস তুমি আমাকে অনেক দূরে সরিয়ে রেখেছো,
অনেক সহ্য করেছি,
কিন্তু আর নয়,
এবার তুমি আমাকে তোমার কাছে নিতে বাধ্য হবে।
তুমি বাধ্য হবে সবার সামনে আমাকে জড়িয়ে ধরতে।।
সবাই দেখবে কিন্তু তোমার কিছুই করার থাকবে না।।।

ইতি --------তোমার সেই পুরানো সোয়েটার।।। শীতের শুভেচ্ছা
ভালবাসার ভাবনা গুুলি এভাবে ঘুরে ফিরে আসে ভিন্ন ভিন্ন রুপে .....

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:০৫

ফারহানা শারমিন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.