নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হলাম ইচ্ছে ঘুড়ি। মা ডাকেন, যাদুর কাঠি। বাবা ডাকেন, মণি বুড়ি।

ফারহানা শারমিন

আমি হলাম ইচ্ছে ঘুড়ি মা ডাকেন যাদুর কাঠি বাবা ডাকেন মণি বুড়ি

ফারহানা শারমিন › বিস্তারিত পোস্টঃ

সে আসে প্রতিরাতে

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১১


সে আসে প্রতিরাতে
ঘুমের হাত ধরে
গহিন কোন বনে
জোনাকিরা যেমন
দলবেঁধে আসে
সাঁঝের আঁচল ধরে।
আবার যখন ঘুম
পালায় ভোর বেলার ডাকে
সেও তখন হারিয়ে যায়
দূর অজানাতে।
এমন করেই চলছে
চাকা
জীবন নামের বাঁকে।

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৮

খায়রুল আহসান বলেছেন: আসা যাওয়ার এ কুহকের নামই জীবন।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৯

ফারহানা শারমিন বলেছেন: ভাল বলেছেন।এরই নাম জীবন।শুভ কামনা রইল।

২| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৩

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১০

ফারহানা শারমিন বলেছেন: ধন্যবাদ।ভাল থাকবেন।শুভ কামনা রইল।

৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর হয়েছে +

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৫

ফারহানা শারমিন বলেছেন: মন্তব্যে অনুপ্রানিত হলাম।প্লাস দেখলে খুবই ভাল লাগে।শুভ কামনা রইল।

৪| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৩২

Tanju H বলেছেন: ”সে আসে প্রতিরাতে
ঘুমের হাত ধরে” সত্যিই সে আসে....সুন্দর বলেছেন

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৭

ফারহানা শারমিন বলেছেন: ধন্যবাদ।শুভ কামনা রইল।

৫| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লিখেছেন। মানুষের জীবনটাই একটা স্বপ্ন। এই স্বপ্নে আসা যাওয়া থাকবেই। ভালো লাগলো কবিতা।

শুভকামনা রইল।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৮

ফারহানা শারমিন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্যে আপনাকেও ধন্যবাদ।এবং আপনার প্রতিও শুভ কামনা রইল।

৬| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লেগেছে । সময়ের কাছে জীবন চলমান, তা চলে যাবেই ।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২০

ফারহানা শারমিন বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগল।মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ।শুভ কামনা রইল।

৭| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: দিনের বেলা কেন আসে না?

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৩

ফারহানা শারমিন বলেছেন: দিনের বেলা ঘুম আসে না তাই।পড়ার জন্যে ধন্যবাদ।শুভ কামনা রইল।

৮| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৪

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৫

ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।প্লাসে অনুপ্রানিত হলাম।শুভ কামনা রইল।

৯| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কাব্যখানি বেশ হয়েছে। প্লাস দিলাম।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৭

ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।অনুপ্রেরনা দেয়ার জন্যে।শুভ কামনা রইল।

১০| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩০

আহমেদ জী এস বলেছেন: Farhana Sharmin ,




এ হলো সুখ স্বপ্ন, যারা রাতের বেলাতেই জোনাকির মতো জ্বলে নেভে । সকালের আলোতে আবার পালিয়েও যায় ।

১৯ শে মে, ২০১৭ রাত ১০:৩০

ফারহানা শারমিন বলেছেন: সত্যিই তাই।পড়ার জন্যে এবং সুন্দর মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ।শুভ কামনা রইল।

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দূর অজানাতে।
এমন করেই চলছে চাকা
জীবন নামের বাঁকে।

.........................................................................................
পাখিরা সব মেলছে ডানা, অচেনা সেই সমুদ্দুর!!
দৃষ্টি ফেরাও , দৃষ্টি মেলাও
ভালোবাসা নেইকো দুর.....!!! ........

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দূর অজানাতে।
এমন করেই চলছে চাকা
জীবন নামের বাঁকে।
.........................................................................................
পাখিরা সব মেলছে ডানা, অচেনা সেই সমুদ্দুর!!
দৃষ্টি ফেরাও , দৃষ্টি মেলাও
ভালোবাসা নেইকো দুর.....!!! ........


১৩| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: দিনের বেলা ঘুম আসে না তাই।পড়ার জন্যে ধন্যবাদ।শুভ কামনা রইল।

দিনের বেলা আমারও ঘুম আসে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.