নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হলাম ইচ্ছে ঘুড়ি মা ডাকেন যাদুর কাঠি বাবা ডাকেন মণি বুড়ি
ছোটবেলা থেকেই প্রচন্ড রকম কল্পনাপ্রবণ আমি। একটুতেই কল্পনাই হারিয়ে যাই। গল্প লেখার সময় অন্য লেখকদের মত আমিও কল্পনায় গল্প আঁকি।আমার বহু আকাংখিত বই হাতে পেয়ে প্রথমে খুবই আশাহত হয়েছি। আমার কল্পনার সাথে বই এর ছবির কোন মিল নেই। তারপরও প্রথম বই বলে কথা। প্রিয় সামুতে তাই পোস্ট দিলাম।
আজকে থেকে চট্টগ্রাম বইমেলায় গাজী প্রকাশনীর ২৮, ২৯ নং স্টলে এবং আগামীকাল থেকে ঢাকা বই মেলায় ২৮৭, ২৮৮ নম স্টলে আমার বই দুই জিরাফ ও লোভী বাঘ পাওয়া যাচ্ছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:১২
ফারহানা শারমিন বলেছেন: ছোটদের মজার দুইটা শিক্ষনীয় গল্প। চারটা গল্প ছিল। দেরি হয়ে যাচ্ছে দেখে দুইটা বাদ দিয়ে দেযা হয়েছে। মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ চাঁদগাজী ভাই।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১০
আহমেদ জী এস বলেছেন: Farhana Sharmin,
কল্পনার সাথে বাস্তবের যোজন যোজন ফারাক।
সফল হোক আপনার প্রথম প্রয়াস।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:১৬
ফারহানা শারমিন বলেছেন: দোয়া করবেন। মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ।
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১২
পদাতিক চৌধুরি বলেছেন: নতুন লেখকদের জন্য অফুরান শুভেচ্ছা রইল।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:১৮
ফারহানা শারমিন বলেছেন: উৎসাহের জন্যে এবং মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩১
রাজীব নুর বলেছেন: বাচ্চাদের আমি আমি খুব আগ্রহ নিয়ে পড়ি। এত আগ্রহ নিয়ে পড়ি যে, বাচ্চারাও এত আগ্রহ নিয়ে পড়ে না।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:১৫
ফারহানা শারমিন বলেছেন: ভালই হল। একটা ক্ষুদে( মনের দিক দিয়ে) পাঠক পেলাম।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হতাশ হবেন না।
ফিনিক্স পাখির মতো
জলে উঠুন। আপনার
বইয়ের বহুল প্রচার
কামনা করছি।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:২০
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। নূরু ভাই।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১৪
এমজেডএফ বলেছেন: অভিনন্দন!
প্রথম বই সবদিক দিয়ে শতভাগ মনের মতো হবে না। তবে আজকের এই ভুলত্রুটি ও অভিজ্ঞতা আগামীতে কাজে লাগবে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:২৩
ফারহানা শারমিন বলেছেন: ঠিক বলেছেন।অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে। ভবিষ্যতে কাজে লাগবে। মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ।
৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আগামী দিনের পথ চলা, বহুল প্রচার প্রার্থনা করছি।
.............................................................................
তবে বই এর কিছু বর্ননা থাকলে আরও আকর্ষনীয় হতো ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৩৬
ফারহানা শারমিন বলেছেন: দুইটা গল্প আছে এখানে। এক। দুই জিরাফ ও লোভী বাঘ। এখানে দুইটা চরিত্র অলস লোভী বাঘ, আর তার সাগরেদ এক শিয়ালের মত আমাদের সমাজে অনেক মানুষ আছে। এদের থেকে সাবধান করার জন্যেই গল্পটা লেখা।
দুই। বল্টুর উচিৎ শিক্ষা। আমার স্কুলে একটা বাচ্চা আছে। সাংঘাতিক দুষ্ট। সাথেই চমৎকার একটা ছেলে।ওকে দেখেই গল্পটা মাথায় আসে। মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ শুভ কামনা রইল।
৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ভালই হল। একটা ক্ষুদে( মনের দিক দিয়ে) পাঠক পেলাম।
অবশ্যই বইটা সংগ্রহ করবো।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২২
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। এভাবে উৎসাহ দেয়ার জন্যে।
৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩০
নীল আকাশ বলেছেন: আমি গতকালকে আমার বাচ্চার জন্য ছোটদের বই খুঁজছিলাম বইমেলাতে। কালকে পোস্টটা দেখলে আপনার উপকার হতো।
প্রথম বইয়ের জন্য অভিনন্দন রইলো।
আর প্রকাশক'কে জিজ্ঞেস করুন কেন সে এই কাজ করেছে?
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৪
ফারহানা শারমিন বলেছেন: নারে ভাই। আমি উল্টো ওদের কাছে কৃতজ্ঞ। নতুন লেখক হিসেবে আমাকে উনারা যথেষ্ট সহযোগিতা করেছেন। আমার যাওয়া আসার গাড়ি ভাড়া ছাড়া বইয়ের পেছেনে আমার তেমন কোন টাকা খরচ হয়নি। আমি থাকি চট্টগ্রামে, তারা ছবি আঁকতে পাঠিয়েছেন ঢাকায়। হয়ত শিল্পির সাথে কোনভাবে আমি কথা বলতে পারলে ভাল হত।এই যা।আর প্রথমে ভেবেছিলা্ম চারটা গল্প থাকবে। বই এর নাম হবে গল্পের গাড়ি। পরে সময়ের অভাবে দুইটা গল্প বাদ যাওয়াতে প্রকাশকের কাছে মাত্র দুইটা গল্পের বই এর নাম গল্পের গাড়ি বেমানান লাগে।
কিন্তু এখন দেখছি প্রচ্ছদ আর বই এর নাম বেমানান হয়ে গেছে।
মন্তব্য অতি দীর্ঘ্য করার জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি।
অভিনন্দনের জন্যে অসংখ্য ধন্যবাদ।
১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০৩
নেওয়াজ আলি বলেছেন: ♥
বইয়ের বহুল প্রচার
কামনা করছি।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৬
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন। ভাল থাকবেন। শুভ কামনা রইল।
১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১৮
ফয়সাল রকি বলেছেন: অভিনন্দন। শুক্রবারে যাবো, সংগ্রহ করার চেষ্টা করবো।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৪
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম। ভাল থাকবেন। শুভ কামনা রইল।
১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিনন্দন।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:১৫
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন। শুভ কামনা রইল।
১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৬
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: শুভ কামনা রইল আপনার লেখক জীবনের জন্য।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:১৭
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন। আপনার জন্যেও শুভ কামনা রইল।
১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪৬
চাঁদগাজী বলেছেন:
নিজের বই সম্পর্কে ব্লগারদের জানাতে গিয়ে, আপনি অনেক সাড়া পে্যেছেন, ভালো ব্যাপার।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:২৩
ফারহানা শারমিন বলেছেন: আসলেই । সামু পরিবারের জন্যে অনেক ভালবাসা। প্রচন্ড শারীরিক, মানসিক কষ্টে আছি। কিন্তু যখনই সামুতে ঢুকছি মনটা ভাল হয়ে যাচ্ছে।
১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৩
রায়হানুল এফ রাজ বলেছেন: বই পাঠক নন্দিত হোক। আপনার জন্য শুভকামনা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:২৫
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ । ভাল থাকবেন। আপনার জন্যেও শুভ কামনা রইল।
১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০২
নীল আকাশ বলেছেন: চট্টগ্রাম বই মেলায় থাকে আপনি? আমি এখানে আসিনি। ঢাকায় যেতে হয়েছে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৮
ফারহানা শারমিন বলেছেন: বই মেলায় যাওয়ার এখনও সুযোগ হয়নি। অসুস্থ। কিন্তু যে বই চাই লোক মারফত আনিয়ে নিতে পারি। চেষ্টা করছি মেলা শেষ হওয়ার আগে সুস্থ হতে।
১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০৪
ডার্ক ম্যান বলেছেন: আপনার জন্য শুভ কামনা। গাজী প্রকাশনী তো এই ধরণের ভুল করার কথা না। আপনার নামের বানান ভুল। বইয়ের দাম উল্লেখ করলে ভাল হত
২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৮
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ১)আমি আমার আগের মন্তব্যেও লিখেছি গাজী প্রকাশনীর কাছে আমি অনেক কৃতজ্ঞ।২) ভুল কারও না। আমার ভাগ্যটাই খারাপ। প্রথমে চট্টগ্রামে যাকে দায়িত্ব দেয়া হয়েছিল সে এক সপ্তাহ ওদের ঘুরিয়েছে। কাজে হাত ও দিচ্ছিল না, কিছু জানাচ্ছিল ও না । পড়ে গাজী বাধ্য হয়ে ঢাকায় পাঠায়। ঢাকার আঁকিয়েও যথাসম্ভব দ্রুত ছবি এঁকে পঠিয়েছেন।ততদিনে ফেব্রুয়ারির ১৯ তারিখ । মন খারাপ হচ্ছে এই ভেবে যে, ওনার সাথে যোগাযোগ করতে পারলে নিজের ভাবনাগুলি ওনাকে জানালে ওনি হয়ত আরও ভাল আঁকতে পারতেন।
আর বই এর নাম পাল্টানোর জন্যে আর ফাইনাল প্রুফ দেখার জন্যে ওনারা যখন আমাকে ফোন দেন, তখন আমি সড়ক দূর্ঘটনার ফলে মারাত্মক অসুস্থ। মাথা কাজ করছিল না। জাহেদ ভাই কে বললাম আপনার মাথায় যে নাম আসে দয়া করে দিয়ে দেন। আমার ভাবার মত অবস্থা নেই। আবারও বলছি আমি অনেক কৃতজ্ঞ ওনাদের কাছে। যেভাবে বারবার অভয় দিচ্ছেন। আপনার এক কপিও থাকবে না। সব সেল হয়ে যাবে। এটা নতুন লেখকের জন্যে অনেক বড় পাওয়া।
৩)আমার নামের বানানটা ভুল করেছিল আমার বড় বাই বোন। বেচারারা তাদের বোনের নামটা আনকমন রাখতে চেয়েছিল। যখন বুঝতে শিখেছি তখন আর পাল্টাত ইচ্ছে করেনি। শারমিন বানান দেখলে কেমন জানি অপরিচিত লাগে। মনে হয় ঐটা আমি না। প্রিয় সামুতে এই বানান দেখে খুব অস্বস্থি লাগছে। বইয়ে বানানটা আমিই ভুল দিয়েছি। এমনিতেও আমার জীবনটাই হাজার রকম ভুলে ভরা। নামের বানানটা সেখানে খুবই মানানসই একটা ভুল।
৪) বইয়ের মূল্য ৯৫৳।
আপনার জন্যেও শুভ কামনা রইল।
১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:২৪
ডার্ক ম্যান বলেছেন: আপনি কি এখন সুস্থ আছেন ???
১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১০
ফারহানা শারমিন বলেছেন: দূর্ঘটনার সময় দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। বাচ্চাটাকে হারাতে হয়েছে। অনেক রক্তক্ষরণের জন্যে একটু দূর্বল হয়ে গেছি । বাকি সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন।
২০| ১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৬
আমি তুমি আমরা বলেছেন: সফল হোক আপনার প্রথম প্রয়াস। তবে বই এর কিছু বর্ননা থাকলে আরও আকর্ষনীয় হতো ।আপনি কি এখন সুস্থ আছেন ?
২১| ২১ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:৫৬
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। দেখি সময় পেলে বর্ণনা এডিট করে দেব। এখন শারীরিক ভাবে মোটামোটি সুস্থ। ভাল থাকবেন।শুভ কামনা রইল।
২২| ২১ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:০০
রাফা বলেছেন: প্রথম বই প্রকাশিত হওয়ার জন্য "যাদুর কাঠি'কে" অভিনন্দন।ানিচ্ছাকৃত বিলম্বিত অভিনন্দন হয়ে গেলো যদিও। নিজের অনাগত "সোনার কাঠি'কে হারানোর বেদনায় রইলো সমবেদনা।
আশা করি হতাশা থেকে পরিপুর্ণ সুস্থতা ফিরে আসুক মনে ও প্রাণে।ধন্যবাদ,ফা.শারমিন।ভালো থাকলে ভালো রাখা সহজ হয়।
২৩| ২২ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:২৭
ফারহানা শারমিন বলেছেন: মন্তব্যে আপ্লুত হলাম। শুভেচ্ছা ও ভালবাসা রইল। দোয়া করবেন।
©somewhere in net ltd.
১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৮
চাঁদগাজী বলেছেন:
বাচ্চাদের বই, রূপকথা, নাকি কবিতা সংকলন?