নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হলাম ইচ্ছে ঘুড়ি মা ডাকেন যাদুর কাঠি বাবা ডাকেন মণি বুড়ি
ফয়েসলেকে এক মহিলাকে তার বাড়িওয়ালা ভাড়া না দেয়ায় বের করে দিয়েছে। অনেক জায়গায় ফোন দিয়েছি কাজ হয়নি। আপাতত দারোয়ানকে দিয়ে সামনের ফ্ল্যাটে রাতটা কাটানোর ব্যবস্থা করেছি। সকালে কি করব জানি না। কেউ পারলে একটু সাহায্য করেন।কোথায় খবর দিলে কাজ হবে একটু দয়া করে জানান।
২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০২
ফারহানা শারমিন বলেছেন: ধন্যবাদ। ফোন দিয়েছি। ওরা থানায় ফোন দিতে বলেছে। আমার পক্ষে থানায় ফোন দেয়া সম্ভব না।
২| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৩৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপু ধন্যবাদ আপনাকে বিষয়টি আমাদেরকে জানানোর জন্য। তবে আপনার তথ্যে বেশ কিছু ঘাটতি আছে। অনুগ্রহ করে সেই তথ্যগুলো সবাইকে জানান।
প্রথমত, বাড়িটি ফয়েসলেকের ঠিক এরিয়ায় বা সম্পূর্ন ঠিকানা।
দুই, বাড়ি ওয়ালার নাম, ফোন নাম্বার।
তিন, ভাড়াটিয়ার নাম ও ফোন নাম্বার।
আপনি কি ৯৯৯ এ ফোন দিয়েছিলেন? কি কি করেছেন, তা যদি উল্লেখ করেন, তাহলে সকলের জন্য সুবিধা হয়। অসম্পূর্ন তথ্য এর ভিত্তিতে কোন পদক্ষেপ নেয়াটি বিপদজনক।
২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১২:২৬
ফারহানা শারমিন বলেছেন: মহিলার বাড়ি কোথায় আমি জানি না।রাতের সাড়ে নয়টার দিকে আমাদের বাসার দারোয়ান এসে আমাকে বলে, এক মহিলা, তার ছোট বাচ্চা নিয়ে বাইরে বৃষ্টির মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। বাচ্চাটা অনেক ক্ষুধার্থ দেখে দারোয়ান তার খাবার মেয়েটার সাথে শেয়ার করে। তারপরও ছোট্ট মেয়েটা ক্ষুধার জ্বালায় কাঁদতে থাকে। আমি আমার গৃহপরিচারিকা সহ অনেক কে ফোন দিই। মহিলার থাকার ব্যবস্থা করার জন্যে। পরে আমাদের সামনের বিল্ডিং এর দারোয়ান কে আমার দারোয়ান রাজী করায় ওদের বিল্ডিং এর একটা ফ্ল্যাটে রাতটা রাখার জন্যে। আমি সেহরির সময় বা সকালে কেউ ঝামেলা করবে বলে ভয় পাচ্ছি।
আমার সমস্যাটা হচ্ছে আমার যা করতে হয় পরিবারের সবার কাছ থেকে লুকিয়ে করতে হয়। আমি যতটুকু করছি সব আমার গৃহপরিচারিকা, আমাদের বাসার দারোয়ান সহ আরো কয়েকজন দারোয়ান ও এক মুদির দোকানদারের সহযোগিতায়।
ফয়েসলেকে দিনদিন এমন সমস্যা বেড়েই যাচ্ছে। একেতো ক্ষুধার জ্বালা তার ওপর আবার বাড়িওয়ালার ভাড়া নিয়ে ঝামেলা।।
কেউ একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে ভাল হয়।
দুঃখিত কথা এলোমেলো হয়ে যাচ্ছে। গুছিয়ে লিখতে পারছি না।
৩| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৩৫
ডার্ক ম্যান বলেছেন: খলিল ভাই যে নাম্বার দিয়েছেন এটাতে ফোন দিন। খুলশী থানায় অথবা সিএমপির পেজে নক দিন। কোতোয়ালি থানার ওসি মহসিন এর ফেসবুক পেজে নক দিন
২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১২:২৯
ফারহানা শারমিন বলেছেন: ধন্যবাদ ভাই ফোন দিয়েছি। ফেসবুক পেজটার লিংক টা কি দিতে পারবেন? কারণ এমন বিপদে অনেকেই পড়তে যাচ্ছেন। বিশেষ করে বস্তির মানুষগুলো।
৪| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৩৬
নেওয়াজ আলি বলেছেন: এই বগ্লে কোন পুলিশ অফিসার থাকলে সাড়া দিন ।
০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৪
ফারহানা শারমিন বলেছেন: মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ। পুলিশকে ফোন দিয়েছিলাম। লাভ হয়নি।
৫| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫৬
ডার্ক ম্যান বলেছেন: Click This Link
৬| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫৭
ডার্ক ম্যান বলেছেন: https://www.facebook.com/Mohammadmohsinppm
১৭ ই জুন, ২০২০ সকাল ১০:১৯
ফারহানা শারমিন বলেছেন: অনেক ধন্যবাদ। এভাবে সাড়া দেয়ার জন্যে। উনাকে ফোন দিয়েছিলাম। উনি হ্যালো বলে ফোন কেটে দিয়েছেন।পরে উনার পেইজে একটা পোস্টে দেখলাম উনাকে ভুয়া খবর দিয়ে অনেকে বিরক্ত করেছে। তাই আর সাহস করিনি। বিদ্যানন্দ,এক টাকায় আহার, রেডক্রিসেন্ট সব জায়গায় যোগাযোগ করেছি।লাভ হয়নি। ঐ মহিলা সকালে আমাকে না জানিয়েই দারোয়ানের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। সে আমাকে হয়ত আর বিপদে ফেলতে চায়নি।
আবার ও পাশে থাকার জন্যে ধন্যবাদ জানাচ্ছি। আর উত্তর দিতে দেরি হওয়ায় দুঃখিত।
৭| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১:০০
ডার্ক ম্যান বলেছেন: কোন প্রগ্রেস হয়েছেকনা জানাবেন। https://www.facebook.com/rana.barua.773 উনাকে নক করে জানাতে পারেন। উনি একজন এসআই। তবে রাঙ্গামাটিতে কর্মরত
৮| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ২:৩০
রাজীব নুর বলেছেন: অথবা ওই এলাকার থানায় ফোণ করলেও কাজ হবে। পুলীশ এসে ঝামেলা মিটাবে।
১৭ ই জুন, ২০২০ সকাল ১০:২২
ফারহানা শারমিন বলেছেন: থানার ঝামেলায় যেতে চাইছিলাম না।
মন্তব্যের জন্যে ধন্যবাদ।
৯| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৩৪
অনল চৌধুরী বলেছেন: এবার দেখেছেন তো,মানুষ ভালো আছে না খারাপ ?
এরকমের সংখ্যা দিন দিন আরো বাড়বে।
১৭ ই জুন, ২০২০ সকাল ১০:২৭
ফারহানা শারমিন বলেছেন: ঠিক বলেছেন। পরিচিত অনেক সচ্ছল পরিবার পথে বসে যাচ্ছে। খুব খারাপ লাগছে।
১০| ২৫ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:০৬
রাফা বলেছেন: ফা. শারমিন আপনাকে ধন্যবাদ, জন কল্যাণ মুলক পোষ্টের জন্য ।
একটা বিষয় আমি বুঝতে পারছিনা ভালো কাজ আপনাকে ফ্যামিলি থেকে লুকিয়ে কেনো করতে হবে⁉️
০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৮
ফারহানা শারমিন বলেছেন: মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ। ফ্যামিলি সব সময় ঝামেলায় জড়াতে চায় না।
১১| ২৫ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:৩৬
নতুন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে যে ওদের জন্য কিছু করতে চেয়েছেন। আশা করি বিষয়টা সমাধা হবে।
অনেক সময় ফ্যামেলি ঝামেলায় জড়াতে চায় না। আপনি তবুও চেস্টা করেছেন।
বিষয়টা আপনাদের জেলার ডিসি,পুলিশ বা জেলা নিয়ে কাজ করে এমন কোন পেজের লোকের সাথেও সেয়ার করুন তারাও সাহাজ্য করতে পারবে।
ভালো মানুষের সংখ্যা অনেক বেশি তাই সাহাজ্য চাইলে অনেকেই হাত বাড়িয়ে দেবে।
০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৯
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ । শুভ কামনা রইল।
১২| ২৫ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:৫৫
নিমো বলেছেন: লেখক বলেছেন: মহিলার বাড়ি কোথায় আমি জানি না।
এরকম অসম্পূর্ন তথ্য এর ভিত্তিতে পোস্ট দেয়াটা আপনার ঠিক হয় নি। কেননা ইতোমধ্যেই সাম্প্রতিক চুল বেচে দুধ কেনার ঘটনার অণ্যরূপ বেরিয়েছে। ব্লগটা কিছুদিন আগেই তার ক্রান্তি থেকে মুক্ত হয়েছে, নূতন করে তাকে খাঁড়ার নিচে ফেলার মত অবস্থা তৈরি করাটা ঠিক হবে না। এই মুহূর্তে ব্লগে প্রমান সাপেক্ষ পোস্টে অসম্পূর্ন তথ্য থাকলে তা নিরুৎসাহিত করা উচিত।
আমি কাল্পনিক_ভালোবাসার সাথে সম্পূর্ণ একমত, অসম্পূর্ন তথ্য এর ভিত্তিতে কোন পদক্ষেপ নেয়া বিপদজনক।
০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৬
ফারহানা শারমিন বলেছেন: মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ।ঐ মহিলা যে পরিস্থিতিতে পড়েছিলেন আমিও একসময় ঐ একই পরিস্থিতিতে পড়েছিলাম। তাই এত কিছু মাথায় আসেনি। শুধু বারবার বাচ্চাটার জন্যে চিন্তা হচ্ছিল।
১৩| ২৫ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কোনো অগ্রগতি হলো কিনা জানা গেল না।
থানায় ফোন করতে হলে থানাকে কিছু তথ্য দিতে হবে। আপনার নাম, ঠিকানা, ইত্যাদি, যে বাসায় এটা ঘটেছে সেই বাসার ঠিকানা, সম্ভব হলে তাদের নাম। এ ঠিকানা ধরে পুলিশ এগোবে। পুলিশ ঘটনাস্থলে এসে আপনাকেও খুঁজবে তাদেরকে সহায়তা করার জন্য। এ তথ্যগুলো জানা গেলে ব্লগের অনেকেই কার্যকরীভাবে সাহায্য করতে পারতেন। কিন্তু, এ তথ্যগুলো ব্লগে প্রকাশ করা সমীচীন নয়, তাই কাজটা যথাসাধ্য আপনাকেই করতে হবে। উপরে অনেকগুলো পরামর্শ পাওয়া গেছে। কতখানি অ্যাডভান্স করতে পেরেছেন, বা সুরাহা হয়েছে কিনা, প্লিজ আপডেট দিবেন।
০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৪
ফারহানা শারমিন বলেছেন: মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ। সারা রাত ধরে সব জায়গায় ফোন দিয়েছি। কোন লাভ হয়নি। ঐ মহিলাকে কোন সাহায্য করতে পারিনি। তাই খুব মন খারাপ ছিল। উত্তর দিতে দেরি হওয়ায় দূঃখিত।
১৪| ২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:১০
ক্ষুদ্র খাদেম বলেছেন: কোনও আপডেট কি কেউ পেয়েছেন??
০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৬
ফারহানা শারমিন বলেছেন: কোন সাহায্য করতে পারিনি। তাই আপডেট ও দিতে পারিনি। মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইল।
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১১:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে পুলিশকে বিস্তারিত বলুন।