নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হলাম ইচ্ছে ঘুড়ি মা ডাকেন যাদুর কাঠি বাবা ডাকেন মণি বুড়ি
শিরোনামটা দেয়ার পেছনে একটা চালাকি আছে।চালাকি মানে বেকুব মানুষের চালাকি। শিরোনাম যদি হতো -
আজকে আমার সামহোয়ারইন ব্লগে চতুর্থ বর্ষপূর্তি।
তাহলে বিস্তারিত লিখতে গিয়ে যদি লেখক খায়রুল আহসানের মতো পরিসংখ্যান করতে যেতাম তো,
থাক! আপনারাও এই গরিবের পোস্টের সংখ্যার দিকে তাকাতে যাবেন না।নিজের পোস্টের সংখ্যা দেখে আমি নিজেই লাজে মরি মরি অবস্থা।
এইবার শিরোনামের ব্যাপারে বলি।
ক্লাস সিক্সে সিলেটের মৌলভীবাজারে ছিলাম। আমাদের স্কুলের পাশে কোন বয়েজ স্কুল ছিল না যেন, কিছু বিল্ডিং ছিল। ছেলেরা সেখান থেকে আমাদের ক্লাস সিক্সের বারান্দায় উঁকি মারতো। আমরা ছোট মানুষ, ছোট বলতে সত্যিই ছোট। এখনকার ছোটদের মতো না।
তো বড় ক্লাসের কিছু মেয়ে তাদের বারান্দা,স্কুলের মাঠ, অন্য আরও বারান্দা বাদ দিয়ে আমাদের বারান্দায় টিফিন পিরিয়ডে আসত। এবং টিফিনের পুরোটা সময়ই তারা সেখানেই কাটাতো। কিন্তু যতক্ষণই থাকত, উফ্! অসহ্য! ভাল্লাগছেনা, চল চলে যাই, ছেলেগুলি কি অসভ্য! এইসব যখন করত তখন আমাদের ক্লাসের কয়েকটা মিনকা শয়তান জোরে জোরে বলতো নায়িকা নায়িকা ভাব নায়কের অভাব।
আর আমার কথা বলি, আমি সারাবছরই একটা লেখক লেখক ভাব নিয়ে চলি।ভাবসাব দেখলে মনে হয়, না জানি কত বড় লেখক!(ভাবের চোটে যদি দু’একটা লেখা বের হয়,তো ক্ষতি কি?) আল্লাহর রহমতে সবকিছু ভোলার ব্যারাম থাকাতে মানুষের মনেও ভ্রান্ত ধারণা হয় ।
আজকে সামুতে লগ ইন করার পর যখন দেখলাম,
সামুতে আজ আমার চতুর্থ বর্ষ পূর্তি। তখনই মনে হলো তাহলে তো আমার একটা পোস্ট দেয়া দরকার। এই উসিলায় পোস্টের সংখ্যাও একটা বাড়লো।
তারপর পোস্টের সংখ্যার দিকে তাকিয়ে নিজের প্রতি নিজের একটা বাক্যই মনে মনে উচ্চারিত হলো। সেটা হলো-
লেখক লেখক ভাব, লেখার অভাব।
গেলো শিরোনামের কথা। এখন অন্য কথায় আসি।
আমার নিয়মিত পোস্ট করা হয় না।কারণ আমার অনেক লেখাই সমাপ্তি পর্যন্ত যায় না। কিন্তু সামুতে আমি সেরকম একটিভ না হলেও সামু আমার অনেক আপন।সব ব্লগার আপু, ভাইয়ারা আমি সত্যিই আপনাদের খুব ভালবাসি। আপনাদের মন্তব্য আমাকে লেখার অনুপ্রেরনা যোগায়।ভুলগুলি শোধরানোর সুযোগ করে দেয়। অনেক কিছু শিখি। আপনাদের লেখা পড়ে আনন্দ পাই, কষ্ট পাই, চার দেয়ালের মধ্যে থেকেও বিশ্ব ভ্রমণের আনন্দ পাই।
সামুতে যে প্রথম পোস্ট টা দিয়েছিলাম, হংস মিথুন? আমার মনে আছে আমি খুবই বিপর্যস্থ ছিলাম।ডুবন্ত মানুষ খড় কুটা ধরে হলেও বাঁচতে চায়। আমার তখন কোন স্থায়ী ঠিকানা ছিলোনা। কোন স্বপ্ন ছিলোনা। তখন কোথায় যাব, কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ছোটবেলায় একবার আমার আপুনি শিখিয়ে দিয়েছিলো, বেশি মন খারাপ হলে একটা কাগজে বা খাতায় লিখে তারপর সেটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিবি। আমি লিখতাম ঠিকই।কিন্তু ছিঁড়তাম না।কেমন যেন মায়া লাগতো ।তাই রেখে দিতাম। পরে বান্ধবীরা সবাই নিয়ে নিয়ে পড়তো, আর বলতো সারমিন তুই লেখক হবি নাকিরে?
তাই মন খারাপের দিন গুলোতেও আমার সঙ্গী বলতে ঐ কাগজ কলমই ছিলো। হংস মিথুন লিখে কোথায় লেখা দেবো কোথায় লেখা দেব খোঁজ করতেই কয়েকজন সামহোয়ারইন ব্লগ দেখিয়ে দিলো।
প্রথম পোস্ট টা খুব ভয়ে ভয়ে দিয়েছিলাম(এখনও ভয়ে ভয়ে দিই)।
কিন্তু মন্তব্য পড়ে সব ভয় কেটে গিয়েছিলো।আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম।এখনও যখন সামুতে ঢুকি সব দূঃখ, কষ্ট ভুলে যাই।
আরও অনেক কিছু লেখার ইচ্ছে ছিলো। কিন্তু বেশি লিখতে গেলে আজকে আর পোস্ট দেয়া হবে না। তাই ইতি টানলাম।
সামু পরিবারের জন্যে অনেক ভালবাসা।
২৬ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫১
ফারহানা শারমিন বলেছেন: মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন যাতে নিজেই শেষ করতে পারি।
২| ২০ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৫
মোবারক বলেছেন: পড়ে ভালো লাগলো
২৬ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫২
ফারহানা শারমিন বলেছেন: পড়ে ভালো লাগলো জেনে আমারও ভালো লাগলো। মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ।
৩| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ২:২৬
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: সামু আমাদের মামু বাড়ি। নিজের লেখার খাতা মনে করে লিখুন এর দেয়ালে। শুভেচ্ছা অবিরাম।
৩১ শে আগস্ট, ২০২০ রাত ৯:৫৩
ফারহানা শারমিন বলেছেন: সামু আমাদের মামু বাড়ি। মগজে সেইভ করে রাখলাম। মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইল।
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:৩৮
সামু পাগলা০০৭ বলেছেন: লেটে হলেও আপনাকে শুভেচ্ছা আপু!
আপনার মামু বাড়ির সাথে সবসময় সুসম্পর্ক বজায় থাকুক।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৮
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই! দোয়া করবেন। আমারও উত্তর দিতে দেরি হয়ে গেলো দূঃখিত!
৫| ০৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:১৭
খায়রুল আহসান বলেছেন: ব্লগে আপনার চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা! আশাকরি এখন থেকে আরো নিয়মিতভাবে এখানে লিখবেন।
আপনার প্রতীক্ষার অবসান হলে পরে পোস্টে কিছু সাজেশনসহ একটি মন্তব্য রেখে এসেছিলাম। আশাকরি, সময় করে একবার দেখে নেবেন।
২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৪৮
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।নিয়মিত লিখতে চাই কিন্তু সময় বের করা কষ্ট হয়ে যায়। দোয়া করবেন।
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩৬
অর্ক বলেছেন: পড়তে পড়তে আমার যে সামু ভাইকে মনে পড়ে গেলো! পড়েন বেশি করে। লেখা আপনাআপনি আসবে।
শুভেচ্ছা রইলো।
২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫০
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন । অনেক লেখা অসমম্পূর্ণ ভাবে পড়ে আছে। কবে শেষ করতে পারব কে জানে!
৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৪
শেরজা তপন বলেছেন: কি দুর্ভাগ্য আমার- আমি ব্লগে আপনাকে আজকেই প্রথম দেখলাম!!!
আরো লিখুন। আমিও লিখি- যা মনে চায় তাই লিখি।
০২ রা অক্টোবর, ২০২১ রাত ৮:২০
ফারহানা শারমিন বলেছেন: এখন যে দেখলেন তা তো আমার সৌভাগ্য ! পড়ার জন্যে, মন্তব্য করার জন্যে, এবং অভয় দেয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩১
মনিরা সুলতানা বলেছেন: বর্ষপূর্তীর শুভেচ্ছায় ফিরতি ভালোবাসা শারমিন!
আমাদের সাথেই থাকুন, অনেক লিখুন। এখানে সবাই লেখার অভাবে লেখক ভাবের ! তাই সেসব নিয়ে ভাববেন না।
শুভ কামনা।
০২ রা অক্টোবর, ২০২১ রাত ৮:৩০
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু। দেখেন সবাই মিলে এত উৎসাহ দিচ্ছেন। পরে লিখতে থাকলে আপনাদেরও পড়তে হবে কিন্তু।অনেক অনেক ভালোবাসা ।
৯| ০২ রা অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৮
নীল আকাশ বলেছেন: আপনাকে শুভেচ্ছা চার বছর পূর্তি উপলক্ষে।
আর কিছু না হোক নিজের নামের বানান ঠিক করে দিন < 'সারমিন'
আপনার লেখা আমি আগে পড়িনি। পড়ে দেখতে হবে।
ভালো থাকুন এবং সামুর সাথেই থাকুন।
০২ রা অক্টোবর, ২০২১ রাত ৮:৪৪
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। সারমিন বানানটীর কথা অনেকবার বলেছি। নামটা অনেক কমন দেখে বড় ভাই বোন একটু আনকমন করার জন্যে শএর জায়গায় স করে দিয়েছিলো। ওরাও এত কিছু বুঝতো না তখন। সার্টিফিকেট থেকে সব জায়গায় এই ভুল বানান। আমিও এই ভুল বানানে অভ্যস্ত। শ তে শারমিন দেখলে মনে হয় ও অন্য শারমিন। আমি না। সামুতে সারমিন দিয়েই খুলেছিলাম । একদিন দেখি শারমিন হয়ে গেছে!
১০| ০২ রা অক্টোবর, ২০২১ সকাল ১১:৫৬
আহমেদ জী এস বলেছেন: ফারহানা শারমিন ,
চটকদার শিরোনামের কারনে এখানে ঢুকতেই সামুতে আপনার চার বছর পুরো হওয়া আর লেখা নিয়ে যতো ভয়ের কথা জানলুম।
এখানে আমরা সবাই আপনার মতোই ছিলুম শুরুতেই। ভয় কাজ করতো। আস্তে আস্তে তা কেটে গেছে সামুর সকলের সহমর্মিতার কারনে। এটা এখন আমাদের নিজেদের বাড়ী। এর উঠোনময় জুড়ে লেখার আল্পনা এঁকে যান নিজের মতো করে।
লিখে রাখার কাগজ দিয়ে নৌকা বানিয়ে ভাসিয়ে দিন সামুর বহমান জলে। ভেসে যাক তা দিকদিগন্তে।
চার বছর পূর্তির শুভেচ্ছা।
১১| ০৩ রা অক্টোবর, ২০২১ বিকাল ৪:০৫
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আপনার একটা পোস্ট পড়ে ভালোলাগার রেশ এখনো কাটছে না। শুভ কামনা রইলো।
©somewhere in net ltd.
১| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রথমে আপনাকে শুভেচ্ছা চার বছর পূর্তি উপলক্ষে। আপনি নির্দ্বিধায় লিখে যান। অনেক ক্ষেত্রে লজ্জা, দ্বিধা ভয় এই তিন থাকিতে নয়।
আপনার লেখার সমাপ্তি পর্যন্ত যাওয়ার কোনও প্রয়োজন নেই। কারণ এই ব্লগের দক্ষ ব্লগাররা অন্যের অসমাপ্ত লেখা টেনে ২০ পর্ব বানানোর কাজ করছেন সাফল্যের সাথে। তাই আপনি আপনার অসম্পূর্ণ লেখাই পোস্ট করতে পারেন। বাকি দায়িত্ব অন্য ব্লগারদের। ।