নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হলাম ইচ্ছে ঘুড়ি। মা ডাকেন, যাদুর কাঠি। বাবা ডাকেন, মণি বুড়ি।

ফারহানা শারমিন

আমি হলাম ইচ্ছে ঘুড়ি মা ডাকেন যাদুর কাঠি বাবা ডাকেন মণি বুড়ি

ফারহানা শারমিন › বিস্তারিত পোস্টঃ

পদ্মা পাড়ের বেটি

০৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৬




পদ্মা পাড়ের বেটি লো
তোর বসত ভিটা কই?
নদী গর্ভে মিশ্শা গ্যাছে
যা ছিলো তোর সই?
কাঁদিস নে লো সই গো;
তোর মাথার উপর দ্যাখ।

আসমানের ঐ মেঘগুলান
আইজও তোরই আছে।
সইন্ধ্যা হইলে চাঁদ মামা
তোর লগে হাঁটে,
আন্ধার রাইতে জোনাক পোকা
তোর লাগিই জ্বলে।

নদী যেমন খেলছে খেলা
তুইও এইবার খাল,
কাছা মাইরা ঘুইরা দাঁড়া
এমন খেলা খেল!

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:১২

আমি সাজিদ বলেছেন: ছবির নায়িকার চোখ বেশ৷

২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪০

ফারহানা শারমিন বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ। ছবি ইন্টারনেট থেকে নেয়া।

২| ০৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৪৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪২

ফারহানা শারমিন বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।

৩| ২৫ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৩৯

খায়রুল আহসান বলেছেন: এক কালের প্রমত্তা পদ্মা আজ শ্রীহীন, শীর্ণকায়া।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩৭

ফারহানা শারমিন বলেছেন: খুব আফসোস হয়!

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


মোটামুটি ভালো হয়েছে

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩৮

ফারহানা শারমিন বলেছেন: ভালো খারাপ বুঝি না। মাথায় ঘুরছিলো, মাথা থেকে নামিয়ে দিলাম।

৫| ০২ রা অক্টোবর, ২০২১ রাত ১০:২০

মনিরা সুলতানা বলেছেন: সর্বনাশা পদ্মা আর রইলো কই !
তবুও প্রতিবছর ই কিছু ভাঙে নদীর আপন খেলায়।

২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৮

ফারহানা শারমিন বলেছেন: দেখলে খুব মন খারাপ হয়।

৬| ০৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে আপু। আরো লেখা চাই

২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৯

ফারহানা শারমিন বলেছেন: ইনশাআল্লাহ আপু। দোয়া করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.