নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হলাম ইচ্ছে ঘুড়ি মা ডাকেন যাদুর কাঠি বাবা ডাকেন মণি বুড়ি
ঘড়ির কাঁটা টিক টক,টিক টক বেজে যাচ্ছে।
রাত গভীর থেকে গভীরতর হচ্ছে।
তবু দু চোখের পাতায় ঘুমের রেশ মাত্র নেই।
অথচ এই ক্লান্ত দুটি চোখ,
এই পরিশ্রান্ত শরীর, একটু বিশ্রাম চায়।
আলতো হাতের নরম ছোঁয়া চায়।
এই ভগ্ন হৃদয়
ক'টা প্রেমের কবিতা শুনতে চায়।
যে কবিতায় কোন এক প্রেমিক তার প্রেমিকাকে ১০৮ টা নীল পদ্ম এনে দেয়।
অথবা কোন প্রেমিকা তার প্রেমিকের ঠোঁটে আলতো চুম্বন এঁকে দেয়।
অথচ কি অদ্ভুত!
কোন আলতো হাতের ছোঁয়া নয়,
কোন প্রেমের কবিতা নয়।
এই ক্লান্ত চোখদুটিকে,
এই পরিশ্রান্ত শরীরটাকে,
এই ভগ্ন হৃদয়কে বিশ্রাম দেয় না
কিছু স্বপ্ন।
নানা রঙের স্বপ্ন।
লাল, নীল বেগুনি রঙের স্বপ্ন।
ওরা গাঙচিলের মত পাখা মেলে ওড়ে।
ওরা সারারাত মিছিল করে।
কখনো গুনগুন করে, কখনো চিৎকার করে।
তাই প্রতিরাত আমার এভাবেই নির্ঘুম কাটে।
অথচ ঘড়ির কাঁটা টিক টক টিক টক বেজে যায়।
রাত গভীর থেকে গভীরতর হয়।
তবু দুচোখের পাতায় ঘুমের রেশ মাত্র নেই।
১৩ ই মার্চ, ২০২২ রাত ৯:৩৯
ফারহানা শারমিন বলেছেন: মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ। ঠিক করে দিয়েছি।
২| ১৩ ই মার্চ, ২০২২ রাত ১:২১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৩ ই মার্চ, ২০২২ রাত ৯:৪০
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন?
©somewhere in net ltd.
১| ১২ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নিজের সাথে কথা বলতে থাকলে ঘুমের সর্বনাশ হয়, এবং আস্তে আস্তে মারাত্মক রোগ হয়।
প্রেমিকাকে কে ১০৮, এখানে হয়তো কে একটা বেশি হয়েছে।
শুভকামনা।