নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হলাম ইচ্ছে ঘুড়ি। মা ডাকেন, যাদুর কাঠি। বাবা ডাকেন, মণি বুড়ি।

ফারহানা শারমিন

আমি হলাম ইচ্ছে ঘুড়ি মা ডাকেন যাদুর কাঠি বাবা ডাকেন মণি বুড়ি

ফারহানা শারমিন › বিস্তারিত পোস্টঃ

সেই তুমি, এই তুমি!

২৯ শে মার্চ, ২০২২ সকাল ৮:৪৩



#Farhana sharmin

খুব কি ব্যস্ত?
একটু সময় হবে?
কিছু প্রশ্ন ছিলো,
একটু সময় করে
উত্তর দিবে?
তোমার কাছে সুখের সংজ্ঞা
কি বলবে?
আহা! ভ্রু কুচকালে কেন?
উফ! কি মুশকিল!
কোথায় চললে?
আচ্ছা, ভালো আছো নাকি
অন্তত এটুকু বলবে?
ভাবছো কি আবোল তাবোল বকছি
ভাবছো কোথায় দাঁড়িয়ে আছি
ঠিক খেয়াল করিনি।
আমি ঠিকই খেয়াল করেছি।
তোমার আলিশান বাড়ি
নিচে গ্যারেজে তিন তিনটা
বিলাস বহুল গাড়ি।
তোমার ব্র্যান্ডের পোশাক, ব্র্যান্ডের চশমা,ঘড়ি।
এতো এতো জমকালোর ভিড়ে
সেই ছা-পোষা তুমি।
ভাবছো এ আবার কোন তুৃমি?
যে তুমি মায়ের দুলাল,
বাবার মানিক, হিরে।
যে তুমি গুল্লাছোট, হারে রে রে রে রে।
যে তুমি ক্লাস পালানো হতচ্ছাড়া ছেলে।
যে তুমি কাল বোশেখিতে
আম কুড়ানোর ধুম।
মনে পড়ে প্রথম টিউশনি?
শনি, রবি সোম?
সেই তুৃমিটা হারিয়ে গেলে
কোন পথের বাঁকে?
হারিয়ে গেলে মায়ের দুলাল,
বাবার মানিক, হীরে?
যে তুমিটা এখন শুধুই
টাকার পিছে ছুটে!
যে তুমিটা একলা ভীষণ!
এত কিছুর ভিড়ে।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২২ সকাল ৯:৩৫

আলমগীর সরকার লিটন বলেছেন: শুভ সময় আপনার লেখা পড়ে চোখের জল ধরে রাখতে পারলাম না কারণ
অনেক স্মৃতিময় কথা মনে পরে গেলো ত-- ভাল থাকবেন

৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৪

ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। অনেক স্মৃতিময় কথা মনে পরে গেলো- জেনে ভালো লাগলো। শুভ কামনা রইলো।

২| ২৯ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪৩

কবীর হুমায়ূন বলেছেন: সুন্দর লিখেছেন। ভালো লাগলো। শুভ কামনা।

বিলাশ < বিলাস
হিরে < হীরে
ভিষণ < ভীষণ

৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৭

ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। ঠিক করে দিয়েছি। চোখের অবস্থা খুব খারাপ। আন্দাজের উপর কাজ চালাচ্ছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

৩| ২৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:১৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পড়ে ভালো লেগেছে।

৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৭

ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।

৪| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: ভালো হয়েছে।

৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৮

ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইলো।

৫| ২৯ শে মার্চ, ২০২২ রাত ১১:০০

আহসানের ব্লগ বলেছেন: +++

৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৯

ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই খুশি কই রাখি!

৬| ৩০ শে মার্চ, ২০২২ ভোর ৪:৩৯

নেওয়াজ আলি বলেছেন: অত্যন্ত চমৎকার । খুব ভালো লাগলো।

৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৯

ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৭| ৩০ শে মার্চ, ২০২২ সকাল ১১:০৯

তানজীল ইসলাম বলেছেন: সুন্দর লেখা, শুভ সকাল

৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১১

ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। সকাল সকাল আমার পোস্টটা পড়লেন।৷ খুব ভালো লাগলো। অনেকঅনেক শুভকামনা

৮| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১১:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মাঝে মাঝে এমন কিছু
কষ্টের কথা শুনতে কেনো
যে ভাল লাগে বুঝিনা।
আমি কি তবে পাষাণ
মানুষ?

২০ শে এপ্রিল, ২০২২ রাত ৮:১৯

ফারহানা শারমিন বলেছেন: আপনি আমাদের মতোই রক্ত মাংসের মানুষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.