নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হলাম ইচ্ছে ঘুড়ি। মা ডাকেন, যাদুর কাঠি। বাবা ডাকেন, মণি বুড়ি।

ফারহানা শারমিন

আমি হলাম ইচ্ছে ঘুড়ি মা ডাকেন যাদুর কাঠি বাবা ডাকেন মণি বুড়ি

ফারহানা শারমিন › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট কথোপকথন

১০ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৩৯

ছোট্ট কথোপকথন

#কেমন আছেন?
-এই তো। আপনি কেমন?
#আলহামদুলিল্লাহ! আপনার বাসায় যাবো যাবো করে যাওয়া হচ্ছে না।
তো কি করেন?
-এই তো ফেইসবুক ঘাঁটি
#কি আর ঘাঁটবেন! প্রতিটা পোস্টেই দেখবেন তর্ক, বিতর্ক। কেউ কারো কথা শুনতে চায় না। সবাই নিজেরটা বলে যায়। সবার পছন্দ এক হবে এমন কোন কথা
আছে বলেন?
-সেটাই।
#সিন্ডিকেট দেখেছেন?
-দেখিনি, দেখার ইচ্ছে আছে। আপনি?
#আমারও এখনও দেখা হয়নি। দেখবো ইনশাআল্লাহ।ছোট ছোট ক্লিপগুলি দেখতে ভালোই লাগে। বিশেষ করে নাসিরউদ্দিন খানের ডায়ালগ।
-হ্যাঁ। আমার ঘরে তো সারদিন ঐ ডায়ালগই চলে। একটু চা দিতে দেরি হলে,
হতাশ, আমি খুবই হতাশ।
আর নিশো মানেই তো দারুণ কিছু। নিশো ভাই এর প্রত্যেকটা কাজই অন্যরকম।
#হুম। আর নিশো মেহজাবিন। জুটি তো কথাই নাই। ঐ যে একটা নাটকে মেহজাবিন, নিশোর বউ ছিলো, কিন্তু খুউব লোভী। পরে যে পাগল হয়ে গেলো। কইবার যে দেখছি নাটকটা!
-নাম কি?
#ভুলে গেছি। সার্চ দিয়ে দেখবো নে।
পুণর্জন্ম দেখছেন?
-হুম
#কেমন লাগলো?
-ভালোই তো।
#ও বাজি আঁই আর তোঁয়ার লগে একলা কোন মিক্কে যাইতান ন। তোঁয়ার বাড়িতও যাইতান ন। তুঁই আর আঁর লাই গুস্ত গাস্ত রান্দি নো ফাটাইয়ো। ও বাজি ফোন রাখো!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০২২ রাত ১১:০১

শেরজা তপন বলেছেন: #ও বাজি আঁই আর তোঁয়ার লগে একলা কোন মিক্কে যাইতান ন। তোঁয়ার বাড়িতও যাইতান ন। তুঁই আর আঁর লাই গুস্ত গাস্ত রান্দি নো ফাটাইয়ো। ও বাজি ফোন রাখো!
হাঃ হাঃ কথোপকথনের শেষের অংশটা চমৎকার।
পুণর্জন্ম কি সাইকো থ্রিলার?

১১ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:২৬

ফারহানা শারমিন বলেছেন: কেমন আছেন আপনি? ক্যালাবলিজম নিয়ে। শুধু এক পর্ব দেখেছি। আর দেখতে রুচিতে দেয় না।

২| ১১ ই অক্টোবর, ২০২২ ভোর ৫:১৫

কবিতা ক্থ্য বলেছেন: চলুক কথোপকথন...

১১ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:২৮

ফারহানা শারমিন বলেছেন: ও বাবা! এই বিষয়ে আর কথোপকথন চলে না। কথা বন্ধ।অন্য বিষয়ে বলা যায়। ভালো বলেছেন তো।

৩| ১১ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:৪৪

কবিতা ক্থ্য বলেছেন: এইটা ট্রাই করে দেখতে পারেন-


রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা,
ভাবি নি সম্ভব হবে কোনোদিন।
আগে ওকে বারবার দেখেছি
লালরঙের শাড়িতে-
দালিম-ফুলের মতো রাঙা;
আজ পরেছে কালো রেশমের কাপড়,
আঁচল তুলেছে মাথায়
দোলন-চাঁপার মতো চিকন-গৌর মুখখানি ঘিরে।
মনে হল, কালো রঙে একটা গভীর দূরত্ব
ঘনিয়ে নিয়েছে নিজের চার দিকে,
যে দূরত্ব সর্ষেক্ষেতের শেষ সীমানায়
শালবনের নীলাঞ্জনে।



কপি পেষ্ট মারার জন্য দু:খিত।
নিজে বানানোর মতো মুারোদ নেই আমার।

১১ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:২৫

ফারহানা শারমিন বলেছেন: এমন করে লেখার মুরাদ শুধু একজনেরই আছে। আর দ্বিতীয়টি জন্মাবেনা।

৪| ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৯

খায়রুল আহসান বলেছেন: ছোট্ট কথোপকথন ভালো লাগল।

২২ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৮:৪১

ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.