নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হলাম ইচ্ছে ঘুড়ি। মা ডাকেন, যাদুর কাঠি। বাবা ডাকেন, মণি বুড়ি।

ফারহানা শারমিন

আমি হলাম ইচ্ছে ঘুড়ি মা ডাকেন যাদুর কাঠি বাবা ডাকেন মণি বুড়ি

ফারহানা শারমিন › বিস্তারিত পোস্টঃ

যদি স্বপ্ন থাকে ঐ আকাশটা ছোঁয়ার

১৬ ই মার্চ, ২০২৩ সকাল ১০:২৩

অনেক দিন ধরেই পূর্বকোণে লেখা পাঠানোর জন্যে কোন একটা বিষয় খুঁজছিলাম। মাথায় আসছিলো না। সেদিন আমার স্কুলের শিক্ষক নিয়োগের জন্যে সরাসরি সাক্ষাৎকার নিতে গিয়ে
কিছু কথা মাথায় আসে। ভাবলাম এইবার কিছু একটা লিখি।
আমি অনেককেই বলতে শুনি, সে জীবনে কিছু একটা করতে চায়। শুধু সুযোগের অভাবে করতে পারে না। কিন্তু, আসল কথা হচ্ছে সুযোগ ঠিকই আসে। কোন অগ্রীম খবর ছাড়া হঠাৎ করেই আসে।কিন্তু, আপনার প্রস্তুতি ছিলো না বলে আপনি সুযোগটা কাজে লাগাতে পারেন নি। সুযোগটা হাতছাড়া হলে আপনার মন আপনার কাছে হাজারটা বাহানা দাঁড় করায়। যেমন অন্তত এক মাস আগে জানলে, কিছু একটা ঠিকই করে
ফেলতাম। সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে তাই প্রস্তুতি নেয়ার সময় পাইনি। বলা সহজ, কিন্তু করা কঠিন।আামার অবস্থায় থাকলে আপনি ঠিকই বুঝতেন।ইত্যাদি, ইত্যাদি। বাহানা যাই হোক, ফলাফল একটাই ব্যর্থতা।
আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। আপনার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেলো।আলোর মুখ দেখলো না।
অথচ, আপনি যদি একটু একটু করে প্রতিদিন আপনার স্বপ্নের পেছনে সময় দিতেন, একটু একটু করে প্রস্তুতি নিতেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস, আপনার সুযোগটা হাতছাড়া হতো না।
তাই আপনার স্বপ্ন যাই হোক, আগে আপনার লক্ষ্য স্থির করুন। এখনতো গুগুলে সার্চ দিলে ঘরে বসেই সবকিছু জানা সম্ভব। আপনার লক্ষ্যে পৌঁছাতে কি কি প্রয়োজন। কি কি অনুশীলন প্রয়োজন তা খুঁজে বের করুন। প্রতিদিন নিয়ম করে অল্প কিছুটা সময় হলেও আপনার অনুশীলনের জন্যে বরাদ্দ রাখুন।
কাজকে সম্মান করুন। কোন কাজই ছোট না।যখন যে কাজটা করবেন সে কাজটা সম্পূর্ণ আন্তরিকতা দিয়ে যতটা সম্ভব নিখুঁতভাবে করার চেষ্টা করুন।
আর নিয়মিত পড়ার অভ্যাস গড়ে
তুলুন। মনে রাখবেন, শিক্ষার কোন বিকল্প নেই।
আর মনে বিশ্বাস রাখুন, আপনি সফল হবেন। আপনার স্বপ্ন পূরণ হবে আপনার জন্যে শুভকামনা রইলো(কয়েক বছর আগের লেখা। তখন পূর্বকোণে টুকটাক উপসম্পাদকীয় লিখি। ওরা আরেকটু বড় করতে বলেছিলো। আমার বড় করা হয়নি আর ছাপানোর জন্যেও পাঠানো হয়নি)

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০২৩ সকাল ১০:২৯

রানার ব্লগ বলেছেন: আমার সেইম অবস্থা । মাথায় হাজার বাতি জ্বলে কিন্তু সময় পাচ্ছি না নামক বাক্যে আটকে আছি । আর এই ভেবে তৃপ্ত হচ্ছি সময় পেলে উল্টিয়ে দিতাম ।

০১ লা এপ্রিল, ২০২৩ ভোর ৫:০৯

ফারহানা শারমিন বলেছেন: ইনশাআল্লাহ এক সময় উল্টিয়ে দিবেন। শুভকামনা রইলো।

২| ১৬ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৪৬

জুল ভার্ন বলেছেন: গুড পোস্ট।

০১ লা এপ্রিল, ২০২৩ ভোর ৫:১০

ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে কি কোন বিষয়ে আবদার করতে পারি?

৩| ১৬ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৫০

সোনাগাজী বলেছেন:




আপনার স্বপ্ন নিশ্চয়ই পুরণ হয়েছে; আপনার স্বপ্নটা কি ছিলো?



০১ লা এপ্রিল, ২০২৩ ভোর ৫:১৩

ফারহানা শারমিন বলেছেন: স্বপ্নতো অনেক। আলহামদুলিল্লাহ একটা একটা করে স্বপ্ন পূরণের চেষ্টা করছি।দোয়া করবেন।

৪| ১৬ ই মার্চ, ২০২৩ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: ঠিক আছে।

০১ লা এপ্রিল, ২০২৩ ভোর ৫:১৪

ফারহানা শারমিন বলেছেন: ধন্যবাদ ভাই।

৫| ১৬ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:২৭

শাওন আহমাদ বলেছেন: বেশ বলেছেন।

০১ লা এপ্রিল, ২০২৩ ভোর ৫:১৫

ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৬| ২৫ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:২২

জটিল ভাই বলেছেন:
আসসালামুআলাইকুম। কেমন আছেন?
শেষের কথাগুলো পোস্টটার মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছে। ক্যারি অন।

০১ লা এপ্রিল, ২০২৩ ভোর ৫:১৬

ফারহানা শারমিন বলেছেন: ওয়ালাইকুম আসসালাম। আপনি কখন ফিরলেন? অনেক অনেক খুশি হয়েছি দেখে। শুভকামনা নিরন্তর।

৭| ০১ লা এপ্রিল, ২০২৩ ভোর ৫:৩৮

জটিল ভাই বলেছেন:
রিপ্লাইয়ের জন্য আন্তরিক জটিলবাদ। আপনাকে দেখেই লগ ইন করলাম। তা দিন-কাল কেমন কাটছে?

০২ রা এপ্রিল, ২০২৩ ভোর ৫:০৮

ফারহানা শারমিন বলেছেন: সব কিছুর জন্যে আলহামদুলিল্লাহ।

৮| ০১ লা নভেম্বর, ২০২৩ রাত ১১:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই বেশ ভালো আছি। আপাতত কোন লক্ষ্য টক্ষ্য নাই :D

৯| ০২ রা নভেম্বর, ২০২৩ রাত ১:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: বইপত্র বাসায়ও পড়া যায়, তাও লোকে স্কুলে যায়। আসলে স্বপ্ন যতই থাকুক, সেটা পূরণের তাগিদ না থাকলে আর যথাযথ নির্দেশনা না পেলে স্বপ্নপূরণ সবাই করতে পারে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.