নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হলাম ইচ্ছে ঘুড়ি। মা ডাকেন, যাদুর কাঠি। বাবা ডাকেন, মণি বুড়ি।

ফারহানা শারমিন

আমি হলাম ইচ্ছে ঘুড়ি মা ডাকেন যাদুর কাঠি বাবা ডাকেন মণি বুড়ি

ফারহানা শারমিন › বিস্তারিত পোস্টঃ

মিছে সবই মিছে

২০ শে জুন, ২০২৩ রাত ১:১১

মাটির এ শরীর
মাটিতেই যাবে মিলে।
তবু্ও কেন জানি
এ অভাগা, অট্টালিকা গড়ে।
টাকার পাহাড়
তারে হাতছানি দেয়।
পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ বার সিজদা
রাম, নাম সীতা
ভুলে সে টাকার জপ ধরে।
তার নামাযের সময় হয় না কভু,
কিন্তু, কোথাও কারো ভুল যদি একবার পেয়েছে শুধু
অমনি, মশাই হতচ্ছাড়া ঘড়ির কাঁটাটাও যেন জোড়ে জোড়ে ছুটে।
মদ, মোবাইলে হাবিজাবি, আজেবাজে ছবি।
এভাবেই চলতে থাকে তার জীবনের গাড়ি।
হঠাৎ কোন একদিন সে গাড়ি
কোন এক অজানায় এসে থামে।
কেউ একজন শুধায়,
তোমার নামতে হবে এই
ইস্টিশনে।
তখন সে মাটির দেহ
খাবি খায়।
সে অট্টালিকা, সাথে নিতে চায়
কাড়ি কাড়ি টাকা, সোনা, দানা।
কেউ একজন আবার শুধায়
একলা, শুধু একলা যেতে হবে
সেখানে।।
মাটির এই দেহ যাবে
শুধু সেই মাটির ঘরেতে।
মাটির শরীর কী ভীষণ রকম
ছটফটায়!
সে কেমন করে যাবে সেথায়।
কেমন করে থাকবে?
এই মাটির ঘর,
এই মাটির শরীর
খুব যে অচেনা লাগে!
কেমন করে ফুরালো এ পথ,
কেমন করে ফিরলো সে
বাড়ি?
সে কি জানতো
তাকে চলে যেতে হবে এতো
তাড়াতাড়ি?
যদি জানতো তবে সে
ঠিক জিরিয়ে নিতো
শৈশবের সেই বটতলার ছায়ায়,
ছাড়তো না মায়ের আঁচল,
বাবার কাঁধে ঘোরা।
সে চেঁচায়।
জোরে চেঁচায়
শৈশবের বন্ধুরা সব
কোথায় গেলি তোরা?
বিলে বিলে
আমন চারা
আহা! কি যে মায়া!
এই যে মাটি
কত খাঁটি!
এই মাটিরই
এই দেহটা
পেয়েছে শুধু অবহেলা।
আজকে তারে জড়িয়ে ধরে
ফিরতে হবে পরপারে।
আহা!সবই মায়া, মিথ্যে, ছলনা
যাই সে ফেলে এসেছে পিছে।
মিছে, সবই মিছে!

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২৩ রাত ১:২১

ফারহানা শারমিন বলেছেন: টাইপ করতে খুব কষ্ট হয়েছে। চোখের অবস্থা খুব খারাপ। তাই অন্যদের পোস্ট পড়তে পারছি না। নিজেরটাও ভালো করে টাইপ করতে পারছি না।

২| ২০ শে জুন, ২০২৩ রাত ১:৫৪

আরোগ্য বলেছেন: এটাই একমাত্র সত্যি বাকি সব মোহমায়া।

২৫ শে জুলাই, ২০২৩ সকাল ৮:৪৪

ফারহানা শারমিন বলেছেন: কঠিন বাস্তবতা!

৩| ২০ শে জুন, ২০২৩ সকাল ৭:০৬

কামাল১৮ বলেছেন: মাটির শরীর এই কথার কোন প্রমান আছে।

৪| ২০ শে জুন, ২০২৩ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৫ শে জুলাই, ২০২৩ সকাল ৮:৪৪

ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৫| ১০ ই আগস্ট, ২০২৩ রাত ২:২৫

খায়রুল আহসান বলেছেন: আমরা সবাই চিরসত্য অমোঘ পরিণতির কথা ভুলে এই মায়াকে জড়িয়েই বেঁচে থাকতে চাই!

০২ রা অক্টোবর, ২০২৩ সকাল ১১:১১

ফারহানা শারমিন বলেছেন: আহা! একসময় ঠিকই বেলা ফুরায়।মায়ার বাঁধন ছেড়ে চির বিদায় নিতে হয়।
আপনার বইগুলির জন্যে মিস কে ম্যাসেজ পাঠিয়েছিলাম, আপনার নাম্বারে।
এখন তো হাতে টাকা নেই। হাতে টাকা আসলে আবার কিন্তু নক করবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.