নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হলাম ইচ্ছে ঘুড়ি মা ডাকেন যাদুর কাঠি বাবা ডাকেন মণি বুড়ি
ঘুম আসে না
পথে জ্যাম
শত শত স্বপ্নের গাড়ি
এলো পাথারি।
তেলের অভাবে
অসহায় পরে আছে।
এদের তেল দেবে কে?
একটাতে লেখা স্কুলের মাঠ,
এতো কি সোজা একখান স্কুলের মাঠ?
কাঠা প্রতি যেখানে হাঁকায় এতো এতো লাখ?
একটা বৃদ্ধাশ্রম?
এখনো কেনো পুষছো মনে ভ্রম?
বৃদ্ধ মানে বুঝ?
খুবই সন্নিকটে
যাদের শ্রাদ্ধ।
এদের জন্যে বড়োজোর কবর খুড়তে পারো।
তাও বলবো অপ্রয়োজনীয় খরচা!!
এর চেয়ে বরং ব্যাংকে
সঞ্চয়ী একাউন্ট খোল।
দু, চার টাকা মুনাফার কথা ভাবো।
আর ঐ যে চিত্রনাট্য?
আরে ধূর!!
ঐ সব ছাইপাশ রাখো।
ভাইরাল কিছু ভাবো।
দর্শক যা গিলে
তাকে তা গিলাও।
মুনাফার কথা ভাবো।
ভাবনাতে তো খেলার মাঠ!!
শত শত ছেলে মেয়ের পদচারণা!
সেখানে কোথাও এক কোণে
বৃদ্ধ সারমিনের খুশিমনে শেষের দিনগুলি গুনা।
ফারহানা সারমিন
( লাইনগুলি ঘুমাতে দিচ্ছিলো না)
০৩ রা মার্চ, ২০২৪ সকাল ৭:১৬
ফারহানা শারমিন বলেছেন: সেরেছে বলতে, নিজেই ইউটিউব চ্যানেল খুলে সেখানে আপলোড দিয়ে দিয়েছিলাম
চ্যানেল মনটাইজেশন ও হয়ে গেছে।
ভিউ থেকে টুকটাক ডলার এড হচ্ছে।
দশ লাখ মানুষ দেখলে মনে হয় খরচ ওঠে যাবে।
প্রতিদিন এখানে সেখানে লিংক পাঠাচ্ছি শেয়ার দেয়ার জন্যে।
এখন পর্যন্ত এক লাখ ত্রিশ হাজার ভিউ হইছে
২| ০৩ রা মার্চ, ২০২৪ সকাল ৮:৩৭
এম ডি মুসা বলেছেন: অসাধারণ হয়েছে।
০৩ রা মার্চ, ২০২৪ রাত ৮:০১
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। শুভকামনা রইলো।
৩| ০৩ রা মার্চ, ২০২৪ সকাল ৯:৪৩
সোনাগাজী বলেছেন:
কিভাবে ব্লগারেরা ভিউ বাড়াতে পারেন, সেটা নিয়ে ১টা পোষ্ট দেন।
০৩ রা মার্চ, ২০২৪ রাত ৮:০২
ফারহানা শারমিন বলেছেন: নাটকটা নিয়ে অনেক কথা জমে আছে। কয়েকটা পোস্ট দিবো ভাবছি।
৪| ০৩ রা মার্চ, ২০২৪ দুপুর ১২:৩০
মিরোরডডল বলেছেন:
লিংকটা এখানে শেয়ায়র করলে আমরাও দেখবো।
এতে ভিউ বাড়বে। আমাদেরও শারমিনের কাজ দেখা হবে।
০৩ রা মার্চ, ২০২৪ রাত ৮:০৩
ফারহানা শারমিন বলেছেন: Click This Link
৫| ০৩ রা মার্চ, ২০২৪ দুপুর ১২:৩২
মিরোরডডল বলেছেন:
বৃদ্ধ মানে বুঝ?
খুবই সন্নিকটে
যাদের শ্রাদ্ধ।
আজকের লেখা পড়তে ভালো লেগেছে।
০৩ রা মার্চ, ২০২৪ রাত ৮:০৪
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইলো।
৬| ০৩ রা মার্চ, ২০২৪ দুপুর ১২:৩৩
মিরোরডডল বলেছেন:
ওপরে কমেন্টে টাইপো ছিলো।
শব্দটা শেয়ার হবে।
০৩ রা মার্চ, ২০২৪ রাত ৮:০৬
ফারহানা শারমিন বলেছেন: অসুবিধা নেই।
৭| ০৩ রা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
০৩ রা মার্চ, ২০২৪ রাত ৮:০৮
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। শুভকামনা রইলো।
৮| ০৩ রা মার্চ, ২০২৪ রাত ৮:১১
শায়মা বলেছেন: বাহ কবিতা ভালোই হয়েছে।
আর মিররমনির কথা শুনে লিঙ্ক শেয়ার করে খুবই ভালো কাজ করেছো আপুনি!
০৭ ই মার্চ, ২০২৪ রাত ৮:০৫
ফারহানা শারমিন বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ আপু।
দোয়া কইরেন।
৯| ০৩ রা মার্চ, ২০২৪ রাত ৮:১৪
রূপক বিধৌত সাধু বলেছেন: আর নাটক লিখছেন?
০৭ ই মার্চ, ২০২৪ রাত ৮:০৪
ফারহানা শারমিন বলেছেন: অনেকগুলো স্ক্রিপ্ট পরে আছে।
১০| ০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ১২:৪৬
মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো লাগছে যে রাহাত শেষ পর্যন্ত নাটকটা বানাইছে। তবে সে টাকা বেশি নিসে। যাই হোক ২ সপ্রাহে ১ লক্ষ ৩১ হাজার ভিউ। ব্লগারদের অনুরোধ করছি নাটকটির ভিউ ১ মিলিয়ন করতে হেল্প করার জন্য। অনেক কষ্ট করে নাটক বানানোর টাকা জোগাড় করছেন ব্লগার শারমিন। ইনভেস্ট উঠে না আসলে উনার ক্ষতি হয়ে যাবে।
০৭ ই মার্চ, ২০২৪ রাত ৮:০৩
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।
১১| ০৪ ঠা মার্চ, ২০২৪ সকাল ১১:৩৯
রাজীব নুর বলেছেন: নাটকটা অবশ্যই দেখব। এখনই দেখব। এখনই।
০৭ ই মার্চ, ২০২৪ রাত ৮:০৩
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০২৪ ভোর ৪:৪৫
সোনাগাজী বলেছেন:
আপনার নাটক প্রডাকশানের সমস্যাোটা সেরেছে?