নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হলাম ইচ্ছে ঘুড়ি মা ডাকেন যাদুর কাঠি বাবা ডাকেন মণি বুড়ি
যে শিশু মৃত্যু উপত্যকায় বসে
ফু মেরে উড়িয়ে দেয়
তোমার অন্ধকারের জাল
যে জানে না ভয় কি, ঘৃণা কি?
প্রতিশোধ কাকে বলে।
যে জানে শুধু হাসতে,
আর সে হাসি চুরমার করে দেয়
তোমার তাবৎ তাশের ঘরকে।
যে তাশের ঘরে বসে
তুমি স্বপ্ন দেখে যাচ্ছো
এক মিথ্যা ভবিষ্যতের।
যেখানে কোন আলো নেই,
কোন হাসি নেই,
কোন প্রাণ নেই
শুধুই অন্ধকার, কান্না আর ধ্বংসযজ্ঞের খেলা।
সে খেলার অন্ত কি তুমি দেখতে পাও না তার চোখে?
এমন মিষ্টি চোখের চাহনিতে
তোমার ধ্বংস কবেই লেখা হয়ে গেছে।
তুমি গাফেল আছো।
কারণ তোমাকে গাফেল করে রাখা হয়েছে।
শীঘ্রই তোমার সকল ভ্রম ভাঙবে।
তোমার তাশের ঘর চুরমার হবে।
ঐ ছোট্ট শিশুর হাসিতে,
লাখো, কোটি মোমবাতি জ্বলবে।
আর তোমার হিংসার নগরী পুড়িয়ে দেবে।
তখন তোমার রকেট, ফসফরাস, কামানের দাগা কিছুই কাজে আসবে না।
কিছুই বাঁচাতে পারবে না সেদিন তোমার ধ্বংসকে।
তুমি আর তোমার হায়েনার দলের মৃত্যুর ফরমান
কবেই লেখা হয়ে গেছে।
সাহস থাকলে একবার চোখ রাখো
ঐ মিষ্টি চোখের চাহনিতে।
১৬ ই এপ্রিল, ২০২৪ সকাল ৯:৫১
ফারহানা শারমিন বলেছেন: পাঠ, মন্তব্য এবং + এর জন্যে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইলো।
২| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১০:০৪
রাজীব নুর বলেছেন: গ্রেট।
১৬ ই এপ্রিল, ২০২৪ সকাল ৯:৫১
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০২৪ দুপুর ২:০৭
মায়াস্পর্শ বলেছেন: ভালো লেগেছে অনেক ।