নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হলাম ইচ্ছে ঘুড়ি মা ডাকেন যাদুর কাঠি বাবা ডাকেন মণি বুড়ি
কোন ক্রিম কতটা ফর্সা করে
কোন ক্রিমে দাগ কমে
এত শত কোটি ক্রিমের ভিড়ে
মানুষ সেটাই কিনে
যার মার্কেটিং স্ট্রেটেজি এগিয়ে।
এত এত ঘষা মাজার পরে,
বাইরের দাগ যদিওবা হালকা হয়,
ত্বকটা যদিওবা ফর্সা দেখায়।
ভেতরের মানুষটার তাতে কি আসে যায়?
তার পোড়া ক্ষততে লাগানোর মতো
ক্রিম খুঁজে পাওয়া দায়!
তার জীর্ণ শীর্ণ আত্মাটা
কেমন ঘুরে ফিরে অসহায়!
তারে কেউ বলে না তো
কখনো,
এই !তোমার পোড়া ক্ষত সারেনি এখনো?
কেউ তো বলে না
আমার পাশে বসো।
তোমায় এমন মলিন দেখাচ্ছে কেন?
আমায় খুলে বলো
আমার কোলে মাথা রাখো।
এসবের সময় কার কাছে আছে?
বাইরের আমিকে ঘষে মেজে চকাচক করতে হবে।
মানুষ যেন দেখলেই বলে,
এতো সুন্দর তুমি দেখতে!!
বলো না গো কোন ক্রিমটা মাখলে?
এইতো মার্কেটিং স্ট্রেটেজিতে এগিয়ে থাকা ক্রিম নিয়েই ওদের আলাপ জমবে।
ভেতরের আমি টার পোড়া ক্ষত আরো বাড়বে।
বাড়তে বাড়তে একদিন সে ছটফট করে মরবে।
ভাবছো তার আর্তনাদ কি কারো কানে পৌঁছাবে?
ধূর বোকা!!
এমন কিছুই হবে না।
শুধু মার্কেটিং স্ট্রেটেজিতে এগিয়ে থাকা ক্রিমটার ততোদিনে আরো
অনেক ক্ষদ্দের জমবে।
২| ২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ২:২০
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আসলেই, শুধু ক্রিম গলে গিয়ে আসল চেহারা না দেখা গেলেই হয়।
৩| ২৮ শে জুলাই, ২০২৪ রাত ১২:৫৭
ডার্ক ম্যান বলেছেন: আপনি কি কোনো ক্রিম ব্যবহার করেন
২৯ শে জুলাই, ২০২৪ রাত ১:০২
ফারহানা শারমিন বলেছেন: আপনি কি করেন?
©somewhere in net ltd.
১| ০৮ ই জুলাই, ২০২৪ সকাল ৮:২৯
ডঃ এম এ আলী বলেছেন:
ক্রিম নিয়ে ফাটাফাটি কবিতা ।
ক্রিমের কত কি যে গুণ
সকলেই তা আরো বেশী করে জানুন
ক্রিম বড়ই স্নেহ জাতীয় পদার্থ
যেখানেই হবে এর মাখামাখি
সুফল তাতেই ফলিবে নিশ্চয়।
শুধু ক্রিম গলে গিয়ে
আসল চেহারা না দেখা
গেলেই হয় ।
কবিতা ভাল লেগেছে ।
শুভেচ্ছা রইল