নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁখি মেলে চেয়ে আছি তোমার নাহি পাই দেখা

আমি স্বর্নলতা

যা আছে আমার সকলি কবেনিজ হাতে তুমি তুলিয়া লবে।সব ছেড়ে সব পাব তোমায়মনে মনে মন তোমারে চায়।

আমি স্বর্নলতা › বিস্তারিত পোস্টঃ

হিতৈষী

০৭ ই মে, ২০১৪ সকাল ১১:০৯



ছবি-গুগুল



হিতৈষী কেমন আছ?

এখনো কি তুমি রাস্তার ধারে দাঁড়িয়ে থাক রক্তরাঙ্গা গোলাপ হাতে?

এখনো কি তুমি মোড়ের দোকানে আমাকে দেখার ছলে বসে থাক?

এখনো কি কৃষ্ণচূড়া ফুল ফুটলে দাঁড়িয়ে থাক সেই গাছের নিচে? এখনো কি তুমি অভিমানে সারারাত বৃষ্টিতে ভিজো?

এখনো কি সন্ধ্যার পর আমাকে দেখার জন্য ব্যাকুল হও?

এখনো কি আমাকে নিয়ে পালিয়ে গিয়ে সিনেমা দেখতে ইচ্ছে করে তোমার?

এখনো কি তোমার ইচ্ছে করে প্রচণ্ড রোদে মধ্য দুপুরে আমার জন্য আইস্ক্রিম আনতে?

এখনো কি পাগলামো করো আমার জন্য?

এখনো কি কাঁদো আমার জন্য?

এখনো কি তুমি মুচকি হাসো আমায় ভেবে?

এখনো কি পুকুরঘাটে হাতটি ধরে অপলক চোখে চেয়ে থাকতে ইচ্ছে করে?

এখনো কি জোছনাময় রাতে আমার জন্য অপেক্ষা করো?

এখনোও কি তুমি আমায় ভেবে ভেবে সমস্ত রাত না ঘুমিয়ে কাটিয়ে দাও?

হিতৈষী! এখনোও কি তুমি আমায় ভালোবাস?

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৪ সকাল ১১:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:

হিতৈষী যেহেতু অবশ্যই তার ভেতর ভালোবাসা রয়েছে।

০৭ ই মে, ২০১৪ সকাল ১১:৪৩

আমি স্বর্নলতা বলেছেন: :) :)

হয়তবা আছে!!

আন্তরিক ধন্যবাদ কান্ডারি ভাই।

শুভেচ্ছা জানবেন।

২| ০৭ ই মে, ২০১৪ সকাল ১১:৩০

স্বস্তি২০১৩ বলেছেন: খুব ভালো লাগলো। পোষ্টে +++

০৭ ই মে, ২০১৪ সকাল ১১:৪৪

আমি স্বর্নলতা বলেছেন: সত্যি স্বস্তি পেলাম কমেন্ট পড়ে। :P :P


আন্তরিক ধন্যবাদ।

শুভেচ্ছা রইল।

৩| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:২৭

আজীব ০০৭ বলেছেন: পোষ্টে +++

০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:৩০

আমি স্বর্নলতা বলেছেন: কবিতা পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।


শুভেচ্ছা জানবেন।

৪| ০৭ ই মে, ২০১৪ রাত ১১:৩৬

মামুন রশিদ বলেছেন: বাহ, সুন্দর ।

০৮ ই মে, ২০১৪ সকাল ৯:০৯

আমি স্বর্নলতা বলেছেন: আন্তরিক ধন্যবাদ মামুন রশিদ ভাই।


শুভ সকাল।

৫| ০৮ ই মে, ২০১৪ সকাল ১০:০০

অদৃশ্য বলেছেন:





লেখিকা যে হিতৈষীকে অনেক ভালোবেসে ফেলেছিলেন বা এখনো বাসেন তার প্রমাণ পাওয়া যাচ্ছে... আর হিতৈষীর কথা বলতে গেলে, তারাতো এমনই... তাদের কাজই হলো অপরের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া... যখন যে সামনে থাকবে তার জন্যই বা তাদের জন্যই...

ভালো লেগেছে লিখাটি...
শুভকামনা...

০৮ ই মে, ২০১৪ সকাল ১০:১৮

আমি স্বর্নলতা বলেছেন: আপনার উপস্থিতি আর কমেন্ট আমাকে আনন্দ দিল বেশ।
কৃতজ্ঞতা জানবেন।

সত্যি বলতে এই নামে আমি কাউকে কখনই চিনতাম না। মজার কথা হল কাল একজনের নাম শুনলাম হিতৌষি । নামটা শোনার পর মাথায় কবিতা লেখার জন্য চাপ অনুভব করলাম বেশ। এতো সুন্দর একটা নাম নিয়ে লিখব না তা ভাবতেই পারছিলাম না। সাথে সাথেই লিখে ফেলেছি কবিতাটি আর পোস্ট ও দিলাম। :P :P

চেষ্টা করেছি লিখতে এখন আপনাদের ভালো লাগলেই আমার লেখা সার্থক হবে।

শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.