নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়।তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়,তাকে সঙ্গে নিয়ে চলি।ভালো লাগে ভাবতে, আকাশ দেখে মেঘেদের সাথে গল্প পাততে, বৃষ্টি ছুঁয়ে হৃদয় ভেজাতে, কলমের খোঁচায় মনের অব্যক্ত কথাগুলোকে প্রকাশ করতে...

শাওন আহমাদ

এটা আমার ক্যানভাস। এখানে আমি আমার মনের কোণে উঁকি দেয়া রঙ-বেরঙের কথাগুলোর আঁকিবুঁকি করি।

শাওন আহমাদ › বিস্তারিত পোস্টঃ

আমার একটা অবসর চাই

২৩ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৩৩



আমার একটা অবসর চাই, দীর্ঘ একটা অবসর। যেখানে গাড়ির হর্ণ বাজবে না, অফিস ছুটির পর বাড়ি ফেরার তাগিদে বাস-স্টপে লাইনে দাঁড়িয়ে থাকতে হবেনা কিংবা ভ্যাঁপসা গরমে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হবেনা জ্যামে।

আমার একটা অবসর চাই, দীর্ঘ একটা অবসর। যেখানে অবিশ্বাসের দূষিত বাতাস ফুসফুসকে বিকল করে দিবেনা, ইট-পাথরের পাষাণ প্রাচীরে বিষাদ গুলো গুমরে মরবেনা, আট-টা পাঁচটার বেড়াজালে থমকে যাবে না জীবন।

আমার একটা অবসর চাই, দীর্ঘ একটা অবসর। যেখানে অট্টালিকার ভীড় সড়িয়ে আকাশ খুঁজতে হবেনা, ইলেক্ট্রিসিটির কৃত্তিম আলোয় ম্লান হবেনা চাঁদের আলো, হাজারটা চাহিদা পূরণে জীবন হবেনা দুর্বিষহ।

আমার এমন একটা অবসর চাই, এমন একটা অবসর। যেখানে আমার কোনো তাড়া থাকবে না, মন খারাপের ভয় থাকবে না, শরীরে অসুখের অস্তিত্ব থাকবেনা।

আমার এমন একটা অবসর চাই, এমন একটা অবসর। যেখানে টিনের চালে গমগম করে ঝরে পড়বে সুখের বৃষ্টি, দরজা-জানালা আর ঘরের ফাঁকফোকড় দিয়ে হু হু করে ঢুকে পরবে বিশ্বাসের বিশুদ্ধ বাতাস, যেখানে অফুরন্ত প্রশান্তির অত্যাচারে লেজ গুটিয়ে পালাবে বিষাদ। সত্যিই আমার এমন একটা অবসর চাই, এমন একটা অবসর।

ছবিঃ গুগল

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: অবসর না বলে বলুন আমার একটা ব্রেক চাই। প্রতিটি মানুষের প্রতি মাসে ১ টি ব্রেক খুবই দরকার। লেখা ভালো হয়েছে।

২৩ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৫৯

শাওন আহমাদ বলেছেন: ইংরেজী নিয়ে আসতে চাইছিলাম না তাই।

২| ২৩ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: ছবির দৃশ্য অসাধারণ। বান্দরবানে এমন একটা ভিউ পেতে পারেন।

২৩ শে অক্টোবর, ২০২২ রাত ১১:০০

শাওন আহমাদ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৩| ২৩ শে অক্টোবর, ২০২২ রাত ১০:১০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আহা অবসর, প্রায় সকলেই চায়।

২৩ শে অক্টোবর, ২০২২ রাত ১১:০০

শাওন আহমাদ বলেছেন: পায় কয়জন!

৪| ২৩ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৩৩

জুল ভার্ন বলেছেন: ভালো লাগলো আপনার চাওয়া।
আমি অবসর চাইনা, সব সময় ব্যস্ত থাকতে চাই আর একটা ভালো ঘুম চাই।

২৩ শে অক্টোবর, ২০২২ রাত ১১:০২

শাওন আহমাদ বলেছেন: মাঝেমাঝে ব্যস্ততা অনেক বিষিয়ে তোলে, তখন একটু অবসর পেতে ইচ্ছে করে খুব। আপনি ব্যতিক্রম শুভ কামনা আপনার জন্য।

৫| ২৪ শে অক্টোবর, ২০২২ রাত ১:১৫

কামাল৮০ বলেছেন: চলে আসুন কানাডা।আপনার চাওয়ার অনেকটা পাবেন।সবটা হয়তো পাবেন না।

২৪ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:০১

শাওন আহমাদ বলেছেন: অথচ দেশের কিছুই দেখা হয়নি আমার! ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৬| ২৪ শে অক্টোবর, ২০২২ রাত ২:২৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: হঠাৎ মৃত্যুর শখ কেন জাগলো?

২৪ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:০২

শাওন আহমাদ বলেছেন: ঠিক মৃত্যু না আমি দীর্ঘ একটা অবসর চাচ্ছিলাম যদিও এটা মৃত্যু ছাড়া সম্ভব না।

৭| ২৪ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৪

অপ্‌সরা বলেছেন: আমারও মনে হয় এমন অবসর দরকার।

কিন্তু অবসর থাকলেও মনে হয় এটা করি ওটা করি।

কাজেই অমন এক অবসর পেলেও মনে হয় কর্মপ্রিয় মানুষেরা সেটাও এনজয় করতে পারবে না। :(

২৪ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:০৫

শাওন আহমাদ বলেছেন: ঠিক বলেছেন আমি যখন ফ্রি ছিলাম তখন ব্যস্ততা কামনা করতাম আর এখন অবসর। আসলে সবকিছুরই একটা কম্বিনেশন দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.