নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এটা আমার ক্যানভাস। এখানে আমি আমার মনের কোণে উঁকি দেয়া রঙ-বেরঙের কথাগুলোর আঁকিবুঁকি করি।
তোমাকে উদ্দেশ্য করে দিনে বার কয়েক আয়নার সামনে দাঁড়াই,নিজেকে বারবার উল্টেপাল্টে দেখি,ঠোঁটের কোণে লেপ্টে থাকা তোমার প্রিয় তিলটার যত্ন নিই,তোমার প্রিয় রঙ গায়ে জড়াই,তোমার প্রিয় গন্ধ মাখি এটাই আমার কাছে ভালোবাসা।
তোমার কাছ থেকে পাওয়া অপ্রেম ও তুমিহীন শূন্যতা গুলোকে রোজ বয়ামে তুলে রাখি,তাদের পরিচর্যা করি,প্রতিদিন নোনাজলে ভিজিয়ে সতেজ করে তুলি।এটাও আমার কাছে ভালোবাসা।
তুমি আর এ পথ মাড়াবেনা জেনেও তোমার জন্য দিস্তা দিস্তা পাতা ফুরিয়ে কাব্য রচনা করি, আবার তাদের জীবন্ত করে তুলতে, তুলে নিই তোমার প্রিয় তিলমাখা ঠোঁটের ফাঁকে। এটাও আমার কাছে ভালোবাসা।
তোমার জন্য তোমার প্রিয় হাসিটা হাসি,দুচোখে বর্ষা নামাই,রামধনু থেকে মেখে নিই বিষাদের নীল রঙ।এটাও আমার কাছে ভালোবাসা।
কে বলেছে এভাবে না ছুঁয়ে দূর থেকে ভালোবাসা যায়না?
আমায় দেখ,এইতো আমি তোমায় না ছুঁয়ে, তোমায় না পেয়েও দিব্যি তোমায় ভালোবেসে যাচ্ছি।।
হ্যাঁ এগুলোই আমার কাছে ভালোবাসা।
আমার কাছে ভালোবাসার নির্দিষ্ট কোন রূপ নেই,রঙ নেই,নেই নির্দিষ্ট কোন গন্ধ।
আমি আমার মতো করে ভালোবাসা বুঝি,আমি আমার মতো করেই ভালোবাসি।।
ছবিঃ গুগল
২৭ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৫৪
শাওন আহমাদ বলেছেন: অনেকদিন পর আপনি আমার পোস্টে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:০৫
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ।