নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়।তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়,তাকে সঙ্গে নিয়ে চলি।ভালো লাগে ভাবতে, আকাশ দেখে মেঘেদের সাথে গল্প পাততে, বৃষ্টি ছুঁয়ে হৃদয় ভেজাতে, কলমের খোঁচায় মনের অব্যক্ত কথাগুলোকে প্রকাশ করতে...

শাওন আহমাদ

এটা আমার ক্যানভাস। এখানে আমি আমার মনের কোণে উঁকি দেয়া রঙ-বেরঙের কথাগুলোর আঁকিবুঁকি করি।

শাওন আহমাদ › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা...

২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫১



তোমার অপেক্ষায় থেকে থেকে আমার শরীর ও মনে শ্যাওলা জমেছে,
স্যাঁতসেঁতে একটা গন্ধকে আঁকড়ে ধরে,
দিনের পর দিন পাড় করে চলেছি আমি।

কত আগন্তুক এসে আমার এ শ্যাওলা পরা দেহ-মনকে ঘষেমেজে ব্যাপার উপযোগী করে তুলতে চেয়েছে, দিতে চেয়েছে তোমাকে ভালোসার অভিশাপ থেকে আমরণ মুক্তি, প্রতীক্ষার পলকহীন চোখে আঁকতে চেয়েছে হাজারও রঙিন স্বপ্ন, বারংবার ভাসাতে চেয়েছে প্রেমের বানে।

কিন্তু আমি তাদের অবলীলায় ফিরিয়ে দিয়েছি,তোমার ফেলে যাওয়া বাক্স বাক্স স্মৃতি আগলে, মনের ঘরে তালা এঁটে,দেখিয়ে দিয়েছি সদরদরজা।

ওরা না জানুক আমি তো জানি, এই শ্যাওলা গুলো আমার কত প্রিয়! কত বর্ষা তোমার অপেক্ষায় থেকে থেকে কত যত্নে এগুলো জমিয়েছি আমি, কত ভালোবাসায় আগলে রেখেছি নিজের করে।

তুমি না জানো আমিই তো জানি, কেবল মাত্র তোমার স্পর্শেই এ শ্যাওলা গুলো ফুল হয়ে ফুটতে পারে, বসতে পারে শরীর জুড়ে প্রজাপতির মেলা।

ছবিঃ গুগল

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০২

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ।

২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪০

শাওন আহমাদ বলেছেন: ধন্যবাদ! ব্যস্ততার জন্য এ মুখো হতে পারছিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.