নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়।তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়,তাকে সঙ্গে নিয়ে চলি।ভালো লাগে ভাবতে, আকাশ দেখে মেঘেদের সাথে গল্প পাততে, বৃষ্টি ছুঁয়ে হৃদয় ভেজাতে, কলমের খোঁচায় মনের অব্যক্ত কথাগুলোকে প্রকাশ করতে...

শাওন আহমাদ

এটা আমার ক্যানভাস। এখানে আমি আমার মনের কোণে উঁকি দেয়া রঙ-বেরঙের কথাগুলোর আঁকিবুঁকি করি।

শাওন আহমাদ › বিস্তারিত পোস্টঃ

সম্পর্কের সেকাল-একাল

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৮




দাদি যখন পালকি চড়ে আমাদের বাড়ির বউ হয়ে এলেন; তখন তিনি নাবালিকা। দাদিদের খান্দানী বংশ, সেই সাথে সামাজিক মর্যাদা আর প্রতিপত্তিও ছিল ঢের। লোকমুখে শোনা, অনুমতি ব্যতীত মানুষ তো দূরের কথা কাকপক্ষীও তাদের বাড়ির ওপর দিয়ে উড়ে যেতে দুইবার ভাবতো। সেইসময় যেহেতু বিয়েসহ অন্যান্য বিষয়ে বংশমর্যাদার আলাদা একটা প্রভাব ছিল সমাজে; তাই আমার দাদার নানা তার নাতির জন্য এমন বাড়ির মেয়েই খুঁজছিলেন। ভাগ্য সুপ্রসন্ন হলে যা হয় আর কি; তিনি বংশও পেয়েছিলেন সাথে পরীর মতো নাতবোউ।

দাদির মুখে শোনা, আমাদের বাড়ি থেকে দাদিকে প্রথম যেদিন দেখতে যায়; সেদিন তিনি তার সইদের নিয়ে— বাড়ির পাশ ঘেঁষে বয়ে চলা খালের পানিতে আদুল গায়ে ঝাঁপাঝাপি করছিলেন। হঠাৎ দাদি খেয়াল করলেন তার দাদা একটি বাঁশের কঞ্চী হাতে খালের পাড়ে দাঁড়িয়ে তাকে ডাকছেন। দাদি মারের ভয়ে দ্রুত পানি থেকে উঠে খালের পাড়ে খুলে রাখা জামা নিয়ে দৌড়ে বাড়িতে ঢুকলেন। দাদি ওই অবস্থায় বাড়িতে ঢুকেই পড়লেন তার নানা শ্বশুরের চোখের সামনে। মানে আমার দাদার নানার সামনে। যিনি তার একমাত্র নাতির জন্য পরীর মতো নাতবউ খুঁজতে গিয়ে দাদির দেখা পেয়েছিলেন।

বয়সকালে দাদি ডাকসাইটে সুন্দরী ছিলেন যা তার বর্তমান সৌন্দর্য দেখে অনুমান করতে পারবে যে-কেউ। এই বয়সেও তিনি আহামরি সুন্দরী, দুধে-আলতা গায়ের রঙ, তীরের মতো নাক, মায়াবী চোখ আর মাথাভরতি চুল। বয়সের আচ্ছন্নতায় কলেবরে বলি-রেখার আঁকিবুঁকি হলেও সৌন্দর্য ম্লান হয়ে যায়নি।

আমরা নাতি-নাতনিরা তাকে মাঝেমধ্যেই বলতাম, তুমি দেখতে এত সুন্দরী কিন্তু দাদার মতো কালো মানুষকে কোন কুক্ষণে বিয়ে করেছিলে? দাদি তখন হেসে উত্তর দিতেন, ‘মাগি-মর্দারা আমগো কালে পছন্দ কইরা বিয়া করার সুযোগ আছিলনা, বাড়ি থিক্যা যার কাছে বিয়া দিতো তার কাছেই বিয়া বইয়া জীবন পার অইয়া যাইতো, এগুলাই ছিল ভালো বংশের মাইয়াদের গুণ। এই যুগের মাগিদের মতন বারোভাতার ধরার সুযোগ আর ইচ্ছাও আছিলনা আমাগো। আমরা এসব শুনতাম আর হেসে গড়াগড়ি খেতাম।

তো যা বলছিলাম, ওই অবস্থায় দেখেই দাদার নানা তার নাতবউকে পছন্দ করে ফেলেন। সেইদিনই বিয়ের দিনক্ষণ সব ঠিক করে দাদিকে আশীর্বাদ করে আসেন। এর কিছুদিন পরেই দাদি আমাদের বাড়ির বউ হয়ে আসেন। যে মেয়ে আদুল গায়ে খালের পানিতে নেমে ঝাঁপাঝাপি করে সে মেয়ের আর যাইহোক স্বামী-সংসার বোঝার কথা না, হলোও তাই। তিনি আমাদের বাড়ি এসে স্বামী-সংসার শিকেয়তুলে রান্নাবাটি আর পুতুল খেলায় ব্যস্ত হয়ে গেলেন। দাদার মা, মানে আমার দাদির শ্বাশুড়ি মাটির মানুষ ছিলেন। তিনি দাদির এসব ছেলেমানুষীকে প্রশ্রয় দিতেন সবসময়।

দাদিদের বাড়ির সামনে দিয়ে যে খাল বয়ে গেছে সেই খালের উজানে আমাদের বাড়ি। মাঝেমধ্যেই দাদির সখিরা সেই খালে সাঁতার কাটতে কাটতে দাদির সাথে দেখা করতে আসতেন। দাদিও কাউকে কিছু না বলে, তাদের সাথে সাঁতার কাটতে কাটতে নিজের বাড়িতে গিয়ে উঠতেন। যখন তিনি সাঁতরে গিয়ে তাদের বাড়ি উঠতেন; তখন তার দাদার একটা পরিচিত কথা তিনি প্রায়ই শুনতেন— ‘হায়! হায়! এই মাইয়া আমার মানসম্মান শ্যাষ কইরা ফালাইবো’। নিশ্চয় কাউরে না জানাইয়া সাঁতরাইয়া আইয়া পড়ছে!’ এরপর দাদিকে তার দাদা যত্ন করে খাবার খাইয়ে বুঝিয়ে আমাদের বাড়িতে দিয়ে যেতেন।


দাদি দাদাকে যারপরনাই ভয় পেতেন। সেই বিয়ের রাত থেকে সাবালিকা হওয়া অবধি তিনি তার শ্বাশুড়ির সাথে এক বিছানায় ঘুমিয়েছেন। দাদা যখন বাসায় থাকতেন না, দাদি তখন রান্নাবাটি আর পুতুল খেলায় ব্যস্ত থাকতেন। যখনই দাদার সাড়া-শব্দ কানে আসতো তখনই দৌড়ে গিয়ে— বাড়ির শস্য রাখার মাচাতে থাকা বড় বড় মাটির কোলার ভেতরে লুকাতেন। দাদা চলে যাওয়ার পর তার শাশুড়ি তাকে সেখান থেকে বের করে আনতেন। এভাবে লুকোচুরি করতে করতে দাদা-দাদির মধ্যে ভালোবাসারা দানা বাঁধতে শুরু করে। সেই ভালোবাসার ফসল হিসেবে প্রথম তাদের কোল জুড়ে আমার আব্বার আগমন ঘটে। এভাবে একে একে তারা দশ সন্তানের জনক-জননী হন।

আমাদের পূর্বপুরুষদের ভিটেমাটি আসাম হওয়ায় দাদাকে জমির দেখাশোনা আর ফসল উৎপাদনের জন্য বছরের অনেকটা সময় সেখানে থাকতে হতো। এরকম হয়েছে আমাদের কোনো কাকা বা ফুফু দাদির পেটে অথচ দাদা সেই সম্পর্কে অবগত নন; আসাম গিয়ে পড়ে আছেন তো আছেন। যখন তিনি কাজকর্ম শেষে নৌকা ভরে ফসল নিয়ে বাড়ি ফিরতেন, তখন দেখতেন তাদের ঘরে নতুন আরও একটি ভালোবাসার ফসল অঙ্কুরিত হয়েছে। এই-যে দাদা দাদি কে ফেলে এতোদিন করে আসাম গিয়ে পড়ে থাকতেন, কিন্তু দাদির এসব নিয়ে অভিযোগ ছিল না বললেই চলে। অথচ আমাদের এই সময়ের মানুষের সংসারে পান থেকে চুন খসলেই শুরু হয়ে যায় লঙ্কা কাণ্ড!

দাদির দাদাকে নিয়ে অভিযোগ শূন্যের কোঠায় থাকলেও তিনি বেশ অভিমানী ছিলেন এবং যখন অভিমান করতেন তখন বেশ আয়োজন করেই চলত অভিমানের সাম্পান। অভিমান প্রকাশ করার চিহ্ন হিসেবে বাপের বাড়ি পারি জমাতেন। ভাইয়েরা বোনের মুখ দেখেই টের পেয়ে যেতেন অভিমানের খবর। তারা তখন দলবেঁধে এসে; দাদাকে কোলে তুলে তাদের বাড়ি নিয়ে বোন-দুলাভাইয়ের মান ভাঙাতেন।

শেষের দিকে দাদি একটু বেশীই অভিমানী হয়ে গিয়েছিলেন। একটু কিছু হলেই দাদার সঙ্গে কথা না বলে, নাওয়া খাওয়া ভুলে আলাদা বিছানায় ঘুমাতেন। দাদাকে দেখতাম; একদিন, দুইদিন, তিনদিন দাদির পিছনে ঘুরে ঘুরে মান ভাঙাতেন। দাদা, দাদিকে চোখে হারাতেন আর দাদিও দাদার জন্য কোথাও গিয়ে দু-দণ্ড দাঁড়াতে পারতেন না। আমরা মজা করে বলতাম দাদা মারা যাবার পর তুমি এদিক-ওদিক ইচ্ছেমতো ঘুরে বেড়িয়ো। দাদি এসব শুনে আমাদের দিকে তেড়ে আসতেন।


দাদা মারা গেছেন তিনবছর হতে চলেছে, দাদি এখনও দাদার বিছানাপত্র আঁকড়ে বসে থাকেন। কোথাও গিয়ে মন বসাতে পারেন না। আমরা বলি, তুমি দাদার জন্য কোথাও গিয়ে থাকতে পারতে না, এখন তো দাদা নেই। ফুফুরা নিয়ে রাখতে চায়; গিয়ে দিনকয়েক থেকে তো মন ভালো করে আসতে পারো। উত্তর একটাই, দাদার ঘর ছেড়ে গেলে নাকি তার ভেতর হু হু করে। এই হচ্ছে ভালোবাসা! এত বয়সের পার্থক্য ছিল দুজনের মধ্যে, চেহারার দিক দিয়ে দাদা কখনোই দাদির যোগ্য ছিলেন না। এই যে দাদিকে রেখে দাদা দীর্ঘদিন করে আসাম গিয়ে পড়ে থাকতেন তবুও দাদি দাদাকেই ভালোবাসতেন।

আমাদের সময়ের মানুষের মধ্যে এত অভিযোগ, হতাশা আর না পাওয়া। অধিকাংশ পরিবারের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকে। মা-বাবার এমন আচরণ দেখে সন্তানেরা বিপথে চলে যায়। চারদিকে এত এত বিবাহবিচ্ছেদ যা অকল্পনীয়। আমাদের এ’সময়ের সমাজে এমন ঘটনা অগণিত; পাঁচ-ছয় বছর একটা সম্পর্কে থেকে, একে অন্যকে জেনে-শুনে বিয়ে করার পর— বছর না পেরুতেই সংসার নামক তানপুরার তারে, ভাঙনের সুর টঙ্কার দিয়ে বেজে উঠে। আমার বাসার আশেপাশে তাকালে শুধু বিবাহ-বিচ্ছেদ দেখি। এমনকি যাদের চোখের সামনে বড় হতে দেখেছি, তাদেরও কয়েকদফা বিয়ে হয়েগেছে কিন্তু সংসার টিকেনি!

আমাদের দাদা-দাদিরা তাদের দাদা-দাদিরা একজন অন্যজনকে না দেখেই পরিবারের নেওয়া বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্তে রাজি হয়ে যেতেন এবং সারাটাজীবন ভালোবেসে একজন অন্যজনকে লতার মতো পেঁচিয়ে থাকতেন জীবনের শেষদিন পর্যন্ত। অথচ আমরা স্বাধীন হতে হতে কখন যে নিজেদের পরাধীনতার জালে আটকে ফেলেছি, কখন যে জীবনের সঠিক মানে থেকে ছিটকে পড়েছি-পড়ছি তা টের’ই পাচ্ছিনা!


সংসার বলতে আমি দাদা-দাদিকে দেখে যা শিখেছি তা হল মানিয়ে নেওয়া, মেনে নেওয়া। সংসার করতে গেলে বাঁধাবিপত্তি আসবে এটাই স্বাভাবিক। কারণ প্রতিটা মানুষের স্বভাব আর চিন্তাভাবনা এক না। আমি যেভাবে চিন্তা করছি বা ভালোবাসা প্রকাশ করছি অন্যজনের কাছে তার ভিন্ন সংজ্ঞা থাকতেই পারে, এটাই তো স্বাভাবিক। আমরা যখন মেনে নিতে আর মানিয়ে নিতে পারব তখন আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে সেই সাথে ভালোবাসাও বেঁচে থাকবে। ভালোবাসার আসলে মৃত্যু হয় না, আমারা নিজেরাই গলা টিপে হত্যা করি।

পারিবারিক কলহ, পারিবারিক ভাঙন আসলে কোনো সমস্যার সমাধান নয় বরং বড় সমস্যার সূত্রপাত। মানিয়ে নেওয়া আর মেনে নেওয়া বলতে, অবশ্যই অন্যায় কে মেনে নেওয়ার কথা বলছি না। যদি কেউ প্রতিবাদযোগ্য কোনো অন্যায় করে তবে প্রতিবাদ করেই সমাধান বের করতে হবে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, ছোট ছোট অন্যায়ের জন্য বড় প্রতিবাদ করে যেনো জীবনের ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলি। দিনশেষে আমরা কেবল আমাদের জন্যই বাঁচি না বরং তাদের জন্যও বাঁচি যারা আমাদের ভালো দেখার তৃপ্তি নিয়ে বেঁচে থাকেন।

ছবিঃ গুগল

মন্তব্য ২৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট পড়ে, আমার নিজের দাদা দাদীর গল্প মনে পড়ে গেলো।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২১

শাওন আহমাদ বলেছেন: দাদিদের গল্প প্রায় একই রকম। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৪

নয়ন বড়ুয়া বলেছেন: যারা মানিয়ে নেওয়ার, তারা ঠিকই মানিয়ে নিয়ে সংসার করছে...
সেটা সেই যুগ, এই যুগ বলে কিছু নাই...
কথা হলো তখন এত এত সোশ্যাল মিডিয়া ছিলো না, থাকলে ঠিকই তখনও সেমও হত...

আপনার দাদা-দাদির গল্প পড়লাম।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৪

শাওন আহমাদ বলেছেন: তবে এটা অস্বীকার করা যাবে না; আমাদের ধৈর্য অনেক কম, একটুতেই অনেক কিছু করে ফেলি। হ্যাঁ মিডিয়ার নেতিবাচিক প্রভাব অবশ্যই আছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৩

ঢাবিয়ান বলেছেন: পোস্টে ++ । তবে পোস্ট পড়তে গিয়ে মনে হল আগে পড়েছিলাম।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০০

শাওন আহমাদ বলেছেন: জি রি-পোস্ট। নতুন করে সাজিয়ে পোস্ট করা হয়েছে।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০২

মায়াস্পর্শ বলেছেন: সুন্দর একটা লেখা পড়লাম। তবে আফসোস, দাদা দাদি বা নানা নানি কাওকে দেখার সৌভাগ্য হয়নি। জন্মের আগেই তারা পরপারে গেছেন, তাদের কোন ছবিও নেই। মা বাবার কাছে এখনও তাদের চেহারার বর্ণনা শুনি আর মনে মনে একটা চেহারা কল্পনা করে নেয়।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫১

শাওন আহমাদ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভ কামনা রইলো।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫১

শেরজা তপন বলেছেন: পুরনো দিনের গল্প পড়তে ভালো লাগে। অন্যরকম এক দিন ছিল- ধীরে ধীরে এভাবেই পাল্টে গেল :(

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫২

শাওন আহমাদ বলেছেন: একদিন আর কিছুই অবশিষ্ট থাকবে না! ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভ কামনা রইলো।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:০৭

কামাল১৮ বলেছেন: সেই সব দিন যদি ভালো ছিলো তবে চলুন সেই সব দিনে ফিরে যাই।ছেলে মেয়েদের ছোট থাকতেই বিয়ে দিয়ে নিজেরা জেলে চলে যাই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৪

শাওন আহমাদ বলেছেন: লেখাটা আরও বার কয়েক পড়ুন, কি বলতে চেয়েছি তা বুঝতে না পারলে আবার পড়ুন। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভ কামনা রইলো।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পড়ে ভালো লাগল। ভালো বাসা এমনি হওয়া ইচিৎ। আমাদের দাদা-দাদীদের মতো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৪

শাওন আহমাদ বলেছেন: জি ভাইয়া, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভ কামনা রইলো।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: আগে: সম্পর্ক টিকে থাকার জন্য লড়াই হত।
এখন: মানুষ এটা মাইন্ড সেট করে যে - "সম্পর্ক যে কোন মুহুর্তে ভেঙ্গে যাবে "

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৫

শাওন আহমাদ বলেছেন: এখানেই যত সমস্যা। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভ কামনা রইলো।

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কিন্তু এটাও মাথায় রাখতে হবে, ছোট ছোট অন্যায়ের জন্য বড় প্রতিবাদ করে যেনো জীবনের ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলি। দিনশেষে আমরা কেবল আমাদের জন্যই বাঁচি না বরং তাদের জন্যও বাঁচি যারা আমাদের ভালো দেখার তৃপ্তি নিয়ে বেঁচে থাকেন।


এ কথাটা খুব মনে ধরলো। পুরো লেখাটাই খুব ভালো লেগেছে। আপনার দাদা-দাদির মান-অভিমান, রোমাঞ্চকর কাহিনি খুব উপভোগ করলাম। আসলে, আগের দিনের বিয়ে-সাদি, সংসার, এরকমই ছিল। আমার মা হাফ-প্যান্ট আর ফ্রক পরে গাছে উঠে খেলছিল। তখন কে নাকি তাকে বিয়ের জন্য দেখতে লোক এসেছে বলে ডেকে নিয়ে গিয়েছিল :) আ্মার শাশুড়ির কথাও শুনি - জামাই বাড়িতে এসেও নাকি হাফ-প্যান্ট ফ্রক পরতো :)

তবে, ঐ সময়টা ভালো ছিল, নাকি বর্তমানটাই ভালো, তা আলোচনা-সাপেক্ষ ব্যাপার। আমরা এখানে সুখী-জীবনের গল্পগুলোই আলোচনা করলাম। কত যে নারী নীরবে যাতনা সয়ে আত্মঘাতিনী হয়েছে, আজীবন জ্বলেপুড়ে ছাই হয়েছে, তাদের কাহিনি আমরা কতখানি জানি?

আপনার শৈশবের, মা-বাবা, সংসারের কাহিনিগুলো অসাধারণ লাগে। লেখার হাত চমৎকার।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৭

শাওন আহমাদ বলেছেন: ভাইয়া খারাপ ভালো মিশিয়েই সব চলে, তবে এখন সম্পর্কের ভাঙণ বেশী হোক তা বৈবাহিক বা আত্মীয়তার সম্পর্ক। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভ কামনা রইলো।

১০| ২০ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৪১

শায়মা বলেছেন: কত সুন্দর একটা লেখা পড়লাম।
চোখের সামনে সব দেখতে পেলাম।

১২ ই মে, ২০২৪ বিকাল ৩:০৫

শাওন আহমাদ বলেছেন: আমি এক যুগ পরে এসে কমেন্ট দেখলাম। :|

১১| ২০ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৪০

মিরোরডডল বলেছেন:




শাওন,
লেখাটা পড়তে ভালো লেগেছে, বিশেষ করে দাদা দাদির স্মৃতিচারণ।
কিন্তু এটা সেই সময়ের জন্যই প্রযোজ্য।
সময়ের সাথে পরিবর্তন আসে, এবং সেই পরিবর্তনের যথেষ্ট যৌক্তিক কারণ আছে।

দাদি দাদাকে যারপরনাই ভয় পেতেন।
এভাবে একে একে তারা দশ সন্তানের জনক-জননী হন।
এরকম হয়েছে আমাদের কোনো কাকা বা ফুফু দাদির পেটে অথচ দাদা সেই সম্পর্কে অবগত নন; আসাম গিয়ে পড়ে আছেন তো আছেন।
দাদির এসব নিয়ে অভিযোগ ছিল না বললেই চলে।


ওপরে উল্লেখিত বিষয়গুলো ভেবে দেখবে।
সেই যুগে নারী পুরুষে ভালোবাসা ছিলো সত্যি কিন্তু এটা ছিলো one kind of submission.
পুরুষ বাড়ির কর্তা এবং কর্তার সিদ্ধান্তই সব, এর বাইরে কিছু নেই।
তাই মেয়েরা স্বামীকে ভয় পেতো, স্বামী যা চায় ঠিক সেভাবেই চলতো, তাদের কোন সে ছিলো না।
মেয়েরা স্বামীর ওপর নির্ভরশীল থাকায়, অনেক কিছুই ভালো না লাগলেও প্রতিবাদ না করে মেনে নিতো।
তাই স্বামীরাও স্ত্রীকে ভালোবাসতো, কারণ স্ত্রীরা সম্পূর্ণরূপে বাধ্য থাকতো।
ইন রিটার্ন স্ত্রী স্বামীকে ভালোবাসছে। এই ভালোবাসাটা অনেকটা গিভ এন্ড টেইক।

এই যে দশ বারোটা সন্তানের মা হওয়া, কোন মেয়ে স্বেচ্ছায় কোনদিন এটা চাইবে?
NEVER!
It is extremely difficult for a woman to be a mother of 10/12 children.
শুধু জন্ম দিয়েই শেষ না, তাদের লালন পালনও সেই বাচ্চাদের মাকেই করতে হতো।
সেই সময়ের মেয়েদের গাটস ছিলো না প্রতিবাদ করার।
কিন্তু তাদের সাথে যা হতো সেটা এক কথায় জুলুম, যেটা কখনোই কাম্য না।

আর নাবালিকা অবস্থায় বিয়ে দেয়া, মাকে ছেড়ে শাশুরির সাথে ঘুমানো আর নিজেকে স্বামীর জন্য তৈরি করা, এগুলো এক প্রকার অত্যাচার, কোন মেয়ে এগুলো ডিজার্ভ করে না। কিন্তু সেই সময়ে তাদের কোন অপশন ছিলো না বলে তারা বাধ্য হতো ইচ্ছার বিরুদ্ধে এগুলো মেনে নিতে।

Thank God those days are almost over.
অলমোস্ট বললাম কারণ এখনও কোথাও কোথাও সেইম না হলেও কাছাকাছি এরকম ঘটনা ঘটে।
আশা করি এগুলোও একসময় শেষ হবে।

পারিবারিক ভাঙন আসলে কোনো সমস্যার সমাধান নয় বরং বড় সমস্যার সূত্রপাত।

Not always.
মানুষ যখন বিয়ে করে, সংসার করবে বলে সুন্দর স্বপ্ন নিয়েই বিয়ে করে।
এবং সেই সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনে চেষ্টা করে।
তারপরও যখন ডিভোর্স হয়, তারমানে may be both of them are nice person but they are not right match for each other.
মানুষ কি বলবে বা ভাববে, এই চিন্তা করে একজীবন ভুল মানুষের সাথে অসুখী হয়ে কাটিয়ে দেয়া ভালো কিছু না।
তারচেয়ে মাচ বেটার সেই সম্পর্ক থেকে বের হয়ে আসা, জীবনকে নতুন করে সাজিয়ে নেয়া।

মানিয়ে নেওয়া আর মেনে নেওয়া বলতে, অবশ্যই অন্যায় কে মেনে নেওয়ার কথা বলছি না।

কোনটা ন্যায় আর অন্যায় এটা জাস্টিফাই করা কঠিন।
একজনের কাছে যেটা ন্যায়, আরেকজনের কাছে সেটা অন্যায় হতে পারে।
দাম্পত্য জীবনে নারী পুরুষের অনেক কারণ থাকতে পারে যেটার পরিণতি ডিভোর্স।
একান্ত তারাই জানে কি সমস্যা এবং কেনো আর মানিয়ে নেয়া সম্ভব না।
I would say it is better not to judge them.

যদি কেউ প্রতিবাদযোগ্য কোনো অন্যায় করে তবে প্রতিবাদ করেই সমাধান বের করতে হবে।

একটা কাপলের ডিভোর্স হলে কেনো আমরা ধরেই নেই, মানিয়ে নেয়নি তারা, প্রতিবাদ করেই সমাধানে আসতে পারতো।
WHY?
They may have tried their best but unfortunately it didn't work.

এটা অনেকটা গাড়ির মতো। আমরা খুব শখ করে একটা গাড়ি কিনি। একসময় প্রব্লেম দেখা দেয়।
আজ এই সমস্যা, কাল আরেক সমস্যা। মেকানিকের কাছে নিয়ে যাই, ফিক্স করে আবার চালাই।
খুব শখের বলে চেষ্টা করি যতদূর সম্ভব কন্টিনিউ করতে, কিন্তু একসময় আর পারা যায়না।
One day we get rid of it, only because we want a smooth ride.

জীবনটা এরকমই।
অনেক কথা বলে ফেললাম শাওন।
ভালো থাকবে।

২৫ শে জুলাই, ২০২৪ সকাল ১০:৩২

শাওন আহমাদ বলেছেন: কেনো যেনো আপনার কমেন্ট আমার নজর এড়িয়ে গিয়েছিল, আজ নজরে এল। অনেক কিছু বলছেন, মনে হচ্ছিল কোথাও একটা ঘন মেঘ জমে আছে।
যাইহোক পৃথিবীর প্রতিটি প্রাণ ভালো থাকুক, দিন শেষে এটাই আমাদের চাওয়া ।

১২| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৩৩

মিরোরডডল বলেছেন:





কোথাও কোন মেঘ জমে নেই।
লেখা পড়ে সেই সময়ের মনের অনুভুতির প্রকাশ করেছি মাত্র।
শাওনও ভালো থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.