নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগ আমার বাসার ড্রয়িং রুমের মত, আমি এখানে যেকোনো কিছু দিয়ে সাজাতে পারি আপনার পছন্দ না হলে বলতে পারেন আমার কোন আসবাবটির অবস্থান বা ডিজাইন আপনার পছন্দ হয় নি এবং কেন হয় নি। তবে তা অবশ্যই ভদ্র ভাষাতে। ভাষার ব্যবহার করতে জানা অনেক বড় একটি গুন

শেখ এম উদ্‌দীন

আমি বাংলাদেশি ....আমি বাঙালী....আমি মুসলিম....আমি বাংলার জন্য জীবন দিতে সর্বদা প্রস্তুত ।

শেখ এম উদ্‌দীন › বিস্তারিত পোস্টঃ

আরকত নাটক হইলে দেশ শান্ত হবে?

২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৮

চারদিকে এত নাটক ক্যান।

নাটকের (খবরের) শিরোনামঃ রানা প্লাজা ধ্বস।
নাটকের কুশীলবঃ হরিজেন্টাল সেকিং নাট্য গোষ্ঠীর একটি একক নাটক প্রদর্শনী।

নাটকের (খবরের) শিরোনামঃ পেট্রোল বোমা এবং বিচার বহির্ভূত ভাবে দেড়শতাধিক মানুষের মৃত্যু।
নাটকের কুশীলবঃ যারা মারা গেছেন তারাই কারন তাঁরা ঘরে থাকলে তো আর মরতেন না। (!!)। তবে এই নাটকের জন্য ১৪ দল এবং ২০ দল আজো একে অপরকে প্রযোজক বলে দাবি করে যাচ্ছেন। প্রকৃত প্রযোজক এখনো খুজে পাওয়া যায় নি।
নাটকের (খবরের) শিরোনামঃ বর্ষবরণ অনুষ্ঠানে নারীদের শ্লীলতাহানি।
নাটকের কুশীলবঃ লিটন নন্দি, জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সহ অন্য সকল নির্যাতিত নারীগন (!)। প্রযোজক, পরিচালক হিসেবে এগুলো নিয়ে যারা ফেসবুক স্ট্যাটাস দিছে তাঁদের ভূমিকা ছিল।

নাটকের (খবরের) শিরোনামঃ চেকপোস্টে পাসপোর্টধারী বাংলাদেশী নারীকে বি এস এফ এর মারধর করা।
নাটকের কুশীলবঃ ঐ নারী নিজেই কারন এক হাতে তো আর তালি বাজে না।

নাটকের (খবরের) শিরোনামঃ খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা।
নাটকের কুশীলবঃ বি এন পি, ছাত্রদল, যুবদল সহ আরও অনেকে। এরা নিজেরাই নিজেদের গাড়ি ভাংচুর করেছে।

নাটকের (খবরের) শিরোনামঃ হামলাতে খালেদা জিয়ার নিরাপত্তা রক্ষীর মাথা ফেটে গেছে।
নাটকের কুশীলবঃ ঐ নিরাপত্তা রক্ষী নিজেই তার মেকাপের কারনে এমন দেখা গেছে, উনি আবার অনন্ত জলিলের ভক্ত কিনা তাই অনন্ত যেমন সত্যকারের স্টান্ট নেন উনিও তেমন সত্যিকারের মেকআপ নিয়েছিলেন।

আমজনতার বক্তব্যঃ এই সকল নাটকের অবসান করুন। এত কষ্ট করে অর্থনীতির চাকা সচল রাখতেছি শুধু পরবর্তী প্রজন্ম কে একটি সুজলা সুফলা, শস্য শ্যামলা বাংলাদেশ উপহার দেবার জন্য আর আপনারা আমাদের ভোটে জয় লাভ করে বাংলাদেশটাকেই একটি রঙ্গমঞ্চ বানিয়ে ফেলছেন। আমরা কোন নাটকের কলাকুশলী, কোন নাটক তৈরির জন্য বা কোন নাটকের ধাঁরা বিবরণী শুনার জন্য ভোট দেই না। আমরা ইব্রাহীম ও পলাশের মত রাজনীতিবিদ চাই যারা রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে গিয়ে জীবন দিতেও কুণ্ঠিত হন না। আমরা হাজার হাজার কোটি টাকা লুটের বৈধতা দাণকারী নাটুকে ব্যাক্তি কে নেতা হিসেবে চাই না। আমরা চাই বাস্তবতার বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, সৌহার্দের বাংলাদেশ, সহ-অবস্থানের বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ। একনায়ক গন যে কখনোই একটি জাতীকে উন্নত করতে পারে না হিটলার, মুসলনি রাই তার জলন্ত উদাহরণ।

তাই জনগনের অর্থ নষ্ট করে এই সকল ধারাবিবরণী বন্ধ করে বাস্তবতার বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, সৌহার্দের বাংলাদেশ, সহ-অবস্থানের বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ ঘঠনে সোচ্চার হন। আমরা অনেক ক্ষেত্রেই বিশ্বের বুকে অনুসরনিয় এক জাতী শুধু এই আপনাদের নাট্যকলা বাদে, এবং এই নাট্যকলা বন্ধ করতে পারলে আমরা আমাদের অর্জনের দ্বারাই ২০২৫ সালের মধ্যে উন্নত জাতিতে পরিণত হইতে পারব ইনশাআল্লাহ্‌। অবিলম্বে এই সকল নাটক নাটক খেলা বন্ধ করে সত্যিকারের দেশপ্রেমিক হউন তা না হলে একই নাটক কিন্তু জনগন বেশীদিন সহ্য করে না।

Please Stop political clashes and stop providing Political asylum to the convicted of different crimes including financial and political crimes.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.