নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগ আমার বাসার ড্রয়িং রুমের মত, আমি এখানে যেকোনো কিছু দিয়ে সাজাতে পারি আপনার পছন্দ না হলে বলতে পারেন আমার কোন আসবাবটির অবস্থান বা ডিজাইন আপনার পছন্দ হয় নি এবং কেন হয় নি। তবে তা অবশ্যই ভদ্র ভাষাতে। ভাষার ব্যবহার করতে জানা অনেক বড় একটি গুন

শেখ এম উদ্‌দীন

আমি বাংলাদেশি ....আমি বাঙালী....আমি মুসলিম....আমি বাংলার জন্য জীবন দিতে সর্বদা প্রস্তুত ।

শেখ এম উদ্‌দীন › বিস্তারিত পোস্টঃ

সালাউদ্দিন সাহেবের উদ্ধার হওয়া ও একটি অনিয়ন্ত্রিত ক্লাস এবং একজন আদর্শ শিক্ষকের অভাববোধ

১৩ ই মে, ২০১৫ সকাল ৭:১৫

আমি একজন ক্ষুদ্র শিক্ষক ছিলাম তাই অনেক কিছুতেই শিক্ষকতার উদাহরণ টেনে আনতে হয়।

আমার শিক্ষকতা জীবনের প্রথম ক্লাস ছিল সেন্ট জোসেফ স্কুলের ক্লাস এইট এম সেকশনে। ইতিপূর্বে ১০০ জন ছাত্র নিয়েও পার্টটাইম ক্লাস করিয়ে এসেছি আর কোচিং এ যে কত ক্লাস নিয়েছি তার ইয়ত্তা নেই। তাই অনেকটা ওভার কনফিডেন্ট ছিলাম এই ৫০ জনের ক্লাস নিয়ে। কিন্তু ক্লাসে শিক্ষার্থীগণ আমার আশঙ্কার চেয়ে আশংকা জনক ভাবে দুষ্ট ছিল। ক্লাস পুরোপুরি কন্ট্রোলে আনতে পারলাম না। পরদিন ব্রাদার লিও কে বললাম ব্রাদার আপনি যদি আমার ক্লাস চলাকালিন একটু আমার ক্লাসের কাছাকাছি থাকতেন তাহলে আমি ক্লাস হয়ত ভালভাবে কন্ট্রোল করা যেত। ব্রাদার উত্তরে বললেন “মাহাতাব স্যার এই প্রতিষ্ঠানে আপনাকে অনেক দিন শিক্ষকতা করতে হবে তাই প্রথমেই আমার ক্ষমতা ব্যাবহার করে ক্লাস কন্ট্রোল করার চেয়ে নিজে কিছু করে দেখেন”। কথাটা খুব ছোট কিন্তু এর তাৎপর্য যে ব্যাপক তা আমি বুঝে গেলাম এবং সেন্ট জোসেফ স্কুলের সদস্য হিসেবে এই একটি কথার শিক্ষা সারাজীবন আমি মেনে চলব বলে সিদ্ধান্ত নিলাম। এর পরে আলহাদুলিল্লাহ ঐ প্রতিষ্ঠানেই ১০০-১২০ জন ছাত্রের ক্লাসেও আমাকে বেগ পেতে হয় নি কখনো।

একজন শিক্ষক যত ভালো শিক্ষকই হন না কেন তিনি যদি ক্লাসকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে তার জ্ঞান আর উলুবনে মুক্ত এই দুটি কথার কোন পার্থক্য থাকে না। আর যে শিক্ষক একটি ক্লাস সুচারু রুপে পরিচালনা করতে পারে সে রাষ্ট্রের সকল দায়িত্ব পালনে সক্ষম বলে আমি মনে করি। উদাহরণ ভারতের সর্বকালের সেরা রাষ্ট্রপতি জনাব এ পি যে আবুল কালাম (দলীয় লেজুরবিত্তি হীন শিক্ষক)। কারন একটি ক্লাসে ফাকিবাজ, ধুরন্ধর, পড়া চোর, অমনোযোগী, উদাসী, ভালো, আগ্রহী, ইত্যাদি সকল গুনের অধিকারী ছাত্রছাত্রী থাকে। তাই একটি দেশের সকল প্রকারের মানুষের সমন্বয়ে ই একটি ক্লাস গঠিত।

সম্প্রতি সালাউদ্দিন আহমেদ এর ফিরে আসা নিয়ে আমাদের দলকানা ব্যাক্তি বর্গ একেকজন একেক ররকম মন্তব্য করছেন। আপনি যদি দলকানা হন তাহলে এই লেখা পড়ে আপনার কাজ নাই কারন আপনার বিবেক এক মুখি হয়ে গেছে। এই ব্যাপারে আওয়ামীলীগ পন্থী গন হাস্যরস করে কথা বলছেন, কেউ আবার বলছেন বি এন পি এর চাল ভেস্তে গেল। আর বি এন পি পন্থীগণ এটাকে সরকার দলীয় ষড়যন্ত্র বলেই খালাস পেল। আর সুবিধাবাদিগন উভয় পক্ষ হইতে সুবিধা নিতে ব্যাস্ত।

২০১২ সালের ৫ ফেব্রুয়ারি আদালতের সামনে থেকে একই ভাবে সুখরঞ্জন বালিকে উঠিয়ে নিয়ে যাওয়া হইল। ছয়-সাত সপ্তাহ পরে তাকে ভারতে পাওয়া গেল এখন তিনি ভারতের কারাগারে। সালাউদ্দিন সাহেব ও একই ভাবে নিখোঁজ থেকে এখন ভারতের মানসিক হাসপাতালে। গত কাল তিনি উদয় হলেন আবার গতকালই একজন ব্লগার কে হত্যাকরা হল।

ঘটনাগুলো কি একটি একটির সাথে সম্পর্ক যুক্ত নয়? একটি স্বাধীন দেশের নাগরিকদের এমন গ্রেফতারের পরে অন্য একটি দেশে পাওয়া কি সঠিক নিয়ন্ত্রণের ক্ষমতার স্বল্পতার দিকে আঙ্গুল তুলে না? একের পর এক ব্লগার হত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারা ও একটি ঘটনাতে প্রকৃত দোষী খুঁজে না পাওয়া কি কোন অশুভ ইঙ্গিত বহন করে না?

পহেলা বৈশাখে দুষ্ট ছেলেরা দুষ্টামি করল, দুষ্ট কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য গন নারায়ণগঞ্জে ৭ জনকে মার্ডার করল, একই রকম দুষ্ট গন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাল, আরও কিছু দুষ্ট ছেলে পেট্রোল বোমাগুলো মেরে নিরাপদে মায়ের কোলে ফিরে গেল, দুষ্ট ছেলের দল ব্লগারদের হত্যা করল সবই মানলাম কিন্তু আপনার এই দেশ রুপি ক্লাসে যে অনেক ভালো ছেলেও আছে এই দুষ্ট ছেলের দলের এই দুষ্টমির দরুন তারা যদি তাঁদের শিক্ষার আগ্রহ হারিয়ে দুষ্ট হয়ে যায় কিংবা তাঁদের স্বাভাবিক জীবন এর অস্বাভাবিক মৃত্যু ঘটে তাহলে এর দায় কি ক্লাস টিচার হিসেবে আপনি এড়িয়ে যেতে পারবেন?

তাই একটি ক্লাস এ যখন অন্যের সাহায্য লাগে তা নিয়ন্ত্রণের জন্য তখন বুঝে নিতে হবে এই শিক্ষক অযোগ্য তেমনি একটি স্বাধীন দেশের যদি এমন পরিস্থিতি হয় তাহলে আমরা যদি বলি এই পরিচালনা পর্ষদ অযোগ্য তাহলে খুব বেশী বলা হয়ে যাবে।

সালাউদ্দিন এবং সুখরঞ্জন অন্তত এই হিসেবে ভাগ্যবান যে চৌধুরী আলম, ইলিয়াস আলী সহ অন্যান্যদের মত তারা মরিয়া প্রমাণ করতে হয় নাই যে তারা অপহৃত হয়েছিলেন।


মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৫ সকাল ৭:৫৯

সমুদ্রতীর বলেছেন: আমরা সাধারন জনগন রাজনীতি বুঝতে চাই না, করতেও চাই না। আমরা শুধু খেয়ে পড়ে বাঁচতে চাই। বিএনপি পেট্রোল বোমা দিয়ে যেভাবে মানুষ পোড়ানোর মহোৎসব করে চলেছিল , সেই মুহুর্তে সালাউদ্দিন সাহেবের গুম হয়ে যাওয়াটা ম্যজিকের মত কাজ করেছিল।ভোজভাজির মত উধাও হয়ে গিয়েছিল মানুশ পোড়ানোর নাশকতা। এটা অস্বীকার করার কোন উপায়ই নাই।

১৩ ই মে, ২০১৫ সকাল ৮:১৮

শেখ এম উদ্‌দীন বলেছেন: এখানেই আমাদের বড় সমস্যা। আমরা যে কোন সমস্যার খুব সহজ সমাধান চাই। সস্তার তিন অবস্থা কথাটি ভুলে গেলে চলবে কীভাবে?
একটি অপরাধ দমন করতে না পেরে আরেকটি অপরাধ দিয়ে তা কিছুদিনের জন্য ঢাকা যায় কিন্তু নিরমুল করা যায় না।

শাক দিয়ে কি মাছ ঢাকা যায়।
যতদিন না অপরাধিকে অপরাধী হিসেবে না দেখে দলীয় বিবেচনাতে দেখা হবে তত দিন কোন অপরাধ ই নির্মূল হবে না।
একটা সময় দেশ হবে অপরাধের স্বর্গরাজ্য।

২| ১৩ ই মে, ২০১৫ সকাল ১০:৫৩

টি এম মাজাহর বলেছেন: সমুদ্র ভাই, পেট্রোল বোমা এবং সালাউদ্দিন গুম হয়তো ইন্টাররিলেটেড বলছেন, ঠিক আছে, কিন্তু কীভাবে ইন্টাররিলেটেড হলো, তা অন্ধভাবে ভেবে না দেখে যুক্তি দিয়ে ভেবে দেখার চেস্টা করুন। গত সাত বছর কাদের হাতে অসীম ক্ষমতা্‌ আর তারা কি কি করেছে তাও ভেবে দেখুন। নারায়নগঞ্জে একরকম প্রকাশ্যেই ৭ খুন যারা করতে পারে, তাদের পক্ষে কি কি করা সম্ভব নয়, তা বলবেন কি? অবশ্য আপনি যদি আজকালকার সুবিধাভোগী হন তাহলে কিছু বলবার নেই, এই অন্যায়গুলো সাপোর্ট করাই আপনাদের নৈতিক দায়িত্ব হিসেবেই পড়বে। যাই হোক, এই দেশের শিক্ষিত মানুষ যতদিন অন্ধ লেজুড়বৃত্তি বন্ধ না করবে, ততদিন অপরাধ আরও মাত্রা ছাড়িয়ে যেতে থাকবে, তা সে লীগ, বিম্পি,বাম,জামত যার দ্বারাই হোক না কেন। না জেনে অন্যায় সাপোর্ট করা ভুল, কিন্তু দেখেশুনে অন্যায় সাপোর্ট করা "..." মানেটা আপনারাই জানবেন।

১৩ ই মে, ২০১৫ সকাল ১১:৪০

শেখ এম উদ্‌দীন বলেছেন: শিক্ষিত জনগোষ্ঠীর সার্টিফিকেট ধারী শিক্ষার খোলস হতে বেড় হয়ে সত্যিকারের শিক্ষিত মানুষ হতে হবে। তা না হলে লেজুড়বৃত্তি কিছুতেই দূর হবে না। ধন্যবাদ টি এম মাজাহার ভাই।

৩| ১৩ ই মে, ২০১৫ দুপুর ২:২৭

শেখ এম উদ্‌দীন বলেছেন: একটি ব্যাপারে আমি খুবই ঘোলাটে পরিস্থিতিতে আছি আর তা হল সকল পত্রিকা বা অনালাইন মিডিয়া বলল সালাউদ্দিন সাহেব অপ্রকিতস্থ ছিলেন তাহলে তিনি হসপিটালে গিয়েই উনার বউয়ের মোবাইলে ফোন দিলেন কীভাবে?

যাই হউক আল্লাহ্‌ গায়েবের খবর জানেন। আর যারা এর সাথে জড়িত তারাও ব্যাপারটি জানেন।
আমরা সাধারন জনগন শান্তিতে থাকতে চাই তা পেলেই হল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.