![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাদেশি ....আমি বাঙালী....আমি মুসলিম....আমি বাংলার জন্য জীবন দিতে সর্বদা প্রস্তুত ।
একটি জাতি সামাজিক এবং পারিবারিক বন্ধন রক্ষা করতে ব্যর্থ হলেই সেখানে মূল্যবোধের অবক্ষয় হয়, বিকৃত রুচির সৃষ্টি হয়। কারন পরিবার হল সর্বাপেক্ষা বড় শিক্ষাপ্রতিষ্ঠান। এই মূল্যবোধের অভাব এবং বিকৃত রুচি হতেই সৃষ্টি সমকামিতা, শিশু কামিতা, পশু কামিতা কিংবা ধর্ষণের মত ঘৃণিত এবং অরুচিকর পাপাচারগুলো।
সফল মানুষদের সবচেয়ে খারাপগুন হল তাঁরা কখনো নিজেদের ব্যর্থতা (সফল হবার পরে) গুলো সামনে আসতে দেন না। যেমন গ্রামীণ ব্যাংক কিংবা ব্রাকের ঋণ নিয়ে সর্বস্বান্ত পরিবার গুলো সংবাদ্ মাধ্যমে গুরুত্ব পাক তা নোবেল জয়ী অধ্যাপক ডঃ ইউনুস সাহেব কিংবা স্যার ফজলে হাসান আবেদ সাহেব চাইবেন না। একই কারনে ইউ এস এ যে তাঁদের সামাজিক এবং পারিবারিক বন্ধন রক্ষা করতে ব্যর্থ হয়েছে কিংবা তাঁদের পারিবারিক শিক্ষাপ্রতিষ্ঠানের নৈতিকতা শিক্ষা দেওয়ার ক্ষমতা শূন্যের কোটাতে চলে গেছে যার ফলশ্রুতিতে উপরোক্ত বিকৃত রুচির একটির (সমকামিতা) প্রকোপ আশংকা জনক ভাবে বেড়ে গেছে তা অস্বীকার করার জন্য তাঁদের মনগড়া যুক্তির বদৌলতে এটিকে আইনগত বৈধতা দিয়েছে। জাপান উন্নত রাষ্ট্র হলেও তাঁদের পারিবারিক এবং সামাজিক বন্ধন কিন্তু এশিয়ার কালচারেই আছে যার ফলে সুইজারল্যান্ড এর পরেই এদের দেশে নারীদের নিরাপত্তা আছে কিংবা এই ধরণের বিকৃত রুচিকর ব্যাপার গুলো এখানে নেই বললেই চলে। অথচ ইউ এস এ এমন একটি উন্নত রাষ্ট্র যেখানে সবচেয়ে বেশী ধর্ষণের ঘটনা ঘটে, যেখানে যে কেউ আপনাকে যেকোন সময় গুলি করে মেরে ফেলতে পারে। জাপান আমেরিকার সবচেয়ে কাছের বন্ধু হলেও আমি কোন জাপানিজ কে দেখি নি তাঁদের প্রোফাইল ছবি রংধনুর রঙে রাঙাতে। কিন্তু বাঙ্গালী ছাগলের তিন নাম্বার বাচ্চার মত এই কাজ গুলা করে রংধনুর সৌন্দর্যটাই মাটি করে দিল।
মজার ব্যাপার হল ইউ এস এ তাঁদের সম্মান রক্ষা কিভাবে করবে এটা তাঁদের ব্যাপার হলেও এ নিয়ে আমাদের বাংলাদেশীদের বাড়াবাড়ি কোন পর্যায়ে যে পৌঁছেছে তা আল্লাহ্ জানেন। একদল তোঁ পারলে নিজের ঘরের মধ্যে এদের নিয়ে এসে দুধ কলা খাওয়াতে চাচ্ছেন আরেক দল সুদুর ইউ এস এ এর এই বিস্টা খাওয়ার গন্ধে বাংলাদেশে ঘরে বশে থাকতে পারছেন না। এই সকল না করে নিজের ঘরে যেন এই বিকৃত রুচিকর এবং ঘৃণিত পাপাচার গুলো ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখুন তা না হলে হয়ত ইউ এস এ এর মত আপনার দেশেও উপরের যেকোনো একটিকে বৈধতা দেয়া লাগতে পারে। উদাহরণ স্বরূপ বলা যায় ধর্ষণের কথা, পত্রিকার পাতা খুললে এমন কোন দিন নাই যেই দিন ১৪৭০০০ বর্গ কিলোমিটারে দুতিনটি ধর্ষণের ঘটনা পাওয়া যাবে না। আর পত্রিকাতে আসেনা এমন ধর্ষণ যে কত হচ্ছে তার তোঁ ইয়ত্তা নেই। পশ্চিমা আগ্রাসনে আমাদের নিজদের গর্ব করার যে বিষয় অর্থাৎ পারিবারিক বন্ধন তা অনেক ক্ষেত্রেই কমে যাচ্ছে। ওদের ১০০% যে নেয়া যাবে না তা আজো যদি না বুঝেন আর এই সকল ফালতু ব্যাপার নিয়া কাঁচালে মত্ত থাকেন তাহলে সেই দিন দূরে নাই যেদিন আপনার পুত্র বা কন্যার জন্য পাত্র না পাত্রি খুজবেন তা নিয়ে দ্বিধাতে পরে যাবেন অথবা আপনার কন্যা স্বাভাবিক ভাবে ধর্ষিত না হয়ে বড় হতে পারবে কিনা তার কোন গ্যারান্টি কেউ দিতে পারবে না।
At last, USA save their dignity and cover their failure by approving such type of horrible marriage system. Let them enjoy their nasty and stink matters by themselves why we are screaming to save their dignity? Try to save your family and society by following original Bangladeshi culture not the culture of modern Bangladeshi.
০২ রা জুলাই, ২০১৫ সকাল ৭:০২
শেখ এম উদ্দীন বলেছেন: ধারণা বলতে যদি আপনি অনলাইন মাধ্যমের ইনফরমেশন বুঝান তাহলে বলব নেই।
আমি লিখেছি আমার ২ বছর জাপান থাকার অভিজ্ঞতার আলোকে আমার আসে পাশের জাপানিজ মানুষ গুলো দেখে।
আর জাপানে রাত ২ টা তেও যদি একটি মেয়ে রাস্তা দিয়ে হেটে যায় কোন মদ্যপ ব্যক্তিও টাকে টিজ করতে গেলে চিন্তা করে। ধর্ষণ তোঁ এখানে রেয়ার।
২| ০২ রা জুলাই, ২০১৫ সকাল ৭:২৩
চাঁদগাজী বলেছেন:
জাপানীরা মেয়েদের সন্মান করে, এটা ঠিক আছে; তবে, জাপান সম্পর্কে আপনার ধারণা সঠিক নয়।
০২ রা জুলাই, ২০১৫ সকাল ৭:৩০
শেখ এম উদ্দীন বলেছেন: ধারণা বলতে আপনি যা বুঝাচ্ছেন তা অভিজ্ঞতার মত হয়ত এবুং এটা আমার পক্ষে পাওয়া অসম্ভব।
আমি বিশ্ববিদ্যালয় এবং আমার বাসার কাছাকাছি (আমি সরকারী বাসাতে বসবাস করি) জাপানিজদের জিবনাচার বিবেচনা করেই বলেছি। সুসুকিনো নামের যায়গা গুলোতে অনেক কিছুই হতে পারে সেটা আম আমলে নেই না ভাই। যেমনি দৌলতদিয়ার ঘাটের পল্লীতে কি হয় না হয় তা নিয়ে কিন্তু বাংলাদেশের সমাজ কে বিবেচনা করা যাবে না।
আমি যা বুঝাতে চেয়েছি তা হয়ত আপনি বুঝেছেন আর তা হল "চিলে কান নিলে যেখানে না দেখে চিল্লান উচিত না সেখানে চিলে আপনার কান নিয়ে গেছে এটা নিয়ে আমি জাপান বশে চিল্লাচিলি করে জাপানিজ দের ঘুম হারাম করে দিচ্ছি তা কত টুকুন যুক্তি যুক্ত?
৩| ০২ রা জুলাই, ২০১৫ সকাল ৭:৪১
কলাবাগান১ বলেছেন: বদ্ধ উন্মাদ না হলে এমন ঢালাও ভাবে কেউ লিখে না "যেখানে যে কেউ আপনাকে যেকোন সময় গুলি করে মেরে ফেলতে পারে।"। এ অবস্হা হলে তো এত দিনে (যুগের ও উপরেও) আমি ১৪ বার খুন হতাম। আপনাদের চিন্তা শক্তি আমেরিকার মেধার কাছে পায়ের নখের সমান... জীবনে একটা সুচ আবিস্কার করতে পেরেছেন??????
০২ রা জুলাই, ২০১৫ সকাল ৭:৫২
শেখ এম উদ্দীন বলেছেন: ধন্যবাদ ভাই আপনি এত দূরে বশে আমার উন্মাদ মন টাকে ধরে ফেললেন তাও কোন পরীক্ষা বাদেই। আমি সুচ আবিষ্কার না করতে পারলেও আপনি যে অনেক কিছু করতে পারবেন তা আমি এতেই বুঝে গিয়েছি।
আমার হলের এক বড় ভাই আমেরিকা যাবার ৬ মাসের মাথাতে খুন হন। তার অপরাধ সাদা দের কাছ থেকে তেলের (পার্ট টাইম জব হিসেবে উনি একটি পেট্রোল পাম্পে কাজ করতেন) টাকা চেয়েছিলেন।
আমেরিকার মেধা আপনাদের মত ধার করা লোকদের মেধা বলেই আমি জানি যদিও উন্মাদীও কথা বিশ্বাস নাও করতে পারেন। আমার হলের এক বড় ভাই রাতে পকেটে ডলার নিয়ে বের হয় অয়ালেট নিয়ে বের হতে ভয় পান। যাই হোক এর পরেও হয়ত তাঁদের সোশ্যাল সিকিউরিটি আমাদের থেকে ভালো।
আমি আমার দেশের মানুষের বারাবারিতে বিরক্ত তাই লিখেছি আপনাদের ইউ এস এ কে ছোট করতে চাই নি তার পরেও কারো যদি মনে হয় আমি ইউ এস এ কে অযথা দোষারোপ করেছি তাহলে আমি আমার ভাষা চয়নের ব্যারথতার জন্য দুঃখিত।
৪| ০২ রা জুলাই, ২০১৫ সকাল ৯:১৪
কলাবাগান১ বলেছেন: সাদা দের কাছে তেলের টাকা চাওয়াতে খুন হলেন। তাহলে তো ডেইলি মিলিয়ন লোকের খুন হওয়ার কথা। ডাকাতি সব দেশেই হয়।
আজ আমেরিকা জীবন রক্ষাকারী ঔষুধ/ইন্টারনেট ডেভেলপ করে সব ধরে রাখত শুধু নিজেদের জন্য তাহলে বুঝতে পারতেন না এই দেশের মানসিকতা। এদেশের সাইনটিস্ট রা আবিস্কারের নেশায় থাকে নিজের জন্য না... সমগ্র মানব জাতির জন্য। সমগ্র মানব জাতির জন্য ওদের যত ডাটা বেস আছে (বিশেষ করে হিউম্যান ডিএনএ- জিনোম)উন্মুক্ত করে দেওয়া আছে আপনি যাত্রাবাড়ীতে আছেন না ওয়াশিংটন ডিসিতে আছেন- সবার ব্যবহারের জন্য বিনা পয়সায় উন্মুক্ত করে দেওয়া আছে। জাপানে ৫ বছর ছিলাম.....দেখেছি ওদের টেকনোলজি নিয়ে রক্ষনশীলতা। পয়সা ফেল.. তারপর ইউজ কর।
আমেরিকা এমন জাতি যে মানব জাতির কল্যানে আবিস্কার করে। অনেকে বলবেন যে আমেরিকা ব্যবসার জন্য ই আবিস্কার করে।ইন্টারনেট ইউজ করে কতজন আমেরিকা কে পয়সা দেয়, জীবন রক্ষাকারী ওষুধ বেক্সিমকো বেচে কয় টাকা আমেরিকা কে দেয়। আমেরিকার জিনোম ডাটাবেস ইউজ করে কত জন আমেরিকাকে ডলার দেয়??
০২ রা জুলাই, ২০১৫ সকাল ৯:২৮
শেখ এম উদ্দীন বলেছেন: ভাই চলে গেলেন তো ওনাদের ব্যাবসাওইক পুঁজিবাদী সিস্টেমে।
আমি আবারও বলছি আপনার ঐ দেশটিকে আমি ছোট করতে চাই নি আমি আমার দেশ নিয়ে বলেছি।
বিনে পয়সাতে ইন্টারনেট দিয়ে প্রত্যেকের ইনবক্সে অবৈধ অনুপ্রবেশ ওদের চেয়ে কেউ বেশি করে কিনা আমার জানা নাই।
আমেরিকা প্রতি বছর অস্ত্র বিক্রয় করে কত টাকা ব্যবসা করে?
আমেরিকার বুলেটে (তৈরি কিংবা তার সৈন্যদের) কত হাজার মানুষ সপ্তাহে প্রান হারায়? আর আমেরিকার প্যাটেন্ট এর ওষুধ খেয়ে কত জন প্রানে বাঁচে?
এমন অনেক কিছুই বলা যাবে ভাই। মোড়ল গিরি করতে হইলে কিছু কিছু রাস্তার মোড়ে ফ্রি চা কেউ খাওয়াতেই পারে। তবে একটা কথা সকল বুদ্ধিমান ব্যাক্তি মেনে চলেন আর তা হল মোড়ল যা দেয় তার কয়েকগুণ সুবিধা আদায় করে নেয়।
সব চেয়ে বড় ব্যাপার হল জাপানিজ দের অর্জন বেশিরভাগই ওদের নিজেদের কিন্তু অ্যামেরিকান দের আবিষ্কারের বেশীর ভাগই ভাড়াটে বা অভিবাসি দের। তাই আমার বাসাতে আপনি ভাত রান্না করলে সেই ভাত আপনাকে না দিয়ে খাওয়ার মত অভদ্র অ্যামেরিকান রা নয়।
দুঃখিত ভাই উন্মাদ লোকের কথা কিছু মনে করবেন না।
৫| ০২ রা জুলাই, ২০১৫ সকাল ৯:৪৫
কলাবাগান১ বলেছেন: কুয়ায় বসে থেকে কুয়াকেই সমুদ্র মনে হয়। এদেশে আসুন দেখুন তখন বুঝবেন এরা কি জাত।
ইবোলা আক্রমনে যখন আফ্রিকা আক্রান্ত, এরাই ঝাপিয়ে পড়েছিল তাদের কে রক্ষা করতে.....কয় টাকা লাভ হয়েছিল আমেরিকার??? আরবের শেখেরা প্লেনের ভিতর সোনায় মোড়ানো চেয়ারে বসে আয়েশে ব্যস্ত ছিল।
আজ আপনাদের ইন্টারনেট না হলে চলে না মুখে আমেরিকা কে গালি আবার আমেরিকার আবিস্কার নিয়ে আমেরিকা কে গালি। সাধে কি ইনবস্ক চেক করে। আপনাদের মত কিছু লোক আছে যারা সুযোগ পেলেই আমেরিকার পিঠে ছুরি চালিয়ে দেবেন। আমেরিকাতে নিজের দেখা বাংগালী সাচ্চা মসুলমানদের দেখি আমেরিকার বেনিফিট দিয়ে সংসার চালায় আর আইএস এর আক্রমনে উল্লাস প্রকাশ করে .....রামাদি দখলে পার্টি দেয়। এরা দুইবার চিন্তা করবে না আমেরিকার পিঠে (বুকে নয়) ছুরি বসাতে।
০২ রা জুলাই, ২০১৫ সকাল ১০:১০
শেখ এম উদ্দীন বলেছেন: আমি জানতাম আপনি এখন অ্যাই এস এর ব্যাপারটা আনবেন ই। আপনার আমেরিকা প্রীতি দেখে আমি যার পর নাই প্রীত এবং আশংকিত। কারন ঐ দেশে যাওয়ার ইচ্ছা আছেতো, গেলে না আমিও আপনার মত হয়ে যাই।
যাই হোক অ্যাই এস প্রসঙ্গে একটু আমার একটা প্রশ্ন যেটার জবাব কেউ দিতে চায় না আর তা হল-" অ্যাই এস এবং ইউ এস এ বাহিনী একই ধরণের সমরাস্ত্র কোথা হতে পেল? আমার প্রানের বাঙ্গালী কিংবা বাঙ্গালী মুসলিম কেউ তাঁদের এই একই ব্র্যান্ডের অস্ত্র দেয় নাই। কে দিল তাঁদের এই সকল অদ্ভুদ মিলের বস্তু গুলো?
এতক্ষণে বুঝলেন যে উন্মাদের সাথে যুক্তি দিতে গিয়ে আপনি অকাজের কিছু যুক্তি দিয়ে ফেললেন। ভালো থাকুন ভালো থাকুক আপনার ইউ এস এ। আমরা আমাদের দেশটা নিয়ে একটু ভালো থাকি এই টুকুনই চাওয়া এই সকল উন্নত দেশের মানুষের থেকে।
৬| ০২ রা জুলাই, ২০১৫ সকাল ৯:৪৬
কলাবাগান১ বলেছেন: I quit arguing with you. Its worthless
০২ রা জুলাই, ২০১৫ সকাল ১০:২১
শেখ এম উদ্দীন বলেছেন: ওহ একটা ব্যাপার ভুলে গেছিলাম কুয়াতে ৫ বছর থেকেই কিন্তু আপনি সমুদ্রে যাওয়ার টিকিট পেয়েছেন। কুয়াতে জন্ম নেয়া ব্যঙ্গাচির পূর্ণ দশাতে যত বড় সমুদ্রেই যাক না কেন কুয়াকে ভুলে যাওয়া তার উচিত নয়। হোক সে ক্ষুদ্র কুয়া বাংলা বা এর চেয়ে একটু বড় কুয়া জাপান।
দুঃখিত যদি আপনাকে কস্ট দিয়ে থাকি আমার কোন কথার মাধ্যমে।
৭| ০২ রা জুলাই, ২০১৫ সকাল ৯:৪৯
যুবায়ে২৯ বলেছেন: লেখাটি অনেক সুন্দর। আমার নিজের সংস্কৃতি থাকতে আমি কেন অন্যেরটার জন্য লাফাবো ?
জনাব চাদগাজী এবং কলাবাগান লেখাটার মৌলিক অংশটাকে নিয়ে মন্তব্য করলেই, মন্তব্যের যথার্থতা থাকে।
ধন্যবাদ
০২ রা জুলাই, ২০১৫ সকাল ১০:১২
শেখ এম উদ্দীন বলেছেন: ধন্যবাদ ভাই। ওনারা ওনাদের চোখে যেটুকুন ধরা পরেছে তা নিয়ে বলেছে। আমিও আমার মত উত্তর দিয়েছি হয়ত চাদ্গাজি ভাই বুঝেছেন। কিন্তু কলাবাগান১ ভাইকে বুঝানোর মত ভাষার দক্ষতা এই উন্মাদ ব্যক্তির নেই।
আমিও তাই বলি আগে নিজের চুলার খবর পরে অন্যের হারির খবর।
৮| ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৬
সজিব্90 বলেছেন: পোষ্টা চমৎকার হয়েছে ,ভাল লাগলো ,এ ধরনের লেখা আরো চাই , এ লোক গুলোর সাথে তর্ক করে কোন লাভ নাই এরা মাথা মোটা লোক ,নিজেকে অনেক চালাক অতি শিক্ষিত মনে করে। আপনী আপনার মূল্যবোধের কথা ,ধমের্র কথা বললেই এরা গালী গালাজ নিয়ে আসে। ভাল থাকবেন
০২ রা জুলাই, ২০১৫ দুপুর ২:২৭
শেখ এম উদ্দীন বলেছেন: ধন্যবাদ ভাই
মাথা মোটা কিংবা চিকন তা ভাই আমি মাপতে জানি না।
তবে অনেকেই কেন যেন ধর্ম এর সপক্ষে কিছু বলা সহ্য করনে না।
এখানে অবশ্য এমন কিছু হয় নি।
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৫ ভোর ৬:৫৬
চাঁদগাজী বলেছেন:
জাপান সম্পর্কে আপনার ধারণা নেই।