![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাদেশি ....আমি বাঙালী....আমি মুসলিম....আমি বাংলার জন্য জীবন দিতে সর্বদা প্রস্তুত ।
৬৯ এর গণঅভ্যুত্থান এর ছাত্র নেতা ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয় এর শিক্ষক ডঃ মাহাবুব উল্লাহ্ স্যারকে মেরে তার জামা ছিঁড়ে লাঞ্ছিত করা হল তখন তিনি নিশ্চুপ ছিলেন।
অধ্যাপক আনু মুহাম্মদ স্যারকে যখন লাঞ্ছিত করা হল তখনো তিনি নিশ্চুপ থেকে গাছ ফুল লতা পাতা নিয়ে ব্যাস্ত ছিলেন।
বুয়েট এর এক একজন শিক্ষক কে যখন তার ফেসবুক স্ট্যাটাস এর জন্য ঐ একই সংগঠনের ছাত্ররা মারধোর করল তখনো তিনি চুপ ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার যখন চড় খেলেন স্থানীয় এক নেতার হাতে তখনো তিনি নিশ্চুপ ছিলেন।
হঠাৎ করেই তিনি যে কেন লে জে হু মু এরশাদের মত আত্মহত্যার হুমকি দেয়া শুরু করলেন!!!
ছাত্ররা যে শিক্ষকদের গায় হাত তুলতে পারে তা জানা ছিল না। কিন্তু এই সকল ঘটনা দেখে আমাদের মনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলেও ওনাদের মনে সকল ঘটনা সমান ভাবে নাড়া দেয় না। ডাবল স্ট্যান্ডার্ড তৈরি করার সময় নিজেকে এর ভিক্টিম কল্পনা করেই করতে হয়। তা না হলে যেকোনো অন্যায়কে অন্যায় বলতে হবে।
পুরনো ডায়লগ, অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা তারে তৃণ সমদহে।
৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:০৪
শেখ এম উদ্দীন বলেছেন: সেলিব্রেটি শিক্ষক আর শিক্ষক এর মাঝে হয়ত কিছু ব্যাবধান রয়েছে। সমাজে দুজনের অবদানের ক্ষেত্র সমান নয়।
ঐ ঘটনা গুলোতে ওনার মত একজন শিক্ষক নিশ্চুপ থাকা দুঃখ জনক ছিল।
শিক্ষার্থীরা শিক্ষক এর সাথে এমন আচরণ করতে পারে তা কল্পনা অতীত হলেও এখন তা খুব স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
২| ৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৮
বিদ্রোহী সিপাহী বলেছেন: ডাবল স্ট্যান্ডার্ড তৈরি করার সময় নিজেকে এর ভিক্টিম কল্পনা করেই করতে হয়....
সঠিক কথাটাই বলেছেন ভাই
৩| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৯
মাঘের নীল আকাশ বলেছেন: উনিও যে আক্রান্ত হতে পারেন তা বোধহয় ভাবেন নাই...তবে তিনি বলেছেন "যদি" পোলাপানগুলা তার ছাত্র হয় তবে তিনি ফাঁস দেবেন...এখানে একটা কিন্তু রেখে গেছেন...
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৬
শেখ এম উদ্দীন বলেছেন: কিন্তু তো রাখতেই হবে।
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৬
আমি আবুলের বাপ বলেছেন: আত্মহত্যা সকল শিক্ষক সমাজেরই করা আরো আগেই করা উচিত ছিলো।শিক্ষক শুধু জাফর স্যার একাই?
ছাত্রলীগের হাতে পাঁচ বছরে ৬৫ শিক্ষক লাঞ্ছিত
http://www.rtnn.net/bangla//newsdetail/detail/3/44/118347#.VeSG3Cv-Q2k