![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাদেশি ....আমি বাঙালী....আমি মুসলিম....আমি বাংলার জন্য জীবন দিতে সর্বদা প্রস্তুত ।
আজ প্রথম আলোর একটি সংবাদ (স্ক্রিন শট) গত সাত বছরে বাংলাদেশের মানুষের ৩০ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে।
এর মধ্যে বেসিক ব্যাংকের ৪৫০০ কোটি টাকা এবং শেয়ার বাজারের ১৫০০০ কোটি টাকার জন্য কোন মামলাও হয় নি।
৩০ হাজার কোটি টাকা কি পরিমান টাকা আপনার জানা আছে কি?
পদ্মা সেতুর জন্য যে প্রকল্প ব্যয় ধরা হয়েছে তার চেয়ে ৪০০০ কোটি টাকা বেশি।
"পদ্মা সেতুর ব্যয় হবে ২৬ হাজার কোটি টাকা. বাজেট-২০১৩-২০১৪ ... বিশ্বব্যাংকের নেতৃত্বে পদ্মা সেতু নির্মাণে গত বছর ব্যয় ধরা হয়েছিল ২০ হাজার ৫০০ কোটি টাকা বা ২৯১ কোটি ডলার"
বাংলাদেশের পক্ষ থেকে করা বাজেটে ৬০০০ কোটি টাকা বেশী কেন লাগবে তা বিশেষজ্ঞ গনই বলতে পারবেন।
সকালে বাবা সংবাদটি দেখেই ফোন দিলেন। বললেন আমরা কি এমন একটি বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম?
মায়ের কি হবে, বউ কার কাছে থাকবে, আদরের সন্তান আমি মারা গেলে ভাত পাবে কিনা, দেশ স্বাধীন না করতে পেরে ধরা পরলে কি পরিমান নির্যাতনের শিকার হতে হবে এমন হাজারো প্রশ্নের জবাব না জেনেই শুধু দেশ মায়ের মুখের দিকে তাকিয়ে।
দেশের পূর্বে স্বাধীন সর্বভৌম কথা টুকুন যুক্ত করতে থ্রি নট থ্রি রাইফেল নিয়ে মর্টারের গুলি মোকাবেলা করেছে। ট্যাঙ্কের গোলার সামনে মাইন বুকে বেঁধে ঝাঁপিয়ে পড়েছে।
অস্ত্র ছাড়া মুক্তিযোদ্ধা দের সংবাদ এক ক্যাম্প থেকে আরেক ক্যম্পে পৌঁছে দিয়েছি। কোন পাকিস্তানি যদি আমাকে মারতে আসত কেবল গুলি বুকে নিয়ে মরে যাওয়া ছাড়া উপায় থাকত না।
এতো কষ্ট ক্লেস করে দেশ স্বাধীন করলাম পাকিস্তানি লুটেরা দের হাত থেকে দেশের সম্পদ বাচিয়ে দেশকে সাম্যের বাংলাদেশ করব বলে।
আর আজ আমরা জিবিত থাকতে দেখতে হল এই করুন সংবাদ। আমরা তো তোদের মত শিক্ষিত ছিলাম না। আমরা তো তোদের মত এতো সচেতন ছিলাম না। আমরা তো তোদের মত এত ফেসবুক সেলিব্রেটি ছিলাম না, আমরা তো তোদের এতো কাব্যিক বুদ্ধিজীবী, যারা মুক্তিযুদ্ধের পরে জন্ম গ্রহণ করে খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের রাজাকার উপাধি দিয়ে দেয়, ছিলাম না।
তাহলে আমরা যদি জীবন বাজি রেখে এই হিংস্র জাতীর কবল থেকে মাকে মুক্ত করতে পারি তোরা এতো সচেতন নাগরিক থাকতে আমার সেই মায়ের লজ্জা নিবানের কাপড় নিয়ে নব্য জানোয়ারের উল্লাস কেন আমাদের দেখতে হবে? আমার মায়ের সন্তানের জমানো টাকা কেন এভাবে লুটপাট হবে?
আমি জবাব দিতে পারি নি। আমি কি বলব? আমি কিভাবে বলি আজকের যুব সমাজ, আজকের শিক্ষিত সমাজ যে খুব চালাক। তারা আপনাদের মত বোকা না। দেশ নামক অদৃশ্য মায়ের জন্য তারা একটি ফেসবুক স্ট্যাটাস ও খরচ করতে নারাজ।
বরং ঐ চোরের গুণকীর্তন করে এক খানা স্ট্যাটাস দিলে হয়ত চোর কিছু টাকা দিলেও দিতে পারে।
আজকের এই চতুর নাগরিক সমাজে দেশপ্রেমিক ততক্ষণ যতক্ষণ তার স্বার্থ ঠিক থাকবে। এই চতুর শিক্ষিত শ্রেণী ততক্ষণ দেশের কথা ভাবে যতক্ষণ তাঁদের পিঠ বাঁচিয়ে নিজের স্বার্থ ধরে রাখতে পারে।
হাজার লাখ কোটি তে তাদের কিছু যায় আসে না। জন প্রতিনিধি হতে হলে এখন আর মেধা দরকার হয় না। সুতরাং দেশের স্বার্থ দেখার মত ঐ শ্রেণী কোথা পাব আমরা।
এর পরেও ফেসবুকের পাতা ভরে যায় ফেইক দেশপ্রেমের মেসেজ এ। জাতীয় দিবসে সকলেই দেশ প্রেমিক অন্য দিন সকলেই নিজের পকেট প্রেমিক।
কি করবেন আর চেয়ে চেয়ে দেখেন স্বপ্নের বাংলাদেশ কিভাবে তাবেদার বাংলাদেশে রুপান্তরিত হয়।
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৯
শেখ এম উদ্দীন বলেছেন: হুম।
কিন্তু কজনা আর দেশের এই পরস্থিতি নিয়ে কথা বলে?
২| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫১
বিজন রয় বলেছেন: সবই বলে, বলি।
সব জায়গায়।
৩| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৩
মনসুর-উল-হাকিম বলেছেন: মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান। শুভেচ্ছান্তে ধন্যবাদ।
আসলে, ইসলামবিরোধীদের দ্বারা কুশিক্ষার প্রচলন আর অবাধভাবে অপসংষ্কৃতির প্রসারের ফলে সমাজে দূর্বৃত্তায়নের বিস্তার ঘটছে, . . . . !!
হে আল্লাহ্! আপনি আমাদেরকে হেদায়াত দান করুন এবং সব নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার তৌফীক দান করুন। আমীন।
২৮ শে মার্চ, ২০১৬ ভোর ৪:৩২
শেখ এম উদ্দীন বলেছেন: হে আল্লাহ্! আপনি আমাদেরকে হেদায়াত দান করুন এবং সব নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার তৌফীক দান করুন। আমীন।
৪| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৬
বিদ্রোহী সিপাহী বলেছেন: তবু্ও সুন্দর আগামীর স্বপ্ন দেখতে হবে ভাই...
প্রাণপনে জঞ্জাল সরাতে হবে
আর এখনই এর প্রকৃষ্ট সময়
২৮ শে মার্চ, ২০১৬ ভোর ৪:৩২
শেখ এম উদ্দীন বলেছেন: হুম
কষ্টের কথা হল জঞ্জাল যাদের দিয়ে সরানো হবে তারাই তো লেজুরে বন্দী
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪০
বিজন রয় বলেছেন: খারাপ মধ্যে আরো খারাপ খবর।